GRE Diagnosis Test

24 January 2021

1 min read

কেন দিবো, কিভাবে দিবো, কোথা থেকে দিব? (আদ্যাপান্ত)

আসলে GRE শুরু করা যত সহজ, Continue করে যাওয়া ততটাই কঠিন কিন্তু আশার বাণী এই যে, কেউ যদি ৩-৪ মাস Continue করে যেতে পারে, সে GRE তে ভালো করবেই করবে। USA তে Higher Study এর জন্য এইটুকু পরিশ্রম আর ত্যাগ থাকতেই হবে।

Diagnosis Test কেন দিবো?

GRE তে ভালো করতে গেলে একদম প্রথমেই যে জিনিসটি করা দরকার তা হলো নিজের Strong and Weak point গুলা খুব সঠিকভাবে চিহ্নিত করা। এতে আপনার Preparation একদম Right Track এ start করতে পারবেন। এর জন্য আপনাকে কয়েকটি DIAGNOSIS TEST দিতে হবে।

যেমন: আপনার শরীরের রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হতে হয় আপনার ঠিক কোন রোগ হয়েছে ঠিক তেমনি GRE তে ভালো করতে গেলে নিজের Strong and Weak zones DIAGNOSIS TEST দিয়ে নিশ্চিত হয়ে নিতে হবে। কয়েকটি DIAGNOSIS TEST দিলে আপনি বুঝতে পারবেন আপনার Vocabulary Build up করতে হবে নাকি Reading Habit আরও বাড়তে হবে, ম্যাথ করার সময় কি আপনার Time বেশি লাগছে? লাগলে কত বেশি? নাকি Calculation Mistake বা Conceptual Mistake হচ্ছে নাকি Specific কোনো Topic i.e, Probability, Coordinate Geometry বা Data Interpretation এ আপনার দুর্বলতা আছে, এসব কিছুর উত্তর পেয়ে যাবেন।

সবার আগে রোগটা নির্ণয় করুন

তাই DIAGNOSIS TEST দেয়ার কোনো বিকল্প নাই।  একেবারেই ভয় পাবেন না। আপনি পারেন বা একেবারেই না পারেন কোনো ব্যাপার না। আপনার ক্যান্সার ধরা পড়বে এই ভয়ে কি টেস্ট করাবেন না? অবশ্যই করাবেন। কারন সময়মত ধরা পড়লে ক্যান্সারও ভালো করা সম্ভব। আপনি টেস্ট এ যা ই করেন না কেন সেটা নিয়ে আপনার মেন্টর এর সাথে কথা বলুন।

Diagnosis Test কিভাবে দিব?

সময় ধরে পরিপূর্ণ মানসিক প্রস্তুতি নিয়ে টেস্ট দিতে বসবেন। ভারবাল আর কোয়ান্ট টেস্ট এর মাঝখানে ১০ মিনিটের একটা বিরতি নিন। অন্তত ৩০-৪০ টি প্রশ্ন আছে এবং সব টপিক থেকে প্রশ্ন করেছে এমন কোথাও থেকে এক্সাম দিন। টেস্ট দেয়ার পর যে কাজগুলো অবশ্যই করবেনঃ

১। Time management ঠিক মত হয়েছে কিনা দেখবেন। কোনো নির্দিষ্ট টপিকে কি বেশি সময় লাগছে? হ্যাঁ হলে সেটা কোথায়? নোট করে রাখুন। GRE তে খুব ভালো করতে গেলে Time management ঠিক রাখার কোনো বিকল্প নাই।

২। Verbal reasoning এর ক্ষেত্রে কি Vocabulary সমস্যা করছে? Sentence Structure বুঝতে সমস্যা হচ্ছে? Reading Habit কম মনে হচ্ছে? Big passage বা Critical reasoning কি বুঝতে পারছেন না? 1 blank-2 blank or 3 blank TC কোনটায় ঠিক বেশি সময় লাগছে বা কোন ধরনের সমস্যা হচ্ছে? SE তে কি পেয়ার মেলাতে পারছেন না? এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করুন এবং সেইগুলো নিয়ে কাজ করুন সঠিক উপায়ে।

৩। Quantitative Reasoning এর ক্ষেত্রে সাধারণত তিন ধরনের সমস্যা হয়ঃ

ক) Conceptual Mistake গ) Calculation mistake  গ) Silly mistake

আপনি কোন ধরণের সমস্যায় বেশি পড়েন?

Diagnosis Test দিলেই আপনি বুঝতে পারবেন আপনি কোন ধরনের ভুল বেশি করছেন। প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে সমস্যা লিখে রাখুন।

GRE preparation এর ক্ষেত্রে অবশ্যই আপনার একটা ERRROR LOG খাতা থাকতে হবে। যেখানে আপনি কি ধরনের ভুল করছেন সে গুলো লিখে রাখবেন। সাইকোলোজিক্যালি একেকটা মানুষের ভুলের ধরণ একেক রকম। আপনি যে ভুল করেন তার একটা LOOP আছে। ঘুরেফিরে আপনি ওই ধরনের ভুলই বেশি করেন। তাই আপনি যদি যে কোনো Competitive Exam এ ভালো করতে চান সেখানে প্রথমেই আপনার নিজের ভুলগুলোর LOOP খুঁজে বের করুন এবং সেই Labyrinth থেকে নিজেকে বের করে আনুন। (যারা কয়েকবার GRE দিয়েও ভালো করতে পারছেন না তাদের প্রধানতম সমস্যা এইটা। তারা একের পর এক Materials Solve করে যায়, Solve করতে করতে মুখস্ত করে ফেলে সব কিন্তু যতবার পরীক্ষা দেয় ওই একই ফলাফল। কারন তারা নিজেদেরকে ওই Loop থেকে বের করে আনেন না, এমনকি তারা জানেও না তাদের Loop গুলো কি কি।

Diagnosis Test কোথা থেকে দিবো?

Diagnosis Test দেয়ার অনেকগুলো সাইট আছে। তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে Varsity Tutors এর ওয়েবসাইট। ওরা আপনাকে সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দিবে। আপনার কোনো কাজই করতে হবেনা। জাস্ট আপনি গুগলে গিয়ে লিখেন Varsity Tutor GRE verbal reasoning test বা Quant reasoning, পেয়ে যাবেন। আর না পেলে বা বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন। এছাড়াও Manhattan 5lb, ETS website এও কিছু ডায়গনোসিস আছে দিতে পারেন।

এই লিঙ্ক গুলো দেখে আসতে পারেন Diagnosis Test এর জন্যঃ magoosh, Galvanize, Varsity Tutors

Happy GRE….

লিখেছেন- কে এম আকরাম হোসেন (স্টালিন), GRE Instructor at Stalin's GRE, EMK Centre & Ostad

Share this article

RELATED ARTICLES

যেভাবে সিভি/ রেজিউমে বানালে তা আপনাকে চাকরির নিশ্চয়তা দেবে

ডিজাইন সিভি তৈরি করে কঠিন হলে ও অসম্ভব নয় কিন্তু! -----লার্ন ডিজাইন// “প্রথমেই বলে নেয়া ভালো চাকরি পাওয়ার জন্য কোনো জটিল কিংবা দুর্বোধ্য সিভি বা রেজিউমে বানানোর প্রয়োজন নেই। একটি সিম্পল এবং রেলেভেন্ট সিভি হায়ারিং ম্যানেজারদের ইম্প্রেস করার জন্য যথেষ্ট। ডিজাইনার হিসেবে আপনি হয়তো মনযোগ আকর্ষনের জন্য কমপ্লেক্স এবং ইউনিক ডিজাইনের সিভসি/রেজিউমে বানানোর কথা ভাবছেন।কিন্তু সিভিটি যথাসম্ভব সিম্পল ও রেলেভেন্ট করা ভালো। কারণ যিনি প্রথমে আপনার সিভিটি দেখবেন তিনি হয়তো ডিজাইনার নাও হতে পারেন। একট

02 October 2023

ফর্মাল ইমেইল লেখার খুঁটিনাটি

ইমেইল আমাদের একটি অতি পরিচিত মাধ্যম হলেও, ফরমাল ইমেইল লেখার ক্ষেত্রে আমরা ভাষাগত ব্যবহার আদব-কায়দা নিয়ে শঙ্কায় পড়ে যাই। আসুন দেখে নেই এক নজরে ফরমাল ইমেইল রাইটিং এর ব্যাকরণ! ১) অভিবাদন জানানোর উপায়: * Dear sir/madam -ব্রিটিশ ইংলিশ এর বহুল ব্যবহৃত এবং স্বীকৃত নিয়ম । পরিচিত ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্টভাবে স্যার/ ম্যাডাম উল্লেখ করা যেতে পারে। *Mr./ Ms.-  আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে Mr./ Ms. এর  পরে উপাধি ব্যবহার করতে হবে। কখনোই সেই ব্যক্তির ডাকনাম ব্যবহার করবেন ন

03 January 2022

1 min read

IELTS Listening Test

Academic এবং General উভয় ক্ষেত্রেই IELTS Listening Test এর প্রশ্নের নমুনা ও মানবন্টন একই। IELTS Listening এ সমস্ত কথা আপনি কেবল একবারই শুনতে পারবেন এবং এর মধ্যেই আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে। Join IELTS Listening On-live Batch * সময়: ৩০ মিনিট (উত্তরগুলো পুনরায় আলাদা একটি উত্তরপত্রে লেখার জন্য অতিরিক্ত আরো ১০ মিনিট) * সেকশন: ৪টি * প্রশ্ন সংখ্যা: ৪০টি (প্রতি সেকশনে ১০টি) * নম্বর: প্রতিটি সঠিক উত্তর এর জন্য ১ নম্বর (৪০ এ প্রাপ্ত নম্বরকে ব্যান্ড স্কোরে রূপান্তর করা হবে) সেকশনের ধরন:

08 September 2021

1 min read

IELTS Speaking Test

IELTS Speaking Test হল IELTS পরীক্ষার চারটি সেকশনের মধ্যে সর্বশেষ অংশ, যা আপনার বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলার দক্ষতা যাচাই করে। পরীক্ষাটিতে ৩টি অংশ এবং পরীক্ষকের সাথে প্রায় ১৪ মিনিটের মুখোমুখি কথোপকথন চালিয়ে যেতে হয়। Academic ও General উভয় ক্ষেত্রেই IELTS Speaking Test  প্রায় একই ধরণের। পরীক্ষকের সাথে আপনার সম্পূর্ন কথোপকথনটি রেকর্ড করা হবে, যা পরবর্তীতে দ্বিতীয় একজন পরীক্ষক দ্বারা পুনরায় যাচাই করা হবে। এক নজরে IELTS Speaking Test: * সময়ঃ ১১-১৪ মিনিট * অংশঃ ৩টি * যা দেয়া হবেঃ কিউ কার্

02 August 2021

1 min read

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে