IELTS Speaking Test

02 August 2021

1 min read

IELTS Speaking Test হল IELTS পরীক্ষার চারটি সেকশনের মধ্যে সর্বশেষ অংশ, যা আপনার বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলার দক্ষতা যাচাই করে। পরীক্ষাটিতে ৩টি অংশ এবং পরীক্ষকের সাথে প্রায় ১৪ মিনিটের মুখোমুখি কথোপকথন চালিয়ে যেতে হয়। Academic ও General উভয় ক্ষেত্রেই IELTS Speaking Test  প্রায় একই ধরণের। পরীক্ষকের সাথে আপনার সম্পূর্ন কথোপকথনটি রেকর্ড করা হবে, যা পরবর্তীতে দ্বিতীয় একজন পরীক্ষক দ্বারা পুনরায় যাচাই করা হবে।

এক নজরে IELTS Speaking Test:

  • সময়ঃ ১১-১৪ মিনিট
  • অংশঃ ৩টি
  • যা দেয়া হবেঃ কিউ কার্ড, পেপার ও পেন্সিল

IELTS Speaking Part 1 - Introduction and Interview

IELTS Speaking এর এই অংশটি ৪-৫ মিনিট ধরে চলবে। এখানে মূলত পরীক্ষক আপনার পরিচয় জানতে চাইবেন এবং পর্যায়ক্রমে, আপনার জীবন সম্পর্কিত কিছু সাধারন প্রশ্ন যেমনঃ আপনার শৈশব, স্কুল, পরিবার, বন্ধু, পোষা প্রাণী, প্রিয় জায়গা ইত্যাদি নিয়ে প্রশ্ন করবেন। আপনাকে আত্মবিশ্বাসের সাথে প্রতিটি প্রশ্নের জবাব দিতে হবে এবং বাক্যগুলো হতে হবে সুগঠিত।

IELTS Speaking Part 2- Long Turn

পরীক্ষক আপনাকে একটি কিউ কার্ড এবং সেই সাথে একটি পেপার ও পেন্সিল দিবেন। কিউ কার্ডটিতে একটি সুনির্দিষ্ট বিষয়বস্তুর উল্লেখ থাকবে এবং আপনি চাইলে সেখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে নিতে পারবেন। এরপর আপনি নিজেকে প্রস্তুত করার জন্য ১ মিনিট সময় পাবেন। তারপর কিউ কার্ডের বিষয়বস্তুর উপর ভিত্তি করে আপনাকে ২-৩ মিনিট কথা বলতে হবে। IELTS Speaking এর এই অংশটি মূলত যে কোন প্রদত্ত বিষয়ের উপর আপনার ইংরেজিতে কথা বলার যোগ্যতা যাচাই করে।

IELTS Speaking Part 3- Discussion

Part 2 তে প্রদত্ত কিউ কার্ড এর ভিত্তিতে পরীক্ষক আপনার কাছে উক্ত বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য ও মতামত জানতে চাইবেন। এক্ষেত্রে বিষয়টির অতীত, কিংবা ভবিষ্যত পরিস্থিতি বা সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে। এই অংশটি ৪-৫ মিনিট ধরে চলবে। এখানে পরীক্ষক আপনার মতামত প্রকাশের যোগ্যতা ও যুক্তি দিয়ে কোন সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা মূল্যায়ন করবেন।

IELTS Speaking in a nutshell

স্কোরিং পদ্ধতি

IELTS Speaking Test এর জন্য পরীক্ষক আপনাকে ৪টি ক্যাটাগরিতে মূল্যায়ন করে ব্যান্ড স্কোর প্রদান করবেন। ক্যাটাগরিগুলো হল:

  • Fluency and Coherence: আপনি ইংরেজিতে কতটা সাচ্ছন্দ্যভাবে কথা বলতে পারছেন তা এখানে যাচাই করা হবে। এক্ষেত্রে একটানা কথা বলার চেষ্টা না করে বরং ধীরে সুস্থে কথা চালিয়ে যাওয়াই শ্রেয়। খেয়াল রাখতে হবে, কথা যেন খুব বেশি তাড়াতাড়ি ও না হয় আবার একেবারে ধীরে ও না হয়। একই সাথে আপনার উত্তরগুলো হবে প্রশ্নের সাথে প্রাসঙ্গিক।
  • Lexical Resources: আপনি কথায় কি ধরনের Vocabulary ব্যবহার করছেন এবং আপনার Speaking tone কেমন তা এখানে দেখা হবে। Vocabulary এর ক্ষেত্রে আরেকটি ব্যাপার বলে রাখা ভাল যে, আপনার Vocabulary range কেমন এবং আপনি সিচুয়েশন অনুযায়ী কতটা সঠিক Vocabulary ব্যবহার করছেন তাও এই ক্ষেত্রে মূল্যায়ন করা হবে।
  • Grammatical Range and Accuracy: আপনার কথোকথনে গ্রামারের প্রয়োগ, গঠন ভিন্নতা ও সঠিকতা যাচাই করা হবে। আপনি যত বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারের ভিন্নতা দেখাতে পারবেন, এইক্ষেত্রে আপনার নম্বর পাওয়ার সম্ভবনা তত বেশি। তবে এইক্ষেত্রে খেয়াল রাখতে হবে গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো আপনি নির্ভুলভাবে ব্যবহার করছেন কিনা।
  • Pronunciation: বিভিন্ন ইংরেজি Vocabulary আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন কিনা তা মুল্যায়ন করা হবে। Pronunciation সম্পর্কে অনেকেরই একটি ভ্রান্ত ধারনা আছে যে, ব্রিটিশ বা আমেরিকান ভঙ্গিতে কথা বলতে পারলে এক্ষেত্রে ভালো নম্বর পাওয়া যাবে, যেটি একেবারেই ভুল। বরং লক্ষণীয় যে, এক্ষেত্রে আপনি যেই Vocabulary বা Sentence উচ্চারণ করছেন সেটি যেন আপনার লিসেনারের বুঝতে কোন সমস্যা না হয়। IELTS Speaking Test এ ভালো ব্যান্ড স্কোর পেতে IELTS নির্দেশকেরাও একই পরামর্শ দিয়ে থাকেন।
IELTS Speaking Marking Criteria

বেস্ট টিপস ফর IELTS Speaking Test:

  • প্রশ্নের উত্তর একবাক্যে না দিয়ে তার সাথে কিছু প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্য জুড়ে দিন।
  • প্রস্তুতিমূলক Speaking Test দেয়ার সময় আপনার কথাগুলো স্মার্টফোন অথবা রেকর্ডারে রেকর্ড করুন। পরবর্তীতে রেকর্ডটি শুনে খাতায় লিখে ফেলুন এবং গ্রামাটিক্যাল ও অন্যান্য ভুলগুলো চিহ্নিত করুন। ভুলগুলো শুধরে নিয়ে সম্পূর্ন স্পিচ আবার রেকর্ড করুন। এভাবে আপনি কথায় গ্রামাটিক্যাল ভুলগুলো দ্রুত ও কার্যকরভাবে সংশোধন করতে পারবেন।
  • সঠিক Pronunciation রপ্ত করতে IELTS এর বিগত বিভিন্ন প্রশ্নের Audio Part গুলো মনোযোগ দিয়ে শুনুন। পরবর্তীতে তা একইভাবে বলার চেষ্টা করুন এবং রেকর্ড করুন। এভাবে বারবার করুন, এতে আপনার Pronunciation এর জড়তা অনেকাংশেই দূর হবে।

সর্বোপরি নিজেকে মূল্যায়ন করতে চেষ্টা করুন। বারবার ইংরেজিতে কথা বলুন এবং রেকর্ড করুন, শুনুন। এরপর নিজেকে প্রশ্ন করুন...আপনি কি সাবলীল ছিলেন কিনা? আপনার গলার স্বর কেমন শোনাচ্ছিল? আপনি কি কথা ঠিক ভাবে শুনতে বা বুঝতে পারছিলেন? যদি উত্তর না হয় ...তবে আবারো চেষ্টা করুন। আর এভাবে ঠিক ততক্ষণ করুন যতক্ষণ না আপনার উত্তর হ্যা হয়!

Share this article

RELATED ARTICLES

যেভাবে সিভি/ রেজিউমে বানালে তা আপনাকে চাকরির নিশ্চয়তা দেবে

ডিজাইন সিভি তৈরি করে কঠিন হলে ও অসম্ভব নয় কিন্তু! -----লার্ন ডিজাইন// “প্রথমেই বলে নেয়া ভালো চাকরি পাওয়ার জন্য কোনো জটিল কিংবা দুর্বোধ্য সিভি বা রেজিউমে বানানোর প্রয়োজন নেই। একটি সিম্পল এবং রেলেভেন্ট সিভি হায়ারিং ম্যানেজারদের ইম্প্রেস করার জন্য যথেষ্ট। ডিজাইনার হিসেবে আপনি হয়তো মনযোগ আকর্ষনের জন্য কমপ্লেক্স এবং ইউনিক ডিজাইনের সিভসি/রেজিউমে বানানোর কথা ভাবছেন।কিন্তু সিভিটি যথাসম্ভব সিম্পল ও রেলেভেন্ট করা ভালো। কারণ যিনি প্রথমে আপনার সিভিটি দেখবেন তিনি হয়তো ডিজাইনার নাও হতে পারেন। একট

02 October 2023

ফর্মাল ইমেইল লেখার খুঁটিনাটি

ইমেইল আমাদের একটি অতি পরিচিত মাধ্যম হলেও, ফরমাল ইমেইল লেখার ক্ষেত্রে আমরা ভাষাগত ব্যবহার আদব-কায়দা নিয়ে শঙ্কায় পড়ে যাই। আসুন দেখে নেই এক নজরে ফরমাল ইমেইল রাইটিং এর ব্যাকরণ! ১) অভিবাদন জানানোর উপায়: * Dear sir/madam -ব্রিটিশ ইংলিশ এর বহুল ব্যবহৃত এবং স্বীকৃত নিয়ম । পরিচিত ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্টভাবে স্যার/ ম্যাডাম উল্লেখ করা যেতে পারে। *Mr./ Ms.-  আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে Mr./ Ms. এর  পরে উপাধি ব্যবহার করতে হবে। কখনোই সেই ব্যক্তির ডাকনাম ব্যবহার করবেন ন

03 January 2022

1 min read

IELTS Listening Test

Academic এবং General উভয় ক্ষেত্রেই IELTS Listening Test এর প্রশ্নের নমুনা ও মানবন্টন একই। IELTS Listening এ সমস্ত কথা আপনি কেবল একবারই শুনতে পারবেন এবং এর মধ্যেই আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে। Join IELTS Listening On-live Batch * সময়: ৩০ মিনিট (উত্তরগুলো পুনরায় আলাদা একটি উত্তরপত্রে লেখার জন্য অতিরিক্ত আরো ১০ মিনিট) * সেকশন: ৪টি * প্রশ্ন সংখ্যা: ৪০টি (প্রতি সেকশনে ১০টি) * নম্বর: প্রতিটি সঠিক উত্তর এর জন্য ১ নম্বর (৪০ এ প্রাপ্ত নম্বরকে ব্যান্ড স্কোরে রূপান্তর করা হবে) সেকশনের ধরন:

08 September 2021

1 min read

IELTS Speaking Test

IELTS Speaking Test হল IELTS পরীক্ষার চারটি সেকশনের মধ্যে সর্বশেষ অংশ, যা আপনার বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলার দক্ষতা যাচাই করে। পরীক্ষাটিতে ৩টি অংশ এবং পরীক্ষকের সাথে প্রায় ১৪ মিনিটের মুখোমুখি কথোপকথন চালিয়ে যেতে হয়। Academic ও General উভয় ক্ষেত্রেই IELTS Speaking Test  প্রায় একই ধরণের। পরীক্ষকের সাথে আপনার সম্পূর্ন কথোপকথনটি রেকর্ড করা হবে, যা পরবর্তীতে দ্বিতীয় একজন পরীক্ষক দ্বারা পুনরায় যাচাই করা হবে। এক নজরে IELTS Speaking Test: * সময়ঃ ১১-১৪ মিনিট * অংশঃ ৩টি * যা দেয়া হবেঃ কিউ কার্

02 August 2021

1 min read

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে