কিভাবে আমি কপিরাইটিং প্রাকটিস করতে পারি?  ||   How can I Practise Copywriting (Practice Guideline for Copywriter)

20 October 2024

1 min read

কপিরাইটিং এমন একটি স্কিল যা যে কোনো প্রতিষ্ঠানের মার্কেটিং ও ব্র্যান্ডিং প্রচারে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এটি শুধুমাত্র শব্দের ব্যবহার নয়, বরং রিডারদের এফেক্ট করা, তাদের আগ্রহ ক্রিয়েট করা এবং তাদের কাছে সঠিক মেসেজ পৌঁছানো নিয়েও কাজ করে। কপিরাইটার হিসেবে সফল হতে হলে আপনাকে এই স্কিলটি রেগুলার প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনি কপিরাইটিং স্কিল প্র্যাকটিস করতে পারেন এবং সেইসাথে কিছু ইফেক্টিভ স্ট্রাটেজি নিয়ে, যা আপনার ডেভেলমেন্টকে হেল্প করবে।

১. প্রতিদিন লেখার অভ্যাস গড়ে তুলুন 

২. সফল কপিরাইটারদের কাজ এ্যানালিসিস করুন  

৩. নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন 

৪. মক প্রজেক্ট ক্রিয়েট করুন 

৫. রিভিউ ও ফিডব্যাক নিন 

৬. কপিরাইটিংয়ের মূলনীতি শিখুন 

৭. সৃজনশীলতা বাড়াতে কাজ করুন 

৮. নিয়মিত কপিরাইটিং চ্যালেঞ্জে অংশগ্রহণ করুন  

৯. কপিরাইটিং সম্পর্কিত বই ও কোর্স গ্রহণ করুন  

১০. সোশ্যাল মিডিয়াতে কপিরাইটিং প্রাকটিস করুন 

১. প্রতিদিন লেখার অভ্যাস গড়ে তুলুন  ||   1. Make it a habit to write every day   ||  

প্রতিদিন লেখার অভ্যাস আপনার কপিরাইটিং স্কিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনার ব্রেইনকে রেগুলার প্রাকটিসের মাধ্যমে রেডি করতে হবে। প্রতিদিন একটি স্পেসিফিক টাইম সেট যেখানে আপনি কোনো একটি স্পেসিফিক টপিক নিয়ে লিখবেন। প্রথমে টপিক হতে পারে একদমই বেসিক, যেমন কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন, ওয়েবসাইট কনটেন্ট বা সোশ্যাল মিডিয়ার পোস্ট। আপনি যত বেশি লিখবেন, তত দ্রুত আপনার লেখার স্পীড এবং কোয়ালিটি ডেভেলপ করবে।

২. সফল কপিরাইটারদের কাজ এ্যানালিসিস করুন  ||   2. Analyze the work of successful copywriters  ||   

সাকসেসফুল কপিরাইটারদের কাজ এ্যানালিসিস করা এবং তাদের লেখার টাইপ সম্পর্কে জানলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বিজ্ঞাপন, ওয়েবসাইট, ব্লগ পোস্ট এবং মেইল মার্কেটিং এর জন্য ব্যবহৃত কপিরাইটিংগুলো দেখে বুঝতে চেষ্টা করুন তারা কিভাবে রিডারদের এটেনশন পাচ্ছে। তাদের লেখায় কী কী কম্পোনেন্ট রয়েছে, কীভাবে তারা ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন এবং কিভাবে ক্রিয়েটিভি রিপ্রেজেন্ট করছেন—এসব কিছু এ্যানালিসিস করলে আপনার নিজের কাজেও তা এপ্লাই করতে পারবেন।

৩. নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন   ||  3. Set specific goals  ||  

আপনার কপিরাইটিং প্র্যাকটিস করার সময় স্পেসিফিক গোল সেট করুন। যেমন, আপনি যদি অনলাইন এডভার্টাইজমেন্টের জন্য কপিরাইটিং করতে চান, তাহলে এই ধরনের লেখাগুলোতে বেশি এটেনশন দিন। বা যদি আপনি ব্লগ পোস্ট বা ইমেইল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, সেগুলোর উপর স্পেশালাইজড কাজ করুন। নিজের স্কিলগুলোকে ক্লিয়ার করতে এবং প্রতিটি ফিল্ডে স্কিল অর্জন করতে স্পেসিফিক টার্গেট নিয়ে এগিয়ে চলুন।

৪. মক প্রজেক্ট ক্রিয়েট করুন   ||  4. Create Mock Project  ||  

কপিরাইটিংয়ে প্র্যাকটিসের জন্য একটি ভালো উপায় হল মক প্রজেক্ট ক্রিয়েট করা। এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস সিলেক্ট করুন যা মার্কেটে এভেইলেবল আছে এবং এর জন্য একটি কপিরাইটিং লেখার ট্রাই করুন। এটি হতে পারে একটি ফেসবুক এ্যাড, একটি ইমেইল ক্যাম্পেইন, অথবা ওয়েবসাইটের ল্যান্ডিং পেইজ। এর মাধ্যমে আপনি বিভিন্ন টাইমের লেখার স্টাইল নিয়ে কাজ করতে পারবেন এবং একটি পোর্টফোলিও ক্রিয়েট করার সুযোগ পাবেন।

৫. রিভিউ ও ফিডব্যাক নিন   ||  5. Get reviews and feedback  ||  

আপনার কপিরাইটিং স্কিল ডেভেলমেন্টের জন্য রিভিউ ও ফিডব্যাক গুরুত্বপূর্ণ। সেজন্য আপনার লেখা অন্যদের দেখান এবং তাদের ফিডব্যাক নিন। বিশেষ করে যারা কপিরাইটিংয়ে স্কিল আছে বা এক্সপার্ট, তাদের কাছ থেকে সাজেশান নিন। তারা কোন ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, কোন দিকগুলোতে আপনি ভালো করছেন এবং কোন জায়গায় ডেভেলপ করতে হবে তা জানতে পারবেন। ফিডব্যাক নিয়ে কাজ করার মাধ্যমে আপনার কাজের কোয়ালিটি ডেভেলপ হবে।

৬. কপিরাইটিংয়ের মূলনীতি শিখুন  ||   6. Learn the basics of copywriting  ||  

কপিরাইটিং শুধুমাত্র লেখার বিষয় নয়, এটি একটি স্পেসিফিক রুলসের বেসিসে করে কাজ করে। এর জন্য আপনাকে কপিরাইটিংয়ের রুলস জানতে হবে। যেমন, AIDA (Attention, Interest, Desire, Action) মডেল বা PAS (Problem, Agitation, Solution) স্ট্রাটেজিগুলো কপিরাইটিংয়ে ইউজ হয়। AIDA মডেল কিভাবে রিডারদের মনোযোগ আকর্ষণ করে, তাদের মধ্যে আগ্রহ ক্রিয়েট করে, ইচ্ছা জাগায় এবং শেষে একশন নিতে মোটিভেট করে তা বর্ণনা করে। অন্যদিকে PAS স্ট্রাটেজি কোনো প্রবলেমের ওপর এটেনশন দিয়ে সেটিকে এ্যানালিসিস করে এবং সলিউশন প্রোভাইট করে। এই ধরনের স্ট্রাটেজিগুলো শিখলে আপনি আরো ইফেক্টিভলি লিখতে পারবেন।

৭. সৃজনশীলতা বাড়াতে কাজ করুন   ||  7. Work to increase creativity  ||  

কপিরাইটিং একটি ক্রিয়েটিভ প্রসেস এবং এর জন্য আপনাকে নিজের ক্রিয়েটিভিটি বাড়াতে হবে। প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে চিন্তা করুন এবং কীভাবে আপনি একটি সাধারণ বিষয়কে ক্রিয়েটিভভাবে রিপ্রেজেন্ট করতে পারেন তা নিয়ে কাজ করুন। সেজন্য বিভিন্ন ধরনের লেখা পড়ুন, নতুন এক্সপেরিয়েন্স অর্জন করুন এবং নিজেকে নতুন কনসেপ্ট ক্রিয়েট করতে চ্যালেঞ্জ করুন।

৮. নিয়মিত কপিরাইটিং চ্যালেঞ্জে অংশগ্রহণ করুন  ||  8. Participate in regular copywriting challenges  ||  

অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কপিরাইটিং চ্যালেঞ্জ এবং কমিউনিটি পাওয়া যায়, যেখানে আপনি প্রতিযোগিতায় পার্টিসিপেশন নিতে পারেন। এটি আপনাকে নতুন ধরনের কাজ করতে এবং আপনার রাইটিং স্কিল টেস্ট করতে হেল্প করবে। এছাড়াও, আপনি অন্যান্য কপিরাইটারদের সাথে কানেক্ট হতে পারবেন এবং তাদের কাছ থেকেও শিখতে পারবেন। 

৯. কপিরাইটিং সম্পর্কিত বই ও কোর্স গ্রহণ করুন   ||  9. Take copywriting books and courses  || 

বই ও অনলাইন কোর্স কপিরাইটিংয়ের ওপর আপনার নলেজ ও স্কিল বাড়াতে হেল্প করতে পারে। তাই মার্কেটিং, ব্র্যান্ডিং এবং কপিরাইটিং সম্পর্কিত বিভিন্ন বই পড়ুন এবং অনলাইন কোর্স বা ওয়ার্কশপে অংশ নিন। এই ধরনের এডুকেশনাল কনটেন্ট আপনাকে কপিরাইটিংয়ের নতুন ভিশন এবং স্ট্রাটেজি শিখতে হেল্প করবে।

১০. সোশ্যাল মিডিয়াতে কপিরাইটিং প্রাকটিস করুন   ||   10. Practice copywriting on social media  ||  

আজকের দিনে সোশ্যাল মিডিয়া কপিরাইটিংয়ের একটি ইম্পরট্যান্ট প্ল্যাটফর্ম। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা লিংকডইন-এর মতো প্ল্যাটফর্মে পোস্ট করতে হলে কনসাইজ, এট্রাক্টিভ ও ক্রিয়েটিভ কন্টেন্ট প্রয়োজন। তাই আপনিও সোশ্যাল মিডিয়াতে নিজের প্র্যাকটিস শুরু করতে পারেন। প্রতিদিন একটি পোস্ট লেখার ট্রাই করুন এবং দেখুন কোন ধরনের পোস্ট বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করে। 

শেষকথা   ||  Conclusion  ||  

কপিরাইটিং একটি ধৈর্যশীল এবং রেগুলার প্রসেস, যা প্র্যাকটিসের মাধ্যমে আরও ডেভেলপ হয়। উপরে বর্ণিত স্ট্রাটেজিগুলো ফলো করে আপনি আপনার কপিরাইটিং স্কিল ডেভেলপ করতে পারেন। তাই লেখার জন্য স্পেসিফিক টাইম বের করুন, সাকসেসফুল কপিরাইটারদের কাজ এ্যানালিসিস করুন, ফিডব্যাক নিন এবং রেগুলার প্রাকটিসের মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি বাড়ান।

লেখা: Ayesha Alam

Share this article

RELATED ARTICLES

কেন টেলিসেলস গুরুত্বপূর্ণ?  ||  ? (Importance Of Telesales)

বর্তমান বিশ্বে বিজনেস মডেল দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স এবং বিভিন্ন অনলাইন মাধ্যমের আসা সত্ত্বেও, টেলিসেলস এখনও মার্কেটিংয়ের একটি স্ট্রং মিডিয়া হিসেবে বিদ্যমান। টেলিসেলস বা টেলিফোনের মাধ্যমে সেলস এমন একটি প্রসেস, যেখানে বিক্রেতা ক্রেতার সাথে সরাসরি কথা বলে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রির চেষ্টা করে। এটি শুধু সেলসই নয়, পাশাপাশি একটি কাস্টমার রিলেশন বিল্ডআপের একটি ইফেক্টিভ মেথড। তাই বুঝতেই পারছেন টেলিসেলস যে একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এখন প্রশ্ন হলো, টেলিসেলস কেন গুরুত্বপূর্ণ? আ

20 October 2024

1 min read

কিভাবে আমি কপিরাইটিং প্রাকটিস করতে পারি?  ||   How can I Practise Copywriting (Practice Guideline for Copywriter)

কপিরাইটিং এমন একটি স্কিল যা যে কোনো প্রতিষ্ঠানের মার্কেটিং ও ব্র্যান্ডিং প্রচারে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এটি শুধুমাত্র শব্দের ব্যবহার নয়, বরং রিডারদের এফেক্ট করা, তাদের আগ্রহ ক্রিয়েট করা এবং তাদের কাছে সঠিক মেসেজ পৌঁছানো নিয়েও কাজ করে। কপিরাইটার হিসেবে সফল হতে হলে আপনাকে এই স্কিলটি রেগুলার প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনি কপিরাইটিং স্কিল প্র্যাকটিস করতে পারেন এবং সেইসাথে কিছু ইফেক্টিভ স্ট্রাটেজি নিয়ে, যা আপনার ডেভেলমেন্টকে হেল্প করবে। ১. প্রতিদিন লেখার অভ্যাস গড়ে তুলু

20 October 2024

1 min read

কপিরাইটার কেমন ক্যারিয়ার? ||  Is Copywriter A Good Career?(Introduction about Copywriter Job)

কপিরাইটিং বর্তমান বিশ্বের অন্যতম ডিমান্ডিং প্রফেশান। ডিজিটাল বিপ্লব, অনলাইন মার্কেটিংয়ের উত্থান এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্টের ক্রমবর্ধমান চাহিদার কারণে কপিরাইটার হিসেবে ক্যারিয়ার গড়া আজকাল অনেকের জন্য একটি আকর্ষণীয় চয়েজ হয়ে উঠেছে।  কপিরাইটিংকে সাধারণত লেখালেখির একটি ক্রিয়েটিভ সেকশন হিসেবে দেখা হয় যেখানে একজন প্রফেশনাল রাইটার প্রোডাক্ট, সার্ভিস কিংবা প্রতিষ্ঠানের জন্য ইফেক্টিভ ও আকর্ষণীয় ইমেজ ক্রিয়েট করেন, যা সেই প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিংকে আরো ইজি ও সাকসেসফুল করে তোলে। এই কাজের ম

08 October 2024

1 min read

বিগিনাররা কিভাবে কপিরাইটিং শিখতে পারে?  ||  How Do Beginners Learn Copywriting?   ||  (Guideline for Beginners)

কপিরাইটিং হলো এমন একটি ক্রিয়েটিভ কাজ, যা একজন রাইটারকে প্রোডাক্ট বা সার্ভিস সেলের জন্য বা রিডারের এ্যাটেনশন পাওয়ার জন্য রাইটিং স্কিল ইউজ করতে শেখায়। এটি বর্তমান যুগে একটি অত্যন্ত ডিমান্ডেবল জব, যা বিভিন্ন অর্গানাইজেশন এবং অনলাইন বিজনেসের জন্য অপরিহার্য। তাই এখন অনেকেই এই প্রফেশনে আসতে আগ্রহী। কিন্তু কিভাবে আসবেন বুঝতে পারছে না। যদি আপনি একজন বিগিনার হন এবং কপিরাইটিং শিখতে চান, তবে আজকের আলোচনাটি আপনার জন্য। চলুন একজন বিগিনার হিসেবে কিভাবে কপিরাইটিং শিখবেন সেই আলোচনার সংক্ষিপ্ত টপিকগুলো দেখে নেই

26 September 2024

1 min read

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে