IELTS Writing Test

01 August 2021

1 min read

IELTS Writing Test হল আপনার লেখার দক্ষতা ও কৌশল যাচাইয়ের পরীক্ষা পদ্ধতি। IELTS এর চারটি সেকশন- Listening, Reading, Writing, and Speaking এর মধ্যে Writing সেকশন অপেক্ষাকৃত চ্যালেঞ্জিং। তবে সুনির্দিষ্ট কিছু কৌশল এবং নিজস্ব পদ্ধতি অনুসরন করলে এই সেকশনে ভালো ব্যান্ড স্কোর (৭+) অর্জন করা সম্ভব।

General নাকি Academic, কোনটি আপনার জন্য?

IELTS দুইটি ক্যাটাগরিতে বিভক্তঃ  Academic এবং General. আপনার যদি পড়াশোনার জন্যে দেশের বাইরে যাওয়ার ইচ্ছে থাকে, তবে উপযুক্ত হল IELTS Academic. আর কাজ অথবা চাকরীর জন্য দেশের বাইরে যেতে চাইলে IELTS General দিলেই চলবে।

Academic অথবা General যাই হোক না কেন, IELTS Writing Test আপনাকে দিতে হবে। তাই চলুন প্রথমেই IELTS Writing Test সাধারণ কিছু তথ্য দেখে নেয়া যাকঃ

  • সময়ঃ ১ ঘন্টা
  • সেকশনঃ ২টি (Writing Task 1 এবং Writing Task 2)

যদিও Academic এবং General দুই ক্যাটাগরিতেই Writing Task 2 একই, তবে Writing Task 1 এর বেলায় রয়েছে ভিন্নতা। চলুন দেখে নেয়া যাক বিস্তারিতঃ

IELTS Writing Test (Academic)

IELTS Academic Writing এর জন্যে আপনি সময় পাবেন ১ ঘন্টা এবং এটি ২টি Task এ বিভক্ত। ২টি Task ই দিতে হবে এবং কোন অপশন থাকবে না। প্রশ্নের শুরুতে সময় সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া থাকবে,  যেখানে Task 1 এর জন্য ২০ মিনিট এবং Task 2 এর জন্য ৪০ মিনিট ব্যয় করার পরামর্শ দেয়া থাকবে। তবে চাইলে নিজের ইচ্ছেমত ও সময় ব্যয় করতে পারবেন।

Writing Task 1

এই Task টির জন্য আপনাকে প্রশ্নে প্রদত্ত এক বা একাধিক গ্রাফ, চার্ট, ডাটা অথবা ডায়াগ্রাম এর জন্য নুন্যতম ১৫০ শব্দের একটি সারমর্ম লিখতে হবে। সাধারণত Task 1 এ নির্ধারিত ১ ঘন্টা সময়ের মধ্যে ২০ মিনিট ব্যয় করার পরামর্শ দেয়া হয়। নিচে একটি নমুনা প্রশ্ন দেয়া হলঃ

Academic Writing Task 1 (নমুনা প্রশ্ন)

Writing Task 2 (Academic এবং General দুটোর ক্ষেত্রেই এক)

এই Task টির কোয়েশ্চেন প্যাটার্ন Academic এবং General দুটি ক্ষেত্রেই একই থাকবে। IELTS Writing Test এ, এই Task টি অপেক্ষাকৃত কঠিন। এখানে কোন একটি প্রদত্ত বিষয়ের উপর আপনার দৃষ্টিভঙ্গি ও তার সমর্থনে প্রাসঙ্গিক আলোচনা উপস্থাপন করতে হবে। আলোচনাটি হবে নুন্যতম ২৫০ শব্দের মধ্যে। লেখার জন্য নির্ধারিত ১ ঘন্টা সময়ের মধ্যে ৪০ মিনিট ব্যয় করার পরামর্শ থাকবে। নিচের নমুনা প্রশ্নটি দেখে নিনঃ

Academic Writing Task 2 (নমুনা প্রশ্ন)

IELTS Writing Test (General)

IELTS Writing Test (Academic) এর মত এখানেও সময় ১ ঘন্টা এবং ২টি Task থাকবে। আপনাকে ২টি Task ই দিতে হবে এবং কোন অপশন থাকবে না।

Writing Task 1

এই Task টিতে আপনাকে একটি চিঠি লিখতে হবে যার বিষয়বস্তু হবে দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা, অনুষ্ঠান, কিংবা অভিজ্ঞতা। চিঠিটি হতে পারে ব্যাক্তিগত অথবা ফরমাল যেকোন টাইপের। এই Task টিতে মূলত ব্যক্তিগত মতামত, প্রয়োজন, পছন্দ-অপছন্দ ইত্যাদি প্রকাশের যোগ্যতা যাচাই করা হবে। নিম্নে এরূপ একটি চিঠির উদাহরন দেয়া হলঃ

General Writing Task 2 (নমুনা প্রশ্ন)

IELTS Writing Test মার্কিং ক্রাইটেরিয়া

IELTS Writing Test এর মার্কস প্রদান করার ক্ষেত্রে Examiner মুলত ৪ টি বিষয় মাথায় রাখেন। আপনার প্রত্যেকটি লেখাকে এই ৪টি ক্রাইটেরিয়ার আলোকে সমানভাবে মুল্যায়ন করা হবে। এগুলো হলঃ

  1. Task achievement: আপনার লেখাটি প্রশ্নে প্রদত্ত বিষয়বস্তুর কতটুকু অর্জন করতে পেরেছে তা এই ক্ষেত্রে যাচাই করা হবে।
  2. Coherence and Cohesion: লেখার Structure এবং flow যাচাই করে এই জায়গায় নম্বর দেয়া হবে।
  3. Lexical resource: এই ক্ষেত্রে Examiner মুলত আপনার Vocabulary দক্ষতা যাচাই করবেন। তবে এই প্রসঙ্গে বলা যায়, Examiner কখনোই লেখায় অতিরিক্ত কঠিন কোন Vocabulary আশা করেন না। তার চেয়ে ভালো হয়, আপনি যদি কমন Vocabulary গুলোর Synonyms ব্যবহার করতে পারেন। আর একটি জিনিস সবসময় মনে রাখবেন কখনো যেন একই Vocabulary বারবার ব্যবহার করা না হয়।
  4. Grammatical range and accuracy: লেখার Grammatical বিভিন্ন ইস্যু এখানে যাচাই করা হবে।

এখানে বলে রাখা ভাল, আপনার লেখায় যদি এই ৪টির যেকোন একটির ঘাটতি দেখা যায় তবে, অন্য ৩টি ক্রাইটেরিয়াতে নম্বর পেলেও উক্ত ক্রাইটেরিয়ার নম্বর হারাবেন। যা ওভারঅল ব্যান্ড স্কোরে বড় ধরনের প্রভাব ফেলবে। তাই IELTS Writing Test এ ভাল নম্বর পেতে অবশ্যই এই ৪টি বিষয় লেখায় সমানভাবে প্রতিফলিত করতে হবে এবং সে অনুযায়ী নিজের প্রস্তুতি গ্রহন করতে হবে।

IELTS Writing Test এ ভালো করার সেরা ৩টি হ্যাকস

  • Task 1 এবং  Task 2 দুটোর ক্ষেত্রেই লেখায় নিজস্ব Structure and flow বজায় রাখার চেষ্টা করুন।
  • দৈনন্দিন যেই Vocabulary গুলো জানেন সেগুলোর কমপক্ষে ২/৩ টি ভালো Synonyms জেনে রাখুন।
  • লেখায় Compound এবং Complex sentence ব্যবহারে দক্ষতা অর্জন করুন।

আর সবশেষে যদি মনে হয় যে,  IELTS Writing Test এর জন্য আপনি যথেষ্ট উন্নতি করছেন। এক্ষেত্রে সবচেয়ে ভালো হল,  একজন অভিজ্ঞ IELTS Instructor দ্বারা আপনার লেখার গুনগত মান যাচাই করা। এতে ছোটখাটো ভুল শুধরে আপনি নিজেকে IELTS Writing Test এর জন্য আরো আত্মবিশ্বাসী করে তুলতে পারেন!

Share this article

RELATED ARTICLES

যেভাবে সিভি/ রেজিউমে বানালে তা আপনাকে চাকরির নিশ্চয়তা দেবে

ডিজাইন সিভি তৈরি করে কঠিন হলে ও অসম্ভব নয় কিন্তু! -----লার্ন ডিজাইন// “প্রথমেই বলে নেয়া ভালো চাকরি পাওয়ার জন্য কোনো জটিল কিংবা দুর্বোধ্য সিভি বা রেজিউমে বানানোর প্রয়োজন নেই। একটি সিম্পল এবং রেলেভেন্ট সিভি হায়ারিং ম্যানেজারদের ইম্প্রেস করার জন্য যথেষ্ট। ডিজাইনার হিসেবে আপনি হয়তো মনযোগ আকর্ষনের জন্য কমপ্লেক্স এবং ইউনিক ডিজাইনের সিভসি/রেজিউমে বানানোর কথা ভাবছেন।কিন্তু সিভিটি যথাসম্ভব সিম্পল ও রেলেভেন্ট করা ভালো। কারণ যিনি প্রথমে আপনার সিভিটি দেখবেন তিনি হয়তো ডিজাইনার নাও হতে পারেন। একট

02 October 2023

ফর্মাল ইমেইল লেখার খুঁটিনাটি

ইমেইল আমাদের একটি অতি পরিচিত মাধ্যম হলেও, ফরমাল ইমেইল লেখার ক্ষেত্রে আমরা ভাষাগত ব্যবহার আদব-কায়দা নিয়ে শঙ্কায় পড়ে যাই। আসুন দেখে নেই এক নজরে ফরমাল ইমেইল রাইটিং এর ব্যাকরণ! ১) অভিবাদন জানানোর উপায়: * Dear sir/madam -ব্রিটিশ ইংলিশ এর বহুল ব্যবহৃত এবং স্বীকৃত নিয়ম । পরিচিত ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্টভাবে স্যার/ ম্যাডাম উল্লেখ করা যেতে পারে। *Mr./ Ms.-  আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে Mr./ Ms. এর  পরে উপাধি ব্যবহার করতে হবে। কখনোই সেই ব্যক্তির ডাকনাম ব্যবহার করবেন ন

03 January 2022

1 min read

IELTS Listening Test

Academic এবং General উভয় ক্ষেত্রেই IELTS Listening Test এর প্রশ্নের নমুনা ও মানবন্টন একই। IELTS Listening এ সমস্ত কথা আপনি কেবল একবারই শুনতে পারবেন এবং এর মধ্যেই আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে। Join IELTS Listening On-live Batch * সময়: ৩০ মিনিট (উত্তরগুলো পুনরায় আলাদা একটি উত্তরপত্রে লেখার জন্য অতিরিক্ত আরো ১০ মিনিট) * সেকশন: ৪টি * প্রশ্ন সংখ্যা: ৪০টি (প্রতি সেকশনে ১০টি) * নম্বর: প্রতিটি সঠিক উত্তর এর জন্য ১ নম্বর (৪০ এ প্রাপ্ত নম্বরকে ব্যান্ড স্কোরে রূপান্তর করা হবে) সেকশনের ধরন:

08 September 2021

1 min read

IELTS Speaking Test

IELTS Speaking Test হল IELTS পরীক্ষার চারটি সেকশনের মধ্যে সর্বশেষ অংশ, যা আপনার বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলার দক্ষতা যাচাই করে। পরীক্ষাটিতে ৩টি অংশ এবং পরীক্ষকের সাথে প্রায় ১৪ মিনিটের মুখোমুখি কথোপকথন চালিয়ে যেতে হয়। Academic ও General উভয় ক্ষেত্রেই IELTS Speaking Test  প্রায় একই ধরণের। পরীক্ষকের সাথে আপনার সম্পূর্ন কথোপকথনটি রেকর্ড করা হবে, যা পরবর্তীতে দ্বিতীয় একজন পরীক্ষক দ্বারা পুনরায় যাচাই করা হবে। এক নজরে IELTS Speaking Test: * সময়ঃ ১১-১৪ মিনিট * অংশঃ ৩টি * যা দেয়া হবেঃ কিউ কার্

02 August 2021

1 min read

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে