IELTS Listening Test

08 September 2021

1 min read

Academic এবং General উভয় ক্ষেত্রেই IELTS Listening Test এর প্রশ্নের নমুনা ও মানবন্টন একই। IELTS Listening এ সমস্ত কথা আপনি কেবল একবারই শুনতে পারবেন এবং এর মধ্যেই আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে।

Join IELTS Listening On-live Batch

  • সময়: ৩০ মিনিট (উত্তরগুলো পুনরায় আলাদা একটি উত্তরপত্রে লেখার জন্য অতিরিক্ত আরো ১০ মিনিট)
  • সেকশন: ৪টি
  • প্রশ্ন সংখ্যা: ৪০টি (প্রতি সেকশনে ১০টি)
  • নম্বর: প্রতিটি সঠিক উত্তর এর জন্য ১ নম্বর (৪০ এ প্রাপ্ত নম্বরকে ব্যান্ড স্কোরে রূপান্তর করা হবে)
IELTS Listening Test in a nutshell

সেকশনের ধরন:

  • সেকশন ১: দুইজন ব্যক্তির মধ্যে একটি সাধারণ কথোপকথন (যেমন: অনুষ্ঠান বা ভ্রমণ সংক্রান্ত অনুসন্ধান) থাকবে।
  • সেকশন ২: কোন জায়গা বা সুবিধা সম্পর্কিত একটি বর্ণনা থাকবে।
  • সেকশন ৩: দুইজন ব্যক্তির মধ্যে একাডেমিক কোন বিষয় (যেমন: অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আলোচনা) নিয়ে কথোপকথন থাকবে।
  • সেকশন ৪: একাডেমিক কোন কিছুর উপর ( এক্সপেরিমেন্ট বা লেকচার) একটি বর্ণনা থাকবে।

Join IELTS Listening On-live Batch

প্রশ্নের ধরন:

IELTS Listening এর প্রশ্ন সাধারণত নিম্নোক্ত ধরনের হয়ে থাকে।

১. এই ধরনের প্রশ্নের উত্তর নির্দিষ্টসংখ্যক শব্দ বা নম্বরের মাধ্যমে দিতে হবে।

  • Forms/ Notes/ Summary/ Table/ Flow–Chart Completion
  • Short Answer Questions
  • Sentence Completion

২. প্রশ্নে প্রদত্ত অপশন (A-C) অথবা (A-E) হতে সঠিকটি বাছাই করতে হবে।

  • Labelling a diagram, plan, or map
  • Matching
  • Multiple Choice

৩. এছাড়াও Classification টাইপের প্রশ্নে, বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী প্রদত্ত তথ্যগুলো বিভিন্ন অপশনে সাজাতে হবে।

সঠিক উত্তর হতে ব্যান্ড স্কোরে রূপান্তর:

সঠিক উত্তর

ব্যান্ড স্কোর

৩৯-৪০

৩৭-৩৮

৮.৫

৩৫-৩৬

৩২-৩৪

৭.৫

৩০-৩১

২৬-২৯

৬.৫

২৩-২৫

১৮-২২

৫.৫

১৬-১৭

১৩-১৫

৪.৫

১১-১২


IELTS Listening এর জন্য নিজেকে যেভাবে প্রস্তুত করবেন

১. শোনার জন্য নিজেকে প্রস্তুত করুন: IELTS Listening এর যেকোন সেকশনের শুরুতেই আপনাকে প্রশ্নগুলো একবার দেখে নিতে বলা হবে। এসময় আপনি পেন্সিলের সাহায্যে প্রশ্নে গুরুত্বপূর্ন নাম, কি-ওয়ার্ড এবং তথ্যগুলো আন্ডারলাইন করুন। আপনার আন্ডারলাইন করা তথ্যগুলো থেকে টপিক সম্পর্কে ধারণা নিন। এতে করে আপনি অডিও শোনার সময় সেগুলোর দিকে বাড়তি নজর দিতে পারবেন। IELTS Listening এ ভালো ব্যান্ড স্কোর পেতে এটি সবচাইতে কার্যকর উপায়।

২. শুনুন এবং বলুন: যে কোন Listening পার্ট শুনে সাথে সাথে বলার চেষ্টা করুন। Listening এর ছোট কোন অংশ দিয়ে কাজটি শুরু করুন। প্রথমে মনোযোগ দিয়ে শুনুন, তারপর বলুন। আপনার ফোন বা রেকর্ডারে তা রেকর্ড করুন। পরবর্তীতে রেকর্ডটি শুনুন এবং যা শুনছেন সব কিছু ঠিকমত বলতে পারলেন কিনা তা যাচাই করুন। এভাবে নিয়মিত অভ্যাস করুন। এই প্রক্রিয়াটি IELTS Speaking এর জন্য ও আপনাকে সমানভাবে সাহায্য করবে।

৩. শুনুন এবং ব্যাখ্যা করুন: IELTS Listening এর যে কোন অডিও শুনুন এবং তা নিজের ভাষায় ব্যাখ্যা করুন। আপনার ব্যাখ্যাটি রেকর্ড করুন এবং শুনুন। এবার ভালোভাবে খেয়াল করুন আপনি ব্যাখ্যায় পুরো ধারণাটি এবং গুরুত্বপূর্ন তথ্যগুলো ঠিকমত বলতে পারলেন কিনা। কোন ভুল হলে পুনরায় আবার একইভাবে চেষ্টা করুন।

৪. শুনুন এবং লিখুন: যা শুনলেন হুবহু তা খাতায় লিখে ফেলুন। শোনার সময় গুরুত্বপূর্ন শব্দ এবং তথ্য ঠিকভাবে শুনলেন কিনা তা এক্ষেত্রে যাচাই করা যাবে।

Prepare yourself by listening

Join IELTS Listening On-live Batch

IELTS Listening এর কিছু সাধারণ সমস্যা

ভুল ম্যাটেরিয়ালস ব্যবহার

অনেকেই মনে করেন শুধু বিভিন্ন ইংরেজি কথোপথন শুনে গেলেই IELTS Listening এর প্রস্তুতি হয়ে যায়। কিন্তু বাস্তবে ব্যাপারটি অনেকাংশেই ভিন্ন। যদিও এতে আপনার ইংরেজি শোনার বা বোঝার অভ্যস্ততা বাড়ছে কিন্তু IELTS Listening এর জন্য এটি তেমন ফলপ্রসূ নয়। কেননা, IELTS Listening এর বিভিন্ন কথপোকথন বা বর্ণনাগুলো এমন ভাবে সাজানো থাকে যেন, আপনি একটি নির্দিষ্ট প্রশ্নের জন্য নির্দিষ্ট একটি উত্তর পান। তদোপুরি, প্রশ্নগুলোও কথোপকথন বা বর্ণনার ক্রম অনুযায়ী সাজানো হয়। তাই আসল পরীক্ষায় আসা Listening এর অডিও পার্টগুলো আগে ভালোভাবে শোনার অভ্যাস করতে হবে এবং সেগুলো থেকে উত্তর করার প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে The Official Cambridge Guide to IELTS, Cambridge test practice books হতে বিগত বছরের IELTS Listening এর অডিও এবং প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে।

ইংরেজি মুভি বা সিরিজ দেখা IELTS Listening এর জন্য কতটা হেল্পফুল?

IELTS এর বিভিন্ন প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস অনুশীলনের পাশাপাশি ইংরেজি মুভি, সিরিজ বা ডকুমেন্টারি দেখা নিঃসন্দেহে ভালো একটি কাজ। কিন্তু IELTS Listening এর জন্য এটির উপর বহুলাংশে নির্ভর করা একবারেই অনুচিত। কেননা এসবক্ষেত্রে আপনি যা শুনছেন তার অনেকটাই কি দেখছেন তার উপর নির্ভর করে। আর মুভি বা সিরিজে বেশিরভাগ সময়েই মূলত দেখাটাই প্রাধান্য পায়। অপরদিকে IELTS Listening এ আপনাকে গুরুত্বপূর্ন কোন কথোপকথন, আলোচনা বা বর্ণনা শুনতে দেয়া হবে। আর এতে অভ্যস্ত হতে গেলে আপনাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। এই দিক থেকে বরং নিয়মিত বিভিন্ন সাইন্টিফিক ডকুমেন্টারি, TED Talks, কিংবা বিভিন্ন টক শো শোনার অভ্যাস করা যেতে পারে।

ফাইনাল টিপস:

  • অডিও পার্ট শোনার সময় প্রশ্নের দিকে সম্পূর্ন মনোযোগ দিন। কোন প্রশ্নের উত্তর নিয়ে নিশ্চিত না হলেও কাছাকাছি যেই উত্তরটি সঠিক সেটি দিন।
  • কোন নম্বর লিখতে ডিজিট ফর্মে লিখুন, শব্দে নয়। যেমন: "Two and a half" না লিখে "2.5" লিখুন।
  • উত্তরের বানান সঠিকভাবে লিখুন এবং লেখার পর ভালোভাবে চেক করুন। বানান ভুল হলে, উত্তর ঠিক হলেও নম্বর কাটা যাবে।
  • The Official Cambridge Guide to IELTS, Cambridge test practice books হতে IELTS Listening এর বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করুন।

Join IELTS Listening On-live Batch

Share this article

RELATED ARTICLES

যেভাবে সিভি/ রেজিউমে বানালে তা আপনাকে চাকরির নিশ্চয়তা দেবে

ডিজাইন সিভি তৈরি করে কঠিন হলে ও অসম্ভব নয় কিন্তু! -----লার্ন ডিজাইন// “প্রথমেই বলে নেয়া ভালো চাকরি পাওয়ার জন্য কোনো জটিল কিংবা দুর্বোধ্য সিভি বা রেজিউমে বানানোর প্রয়োজন নেই। একটি সিম্পল এবং রেলেভেন্ট সিভি হায়ারিং ম্যানেজারদের ইম্প্রেস করার জন্য যথেষ্ট। ডিজাইনার হিসেবে আপনি হয়তো মনযোগ আকর্ষনের জন্য কমপ্লেক্স এবং ইউনিক ডিজাইনের সিভসি/রেজিউমে বানানোর কথা ভাবছেন।কিন্তু সিভিটি যথাসম্ভব সিম্পল ও রেলেভেন্ট করা ভালো। কারণ যিনি প্রথমে আপনার সিভিটি দেখবেন তিনি হয়তো ডিজাইনার নাও হতে পারেন। একট

02 October 2023

ফর্মাল ইমেইল লেখার খুঁটিনাটি

ইমেইল আমাদের একটি অতি পরিচিত মাধ্যম হলেও, ফরমাল ইমেইল লেখার ক্ষেত্রে আমরা ভাষাগত ব্যবহার আদব-কায়দা নিয়ে শঙ্কায় পড়ে যাই। আসুন দেখে নেই এক নজরে ফরমাল ইমেইল রাইটিং এর ব্যাকরণ! ১) অভিবাদন জানানোর উপায়: * Dear sir/madam -ব্রিটিশ ইংলিশ এর বহুল ব্যবহৃত এবং স্বীকৃত নিয়ম । পরিচিত ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্টভাবে স্যার/ ম্যাডাম উল্লেখ করা যেতে পারে। *Mr./ Ms.-  আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে Mr./ Ms. এর  পরে উপাধি ব্যবহার করতে হবে। কখনোই সেই ব্যক্তির ডাকনাম ব্যবহার করবেন ন

03 January 2022

1 min read

IELTS Listening Test

Academic এবং General উভয় ক্ষেত্রেই IELTS Listening Test এর প্রশ্নের নমুনা ও মানবন্টন একই। IELTS Listening এ সমস্ত কথা আপনি কেবল একবারই শুনতে পারবেন এবং এর মধ্যেই আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে। Join IELTS Listening On-live Batch * সময়: ৩০ মিনিট (উত্তরগুলো পুনরায় আলাদা একটি উত্তরপত্রে লেখার জন্য অতিরিক্ত আরো ১০ মিনিট) * সেকশন: ৪টি * প্রশ্ন সংখ্যা: ৪০টি (প্রতি সেকশনে ১০টি) * নম্বর: প্রতিটি সঠিক উত্তর এর জন্য ১ নম্বর (৪০ এ প্রাপ্ত নম্বরকে ব্যান্ড স্কোরে রূপান্তর করা হবে) সেকশনের ধরন:

08 September 2021

1 min read

IELTS Speaking Test

IELTS Speaking Test হল IELTS পরীক্ষার চারটি সেকশনের মধ্যে সর্বশেষ অংশ, যা আপনার বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলার দক্ষতা যাচাই করে। পরীক্ষাটিতে ৩টি অংশ এবং পরীক্ষকের সাথে প্রায় ১৪ মিনিটের মুখোমুখি কথোপকথন চালিয়ে যেতে হয়। Academic ও General উভয় ক্ষেত্রেই IELTS Speaking Test  প্রায় একই ধরণের। পরীক্ষকের সাথে আপনার সম্পূর্ন কথোপকথনটি রেকর্ড করা হবে, যা পরবর্তীতে দ্বিতীয় একজন পরীক্ষক দ্বারা পুনরায় যাচাই করা হবে। এক নজরে IELTS Speaking Test: * সময়ঃ ১১-১৪ মিনিট * অংশঃ ৩টি * যা দেয়া হবেঃ কিউ কার্

02 August 2021

1 min read

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে