IELTS Reading Test

01 August 2021

1 min read

IELTS Reading Test এর মূল উদ্দেশ্য হল, কোন লেখায় লেখকের মতামত, লেখার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণ এবং সর্বোপরি লেখাটিকে আপনি কতটা ভালোভাবে অনুধাবন করতে পারছেন তা যাচাই করা। IELTS এর চারটি সেকশনের (Listening, Reading, Writing এবং Speaking) মধ্যে এটি সর্বাপেক্ষা গুরুত্তপূর্ণ।

Join IELTS Reading On-live Batch

IELTS Reading Test এর খুঁটিনাটি:

  • সময়: ১ ঘণ্টা
  • প্রশ্নের সংখ্যা: ৪০টি (৩টি প্যাসেজ থাকবে)
  • প্রতি প্রশ্নের নম্বর: ১
  • স্কোরিং: ৪০ এ প্রাপ্ত নম্বরকে ব্যান্ড স্কোর 9 এ রূপান্তর করা হবে

উল্লেখ্য, দুই রকম IELTS এক্সাম (Academic ও General) এর ক্ষেত্রে ৩টি প্যাসেজের ধরণ আলাদা থাকবে। তবে উভয় ক্ষেত্রেই ৪০টি করে প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্যাসেজের জন্য আপনি গড়ে ২০ মিনিট করে সময় পাবেন।

Exam Pattern & Marking Criteria of IELTS Reading

IELTS Academic Reading

প্রত্যেকটি প্যাসেজ কোন বই, জার্নাল, ম্যাগাজিন, অথবা পত্রিকার অংশবিশেষ থেকে দেয়া হবে। IELTS Academic Reading এর প্যাসেজগুলো IELTS General Reading অপেক্ষা বেশি Academic ও Analytical টাইপের হবে। এছাড়া প্যাসেজের সাথে সামঞজস্যপূর্ণ ডায়াগ্রাম, গ্রাফ, অথবা ছবিও থাকতে পারে। মোট ৩ টি প্যাসেজ দেয়া থাকবে।

IELTS General Reading

এক্ষেত্রেও ৩টি প্যাসেজ হবে। তবে প্যাসেজ গুলোর বিষয়বস্তু হবে ইংলিশ-স্পিকিং দেশগুলোর দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা, বিজ্ঞপ্তি, অফিস, কোম্পানি, ম্যাগাজিন বা পত্রপত্রিকার সাধারণ আলোচনার বিষয়বস্তুকে কেন্দ্র করে।

Join IELTS Reading On-live Batch

প্রশ্নের ধরনঃ

IELTS Reading Test এর প্রশ্ন মূলত ১১ টাইপের হয়ে থাকে। ভালো স্কোর পেতে আপনাকে প্রত্যেকটি কোয়েশ্চেন টাইপ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। প্রশ্নের টাইপ গুলো নিম্নরূপ:

  • Multiple choice: এই ধরনের কোয়েশ্চেনে আপনাকে চার বা ততোধিক অপশন দেয়া থাকবে, যার মধ্যে থেকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে।
  • Identifying information: প্রশ্নে প্রদত্ত অপশন যাচাই করে True/False/Not given এর মাধ্যমে উত্তর দিতে হবে।
  • Identifying writer’s views/claims: টাইপ 2 এর মত এখানেও অপশন যাচাই করে True/False/Not given এর মাধ্যমে সঠিক উত্তর দিতে হবে।
  • Matching information: প্রশ্নের তথ্যটি প্যাসেজের বিভিন্ন পয়েন্ট (A,B,C,D,E,F) হতে খুঁজে নিতে হবে।
  • Matching headings: প্রশ্নে প্রদত্ত অপশন হতে প্যাসেজের জন্য উপযুক্ত শিরোনাম বাছাই করতে হবে।
  • Matching features: প্রশ্নের অপশনের তালিকার সাথে সামঞ্জ্যপূর্ণ বিবৃতি বা তথ্য খুঁজে বের করতে হবে।
  • Matching sentence endings: একটি বাক্যের প্রথম অর্ধেক প্রশ্নে দেয়া হবে এবং বাকিটুকু অপশন থেকে বাছাই করতে হবে।
  • Sentence completion: প্রদত্ত Sentence টিকে সম্পূর্ন করতে হবে।
  • Summary, Note, Table, Flow-Chart completion: প্যাসেজ থেকে কোন Summary, Note, Table, Flow-Chart দেয়া থাকবে এবং সেখান থেকে উত্তর খুঁজে বের করতে হবে।
  • Diagram Label completion: প্রশ্নে একটি চিত্র দেয়া হবে এবং সেখান থেকে প্রশ্ন বুঝে উত্তর করতে হবে।
  • Short-Answer questions: প্রশ্নে কিছু শর্ত দেয়া থাকবে সে অনুযায়ী সংক্ষিপ্ত উত্তর করতে হবে।
Types of Questions of IELTS Reading

Join IELTS Reading On-live Batch

সঠিক উত্তর সংখ্যা হিসেবে প্রাপ্ত ব্যান্ড স্কোরঃ

ব্যান্ড স্কোর

৮.৫

৭.৫

৬.৫

৫.৫

৪.৫

.৩.৫

২.৫

সঠিক উত্তর সংখ্যা

৩৯-৪০

৩৭-৩৮

৩৫-৩৬

৩৩-৩৪

৩০-৩২

২৭-২৯

২৩-২৬

১৯-২২

১৫-১৮

১৩-১৪

১০-১২

৮-৯

৬-৭

৪-৫

IELTS reading test প্রস্তুতি পরামর্শ:

  • যেকোন প্যাসেজ পড়ার সময় সব শব্দের মানে বের করার চেষ্টা না করে পুরো প্যাসেজ ভালভাবে পড়ে একটি সাধারণ আইডিয়া নিতে হবে । পাশাপাশি প্যাসেজের মেইন কি-ওয়ার্ড এবং তথ্য গুলো খুজে বের করে এবং সেগুলো আন্ডারলাইন করে নেয়ার অভ্যাস করতে হবে।
  • IELTS Reading সম্পর্কে আপনার যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে বা ইংরেজী পাঠ্যাভ্যাসের চর্চা না থাকে তবে IELTS reading এর প্রয়োজনীয় ম্যাটেরিয়াল পড়ার পাশাপাশি আপনি দেশীয় ইংরেজী পত্রিকা যেমনঃ Daily Star, Independent ইত্যাদির মতামত ও কলাম পাতা পড়তে পারেন। পড়ার সময় সম্পূর্ণ লেখাটিকে কয়েকটি ভাগে ভাগ করে প্রত্যেক ভাগ আলাদা ভাবে পড়ার পাশাপাশি সেগুলো সম্পর্কে নিজে চিন্তাভাবনা করার চেষ্টা করবেন।
  • আর আপনার যদি  ইংরেজী পাঠ্যাভ্যাসের চর্চা থেকে থাকে তবে IELTS reading test এ আরো ভাল করতে বিদেশী ইংরেজী পত্রিকা যেমনঃ NY Times, Economist ইত্যাদির মতামত ও কলাম পাতা নিয়মিত পড়ার অভ্যাস করতে পারেন।

IELTS Reading Test এর প্রায় প্রতিটি প্রশ্নের সাথেই কিছু গুরুত্তপূর্ণ শর্ত ও নির্দেশনা উল্লেখ করা থাকে। তাই IELTS Reading এর প্রস্তুতির শুরু থেকেই অন্যান্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালের পাশাপাশি এসব শর্ত ও নির্দেশনার কথা মাথায় রেখে নিয়মিত অনুশীলন করতে হবে।

Join IELTS Reading On-live Batch

Share this article

RELATED ARTICLES

যেভাবে সিভি/ রেজিউমে বানালে তা আপনাকে চাকরির নিশ্চয়তা দেবে

ডিজাইন সিভি তৈরি করে কঠিন হলে ও অসম্ভব নয় কিন্তু! -----লার্ন ডিজাইন// “প্রথমেই বলে নেয়া ভালো চাকরি পাওয়ার জন্য কোনো জটিল কিংবা দুর্বোধ্য সিভি বা রেজিউমে বানানোর প্রয়োজন নেই। একটি সিম্পল এবং রেলেভেন্ট সিভি হায়ারিং ম্যানেজারদের ইম্প্রেস করার জন্য যথেষ্ট। ডিজাইনার হিসেবে আপনি হয়তো মনযোগ আকর্ষনের জন্য কমপ্লেক্স এবং ইউনিক ডিজাইনের সিভসি/রেজিউমে বানানোর কথা ভাবছেন।কিন্তু সিভিটি যথাসম্ভব সিম্পল ও রেলেভেন্ট করা ভালো। কারণ যিনি প্রথমে আপনার সিভিটি দেখবেন তিনি হয়তো ডিজাইনার নাও হতে পারেন। একট

02 October 2023

ফর্মাল ইমেইল লেখার খুঁটিনাটি

ইমেইল আমাদের একটি অতি পরিচিত মাধ্যম হলেও, ফরমাল ইমেইল লেখার ক্ষেত্রে আমরা ভাষাগত ব্যবহার আদব-কায়দা নিয়ে শঙ্কায় পড়ে যাই। আসুন দেখে নেই এক নজরে ফরমাল ইমেইল রাইটিং এর ব্যাকরণ! ১) অভিবাদন জানানোর উপায়: * Dear sir/madam -ব্রিটিশ ইংলিশ এর বহুল ব্যবহৃত এবং স্বীকৃত নিয়ম । পরিচিত ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্টভাবে স্যার/ ম্যাডাম উল্লেখ করা যেতে পারে। *Mr./ Ms.-  আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে Mr./ Ms. এর  পরে উপাধি ব্যবহার করতে হবে। কখনোই সেই ব্যক্তির ডাকনাম ব্যবহার করবেন ন

03 January 2022

1 min read

IELTS Listening Test

Academic এবং General উভয় ক্ষেত্রেই IELTS Listening Test এর প্রশ্নের নমুনা ও মানবন্টন একই। IELTS Listening এ সমস্ত কথা আপনি কেবল একবারই শুনতে পারবেন এবং এর মধ্যেই আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে। Join IELTS Listening On-live Batch * সময়: ৩০ মিনিট (উত্তরগুলো পুনরায় আলাদা একটি উত্তরপত্রে লেখার জন্য অতিরিক্ত আরো ১০ মিনিট) * সেকশন: ৪টি * প্রশ্ন সংখ্যা: ৪০টি (প্রতি সেকশনে ১০টি) * নম্বর: প্রতিটি সঠিক উত্তর এর জন্য ১ নম্বর (৪০ এ প্রাপ্ত নম্বরকে ব্যান্ড স্কোরে রূপান্তর করা হবে) সেকশনের ধরন:

08 September 2021

1 min read

IELTS Speaking Test

IELTS Speaking Test হল IELTS পরীক্ষার চারটি সেকশনের মধ্যে সর্বশেষ অংশ, যা আপনার বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলার দক্ষতা যাচাই করে। পরীক্ষাটিতে ৩টি অংশ এবং পরীক্ষকের সাথে প্রায় ১৪ মিনিটের মুখোমুখি কথোপকথন চালিয়ে যেতে হয়। Academic ও General উভয় ক্ষেত্রেই IELTS Speaking Test  প্রায় একই ধরণের। পরীক্ষকের সাথে আপনার সম্পূর্ন কথোপকথনটি রেকর্ড করা হবে, যা পরবর্তীতে দ্বিতীয় একজন পরীক্ষক দ্বারা পুনরায় যাচাই করা হবে। এক নজরে IELTS Speaking Test: * সময়ঃ ১১-১৪ মিনিট * অংশঃ ৩টি * যা দেয়া হবেঃ কিউ কার্

02 August 2021

1 min read

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে