MANHATTAN 5LB: Should I Buy The Book For GRE Practice?

24 January 2021

4 min read

GRE BOOK REVIEW:

জিআরই দিবেন বা দিয়েছেন এমন কেউ ম্যানহ্যাটন ফাইভ এলবি বা ফাইভ পাউন্ডের নাম শুনেনি তাকে সত্যিই খুঁজে পাওয়া ভার। এমন অনেককে আমি দেখেছি যারা ETS THE OFFICIAL GUIDE TO THE GRE বইটা কখনো করেননি কিন্তু 5lb করেছেন। ম্যানহ্যাটন প্রেপ এর অরিজিনাল বইটার ওজন ২.২৭ কেজি বা ৫ পাউন্ডের কাছাকাছি বলে এর এমন নামকরণ। খুব সম্ভবত জিআরই সংক্রান্ত যত বই বাজারে পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বিক্রিত বই এইটা। এর কারন কি আসলে? সত্যিই কি এই বইটা জিয়ারই এর Real Exam এর জন্য worthy? নাকি বইটা over-rated?

চলুন দেখে নেইঃ

My Overall rating: 5.5/10

Verbal: 2.5/10

• Text Completions: 2/10

• Sentence Equivalence: 2/10

• Reading Comprehensions: 5/10

Quantitative: 7.5/10

• Probability and Combinatorics: 5/10

• Geometry: 7/10

• Algebra (Equations): 3/10

• Arithmetic: 7/10

• Data Interpretation: 7/10

• Number Properties: 8/10

• Word Problems: 8.5/10

• Inequalities/Absolute Values: 9/10

• Statistics: 8/10

What Is Manhattan 5LB?

ম্যানহাটান 5 পাউন্ড (বা এলবি) বইটি 1200+ টিরও বেশি জিআরই ম্যাথ এবং ভারবাল অনুশীলনের প্রশ্ন সহ একটি GRE Practice Book। এটিতে 33 টি অধ্যায় রয়েছে যার প্রত্যেকটিতে Exercise এবং Drill রয়েছে। সমস্ত মৌলিক ধারণা এবং কৌশল শেখার পরে আপনি এই বইটি ব্যবহার করতে পারেন। এই বইটি আপনাকে জিআরই টেক্কা দেওয়ার কোনও পদ্ধতির শিক্ষা দেবে না। 5 এলবি জিআরই বইটি আপনাকে অনেকগুলো Exercise, Drill এবং কয়েকটি Diagnosis Test এর মাধ্যমে আপনার প্রেপকে শক্তিশালী করতে সহায়তা করবে। এই বইয়ের উদ্দেশ্য আপনাকে পর্যাপ্ত Exercise এর মাধ্যমে আপনার GRE Exam prep কে আরো strong করা। এটি আক্ষরিকভাবে 5 পাউন্ড ওজন!

কেনো বইটির নাম 5 lb?

Manhattan 5LB Format and Content Overview

প্রায় ১১০০+ পেজের ম্যানহাটন ৫এলবি জিয়ারই বইটাতে মোট ৪টা পার্ট (৩৩ টা চ্যাপ্টার) আছে। পার্টগুলো হলোঃ

• Two Mini Diagnostic tests – one Quant and one Verbal, 40 questions in total

• Practice questions for every topic tested on GRE -1800+ questions in total

• Eight Mini Mixed Practice sets—four Quant and four Verbal, 80 questions in total

• Mini Math Drill sets – 100 questions in total

অনেক অনেক পেজ বা চ্যাপ্টার মনে হলেও, আপনি যখন যাবতীয় বেসিক কনসেপ্ট নিয়ে নিবেন তখন বড়জোর ৩ সপ্তাহ লাগবে বইটা শেষ করতে। কারন বইটা খুবই কম্প্রেহেন্সিভ ওয়েতে লেখা হয়েছে। তারপরও যদি আপনার হাতে পর্যাপ্ত সময় না থাকে তাহলে আপনার যে যে টপিকসে সমস্যা সে চ্যাপ্টারগুলো করুন।

What Topic Does the 5LB GRE book cover?

Manhattan 5LB বইটা জিয়ারই এর মোটামুটি সব টপিকই কাভার করেছে। এখানে আমি প্রতেক টাইপের কোয়েসচেন ধরে ধরে দেখিয়েছি।

Quantitative

• Algebra

• Fractions, Decimals, & Percents

• Geometry

• Number Properties

• Statistics

• Quantitative Comparisons

• Data Interpretation

Verbal

• Text Completion

• Sentence Equivalence

• Reading Comprehension

AWA

• The Essays

Chapter 1 and 2

Chapters 1 and 2 তে একটা কোয়ান্ট ও একটা ভারবাল Diagnosis Test দেয়া আছে। প্রতেক সেকশনে ২০ টা করে প্রশ্ন দেয়া আছে। কোয়ান্টের জন্য সময় ৩৫ মিনিট আর ভারবাল এর জন্য সময় ৩০ মিনিট। আপনি আপনার প্রেপ এর শুরুতেই এই Diagnosis test টা দিতে পারেন। তবে আমার পরামর্শ verbal diagnosis test টা দেয়ার দরকার নাই, এর কারন একটু পর বিস্তারিত বলছি।

Chapter 3, 4, 5, and 6

Text Completion (১২৮)*, Sentence Equivalence (১৩৯)*, Reading Comprehension (১৫৫)*, and Logic-Based Reading Comprehension (৫৬)* এই চারটা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে ভারবাল সেকশন। ভারবাল সেকশনে সর্বমোট ৪৭৮ টা প্রশ্ন আছে যেখানে মোটামুটি সব সেকশন থেকেই প্রশ্ন আছে।

আমার মতে 5lb এর verbal section টা মোটামুটি VOGUS type এর (RC section টা কোনোরকম চলে আর কি)। তবে 5lb থেকে Verbal section না করাই উত্তম। ETS Official materials এর বাইরে verbal এর জন্য ভালো কোনো resource নাই কারন এইসব 3rd party materials এর logic sense, sentence structure, wording ETS এর ধারেকাছেও নাই। তাই এইসব 3rd party materials (e.g, Magoosh, Manhattan, Kaplan, Barrons etc) থেকে verbal part না করাই উত্তম, এতে হিতে বিপরীত হতে পারে, আপনার ETS এর question solve করার জন্য যে logic sense grow করার বা থাকার দরকার সেটা নস্ট হয়ে যেতে পারে।

*NUMBER OF QUESTION

Chapter 7 to Chapter 29.

এই ২৩ টা চ্যাপ্টারে কোয়ান্টের সব সেক্টর থেকে ৮১৪ টা প্রব্লেম এবং এক্সপ্লানেশন দেয়া আছে। চ্যাপ্টারগুলো হচ্ছেঃ Arithmetic (28)*, Algebra (32)*, Inequalities and Absolute value (40), Function, Sequence and Formulas (57), Fraction and Decimal (35), Percent (54), Divisibility and prime (33), Exponents and Roots (28), Number properties (35), Word problems (27), Two-variable word problem (25), Rates and works (28), Variable in the choice problem (20), Ratios (35), Average (36), Standard deviation and Normal distribution (29), Probability (44), Data interpretation (37), Polygon and Rectangular solid (21), Circles and cylinders (23), Triangles (40), Coordinate Geometry (23), Mixed Geometry (17), Advanced Quant (42).

*NUMBER OF PROBLEMS ()*

5lb এর কোয়ান্ট সেকশনটা যথেষ্ট ভালো। GRE তে আসে এমন সব সেক্টরই এখানে মোটামুটি ভালো ভাবেই কাভার করা হয়েছে। Algebra, Probability, Data interpretation, Percentile, Quartile এর math বাদে সব চ্যাপ্টারই ভালো বলা যায়। তাই GRE Quant section practice করার জন্য 5lb খুব ভালো একটা resource.

কোয়ান্টের জন্য 5lb খুবই ভালো একটা ম্যাটেরিয়াল

Chapter 30

Advanced Qunat নামের এই চ্যাপ্টার এ যে ধরনের math problem দেয়া আছে সেগুলো সাধারণত GRE তে আসে না। কিন্তু Mr. or Ms. Perfectionist রা এই চ্যাপ্টারটা করতে পারেন।

Chapter 31

এই চ্যাপ্টার এর নাম “Essays”. Issue writing and Argument writing আলাদাভাবে থেকে ১০ টি করে essay topic দেয়া আছে এবং ম্যনাহাটনের ৯৯ পারসেন্টাইল ইন্সট্রাক্টরদের দেয়া sample answer দেয়া আছে। আপনি বেসিক ধরনা নেয়ার জন্য এই অংশটি দেখতে পারেন।

Chapter 32

এই চ্যাপ্টারে Verbal এর 4টা mini test দেয়া আছে।

Chapter 33

এই চ্যাপ্টারে Verbal এর 4টা mini test দেয়া আছে।

Chapters 32 and 33 আপনাকে Mental flexibility তৈরি করতে help করবে কারন এটি বিভিন্ন টপিকের উপর random problem দিয়ে থাকে।

Appendix A

Appendix A contains all the math rules and formulas. The topic area has organized these Math Facts: algebra, arithmetic, geometry, and statistics. These are great for revisions and can be used a couple of days before the exam to do a quick refresher of the Math formulas.

Appendix B

Appendix B contains 100 Math drill questions arranged by topic (algebra, averages, circles, etc.). Go through these at the end.

Is Manhattan 5LB Good Enough for GRE Preparation?

ওকে। কোনো একটা অরিজিনাল টেস্ট প্রেপ এর কোয়েসচেনকে মিমিক করে কোয়েসচেন বানানো সহজ কাজ না। বিশেষত ভারবাল এর কোয়েসচেন করা রীতিমত ভয়ংকর। কষ্টজনক হলেও সত্যি এই কাজটা আজ অবদি কোনো 3rd Party materials ই করতে পারে নাই। আর এইটা শুধুমাত্র একটা practice book. Verbel section এর কোয়েসচেন original GRE এর কোয়েসচেন থেকে অনেকটাই আলাদা। কোয়ান্ট পার্টটা Fair enough, তবে অনেক চ্যাপ্টার এর ম্যাথ আরো Update করা উচিত কারন বর্তমান সময় GRE তে যেমন math আসে তেমন অনেক math ই এখানে নেই। আর math er explanation আরও সহজ সরল ও শর্টকাট ফলো করা করা উচিৎ ছিল।

তবে verbal part টা বাদ দিলে Quant part টা fair enough.

Manhattan 5LB Verbal Review

5lb এর ভারবাল সেকশনে ভালো বলার মত তেমন কিছু পাইনি। কারন real GRE এর Text completion and Sentence equivalence question এ obscure vocabulary এর চেয়ে ETS convoluted sentence structureএর দিকে বেশি মন দেয়। কিন্তু 5lb তার উল্টাটা করেছে, sentence structure মোটামুটি সহজ সরল রেখে vocabulary অনেক অনেক কঠিন করে ফেলেছে। এছাড়াও ETS যে ধরনের Logic Based problem দেয় 5lb তার থেকে অনেক দূরে।

Reading Comprehension and Logic-Based Reading Comprehension এর passage গুলো ভালো, real GRE passage এর কাছাকাছি কিন্তু Question খুব একটা জাতের না। তাই আমার মতে 5lb থেকে ভারবাল সেকশনটা বাদ দেয়াই উচিৎ।

কোয়ান্ট পার্টের সাথে ভার্বালের পার্থক্যটা এতটাই বেশি!

Pro Tips: ETS এর বাইরে যদি কোনো resource থেকে আপনি Reading comprehension and Critical Reasoning করতে চান তাহলে old GRE এর BIG BOOK (it’s a gems), GMAT official guide and LSAT (test 75-89) করা যেতে পারে।

Manhattan 5LB Quantitative Review

আমার কাছে Manhattan 5lb এর Quant section ও a bit Over-rated মনে হয়। কোনো সন্দেহ নেই এইখানে অনেক practice question আছে কিন্তু আমার প্রশ্ন এই practice question গুলোর কতটা question real GRE এর মত বা কাছাকাছি? আমি বলছি না সব টপিকই এমন তবে অনেকগুলোই।

খারাপ দিকঃ

• প্রত্যেকটা problem এর explanation এত দীর্ঘ যে অনেকেই ভয় পেয়ে যান বা খেই হারিয়ে ফেলেন। অনেক math problem এর explanation ই খুব সহজে দেয়া যায়। কারন GRE যেকোন section এ ভালো করতে গেলে time management খুব ভাল হওয়া দরকার কিন্তু এত্ত বড় সব explanation follow করতে গেলে শেষের দিকের অনেক math আপনি touch ই করতে পারবেন না।

• আমার কাছে আরেকটা সবচেয়ে বড় problem মনে হয় তা হলো কোনো question এর ই Difficulty level দেয়া নেই। আপনারা জানেন,actual GRE exam এ প্রত্যেকটা question এর difficulty level 1 to 5 হয়ে থাকে। Difficulty Level 1 মানে Easy আর difficulty level 5 মানে Very hard. তাই আপনি যখন practice করছেন তখন আপনার অবশ্যই জানা দরকার কোন difficulty level এ আপনার সমস্যা হচ্ছে। আমার কাছে এইটা 5lb অন্যতম প্রধান দুর্বলতা মনে হয়।

• Geometry (Polygons and Rectangular Solids, Circles and Cylinders, Triangles, Coordinate Geometry, Mixed Geometry), Algebra, Exponents, Roots, Fractions, Decimals, Functions, Formulas, and Sequences আপনার এই চ্যাপ্টারগুলোর problem set real GRE এর তুলনায় খুবই সহজ এবং অসামঞ্জস্যপূর্ণ। এই টপিকগুলোতে খুব ভালো basic knowledge না থাকলে real GRE তে ভালো করার আশা ছেড়ে দেন।

• Probability, Combinatorics, and Overlapping Sets, and on Divisibility and Primes এই চ্যাপ্টারগুলো problem set ও খুব unrealistic. Real GRE questions এর সাথে এর অনেক অমিল। তাই আমার মতে, এই চ্যাপ্টারগুলো 5lb থেকে বাদ দেয়া যেতে পারে।

ভালো দিকঃ

Rates and works, Speed-time-distance এর problem গুলো খুবই ভালো।

•Standard Deviation and Normal Distribution chapter এর problem গুলোও খুবই ভালো। তবে percentile and Quartile থেকে আরও কিছু relevant problem set থাকলে আরো ভালো হতো।

• নিচের chapter গুলো এর problem set এক কথায় অনবদ্য। সব টপিক বা সব-টপিক কাভার করা হয়েছে chapter গুলোতে। এই concept গুলোর জন্য অন্য কোনো বই follow না করলেও চলে।

1. Arithmetic

2. Inequalities and Absolute Values

3. Percents

4. Number Properties

5. Word-Problems

6. Two-Variable Word Problems

7. Rates and Work (Except Speed, Distance, Time)

8. Variables in the Choices Problems

9. Ratios

10. Averages, Weighted Averages, Median, and Mode

11. Standard Deviation and Normal Distribution (except percentiles)

12. Data Interpretation

Of these topics, Arithmetic, Inequalities, and Absolute Values and Number properties are a little too difficult than the actual GRE. But that’s a good thing if you are aiming for a perfect score.

শেষ কথাঃ

যদিও 5lb real GRE এর সব subtitles এবং সুক্ষ বিষয়গুলো কাভার করেনি তারপরেও Quant section এর জন্য এটি ব্যবহার করা যেতে পারে। যারা Quant এ Medium-level score করতে চান মানে ১৫৩-১৫৯ তাদের জন্য ভালো resource কিন্তু যারা Quant এ ১৬০+ Score করতে চান তাদের জন্য ideal resource না।

আর verbal section এর জন্য খুব নিম্ন মানের resource বলা যায় 5lb কে।

আমার Over-all rating for 5lb is 5.5 out of 10, that means fair (বাংলায় যাকে বলে “চলে আর কি”)

লিখেছেনঃ

কে এম আকরাম হোসেন (স্টালিন)

মেন্টর, স্টালিন্স জিআরই, ই এম কে সেন্টার, Ostad

Gre ফুল প্রিপারেশন নিতে এখনি জয়েন করুন GRE 100 days challenge-এ

Share this article

RELATED ARTICLES

যেভাবে সিভি/ রেজিউমে বানালে তা আপনাকে চাকরির নিশ্চয়তা দেবে

ডিজাইন সিভি তৈরি করে কঠিন হলে ও অসম্ভব নয় কিন্তু! -----লার্ন ডিজাইন// “প্রথমেই বলে নেয়া ভালো চাকরি পাওয়ার জন্য কোনো জটিল কিংবা দুর্বোধ্য সিভি বা রেজিউমে বানানোর প্রয়োজন নেই। একটি সিম্পল এবং রেলেভেন্ট সিভি হায়ারিং ম্যানেজারদের ইম্প্রেস করার জন্য যথেষ্ট। ডিজাইনার হিসেবে আপনি হয়তো মনযোগ আকর্ষনের জন্য কমপ্লেক্স এবং ইউনিক ডিজাইনের সিভসি/রেজিউমে বানানোর কথা ভাবছেন।কিন্তু সিভিটি যথাসম্ভব সিম্পল ও রেলেভেন্ট করা ভালো। কারণ যিনি প্রথমে আপনার সিভিটি দেখবেন তিনি হয়তো ডিজাইনার নাও হতে পারেন। একট

02 October 2023

ফর্মাল ইমেইল লেখার খুঁটিনাটি

ইমেইল আমাদের একটি অতি পরিচিত মাধ্যম হলেও, ফরমাল ইমেইল লেখার ক্ষেত্রে আমরা ভাষাগত ব্যবহার আদব-কায়দা নিয়ে শঙ্কায় পড়ে যাই। আসুন দেখে নেই এক নজরে ফরমাল ইমেইল রাইটিং এর ব্যাকরণ! ১) অভিবাদন জানানোর উপায়: * Dear sir/madam -ব্রিটিশ ইংলিশ এর বহুল ব্যবহৃত এবং স্বীকৃত নিয়ম । পরিচিত ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্টভাবে স্যার/ ম্যাডাম উল্লেখ করা যেতে পারে। *Mr./ Ms.-  আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে Mr./ Ms. এর  পরে উপাধি ব্যবহার করতে হবে। কখনোই সেই ব্যক্তির ডাকনাম ব্যবহার করবেন ন

03 January 2022

1 min read

IELTS Listening Test

Academic এবং General উভয় ক্ষেত্রেই IELTS Listening Test এর প্রশ্নের নমুনা ও মানবন্টন একই। IELTS Listening এ সমস্ত কথা আপনি কেবল একবারই শুনতে পারবেন এবং এর মধ্যেই আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে। Join IELTS Listening On-live Batch * সময়: ৩০ মিনিট (উত্তরগুলো পুনরায় আলাদা একটি উত্তরপত্রে লেখার জন্য অতিরিক্ত আরো ১০ মিনিট) * সেকশন: ৪টি * প্রশ্ন সংখ্যা: ৪০টি (প্রতি সেকশনে ১০টি) * নম্বর: প্রতিটি সঠিক উত্তর এর জন্য ১ নম্বর (৪০ এ প্রাপ্ত নম্বরকে ব্যান্ড স্কোরে রূপান্তর করা হবে) সেকশনের ধরন:

08 September 2021

1 min read

IELTS Speaking Test

IELTS Speaking Test হল IELTS পরীক্ষার চারটি সেকশনের মধ্যে সর্বশেষ অংশ, যা আপনার বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলার দক্ষতা যাচাই করে। পরীক্ষাটিতে ৩টি অংশ এবং পরীক্ষকের সাথে প্রায় ১৪ মিনিটের মুখোমুখি কথোপকথন চালিয়ে যেতে হয়। Academic ও General উভয় ক্ষেত্রেই IELTS Speaking Test  প্রায় একই ধরণের। পরীক্ষকের সাথে আপনার সম্পূর্ন কথোপকথনটি রেকর্ড করা হবে, যা পরবর্তীতে দ্বিতীয় একজন পরীক্ষক দ্বারা পুনরায় যাচাই করা হবে। এক নজরে IELTS Speaking Test: * সময়ঃ ১১-১৪ মিনিট * অংশঃ ৩টি * যা দেয়া হবেঃ কিউ কার্

02 August 2021

1 min read

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে