GRE Big Book: A Hidden Treasure

25 January 2021

2 min read

GRE দিতে চান বা দিয়েছেন এমন কেউ নেই যিনি GRE BIG BOOK এর নাম শুনে নাই। GRE তে খুব সম্ভবত সবচেয়ে পরিচিত বই BIG BOOK কারন ১৯৯৫ সালে এটি বের হবার পর থেকে এখন অবদি সমান ভাবে দরকারী একটা বই । যদিও OLD GRE এর কিছু কিছু সেকশন এখন Revised GRE তে নেই তারপরেও এই বইটি এখনও অসম্ভব কাজের। ধরেন কেউ Verbal Reasoning এর Reading Comprehension (সেটা Long passage হোক বা Short passage) কোনোভাবেই ভালো করতে পারছেন না বা Text Completion practice এর জন্য Real GRE and Authentic Question চান তাহলে Big Book এর চেয়ে ভালো কোনো Resource আর হতেই পারে না। আমার এতো দিনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি কেউ যদি ETS OFFICIAL GUIDE গুলো Solve করার পর এই BIG BOOK টা খুব ভালো করে বুঝে বুঝে Solve করে তাহলে Verbal Section এ তার মিনিমাম 7+ SCORE INCTREASE হবে। তাছাড়াও যারা Math Section এ Data Interpretation section এ খুব ভালো করতে চান তাদের জন্যেও আদর্শ resource হলো GRE BIG BOOK.

Let's see, why should we buy and read the GRE BIG BOOK?

GRE BIG BOOK জিনিসটা কি? (এইডা খাই নাকি মাথায় দেয়!):

ETS মানে যারা এই GRE Exam টা নেয় তারা ১৯৯৫ সালে ২৭ টি FULL LENGTH OLD GRE TEST (REAL GRE QUESTION) নিয়ে একখান বিশাল বই Publish করে। যেহেতু ইহা একখানা দানব সাইজের বই তাই ইহার নাম দেয়া হয় BIG BOOK. এইখানে সর্বমোট ২৭ টি টেস্ট আছে যার প্রতেকটাই অতীতে আসা REAL GRE TEST এর ৫০০০+ Actual and Authentic Question. তাইলে বুঝতেই পারছেন কি চমৎকার আর গুরুত্বপূর্ণ জিনিস এইখান। আপনারা যারা Third Party Materials (Magoosh, Manhattan, Kaplan etc) এর পেছনে ছুটেন, কাড়ি কাড়ি টাকা খরচ করেন তারা For God Sake এই GRE BIG BOOK টা খুব ভালো করে সমাধান করেন তাহলে Verbal section এ ভালো তো করবেনই তার সাথে Quant Section ও ভালো হবে। কিভাবে কি কইতাছি, খাড়ান।

GRE BIG BOOK থেকে কি সব কিছু পড়তে হবে? (আল্লাগো আল্লা! এত্ত কি ক্যাম্নে পড়মু):

ভাইলোগ ভয়ের কিচ্ছু নাই। GRE BIG BOOK থেকে ম্যাক্সিমাম জিনিসই পড়তে হবেনা, কারন OLD GRE তে একখান Analytical Reasoning Section ছিল ওইডা এখন নাই, তারপর Analogies and Antonyms ছিল এইসবও নাই! আহা কি মজা। তাইলে পড়বোটা কি?

ওকে, BIG BOOK থেকে আমরা পড়মু হইলো গিয়েঃ

  1. BIG or Long Passages
  2. Short Passages
  3. Text Completion
  4. Data Interpretation
  5. Hard Math Problems (optional)
এর সাথে আমরা কঠিন ম্যাথের সমস্যাগুলোও সলভ করতে পারি

এখন কন ক্যাম্নে পড়মু?

Big or Long Passages + Short Passages:

যারা GRE Reading Comprehension নিয়ে খুব বেশি প্রবলেম এ আছেন তাদের জন্য সবচেয়ে আদর্শ Resource হচ্ছে BIG BOOK। কারণটা একটু খুলে বলিঃ ETS এর বাইরে যেসব Third party materials আছে যেমন ধরেন Magoosh, Manhattan or Kaplan তারা কেউই ETS এর Verbal Reasoning Section টা Mimic করতে পারেনি। এমনকি ধারে কাছেও নাই। এইসব third party materials এর না আছে Logical and Tricky questioning method, না আছে organization between context and questions। এক কথায় যদি বলি এরা জিরোও না মাইনাস পাবে কারন এদের Question Solve করলে আপনার Reasoning and Understanding আরো খারাপ থেকে খারাপতর হয়ে যাবে। So, pls for God and your sake AVOID all Third-party materials for Verbal Section. I am Strongly recommending NO NO and NO for all of these.

আল্লাহর ওয়াস্তে নো থার্ড পার্টি

আরেকটা ব্যাপার হচ্ছে ETS Official GRE Verbal Reasoning practice Question vol 1 এ মাত্র ৩২ টি Long, Short and CR আছে যা proper practice এর জন্য খুবই অপ্রতুল। তাহলে উপায় কি? কিভাবে আরো Authentic and Actual Test Questions পাবো?

এর একটাই উত্তরঃ BIG BOOK

তাহলে কিভাবে কি?

(ক) Big or Long Pasasges: প্রত্যেকটা Test এ ২টা করে Long Passage থাকে। তার মানে ২৭ টা Test এ Total 27*2=54 টা Long Passage আছে। আবার প্রত্যেকটা Long passage এর under এ ৭ টা করে Question আছে। অর্থাৎ প্রতিটা Test এ ১৪ টা করে question আছে, তাহলে ২৭ টা Test এ সর্বমোট ৩৭৮ টা question শুধু Long passage থেকেই। আর কি লাগে ভাই!!!

(খ) Short Passages: Long passage এর মত short passage ও দুইটা থাকে প্রতিটা Test এ অর্থাৎ total short passage ও থাকবে ৫৪ টা। আর প্রতিটা short passage এ question থাকে ৪ টা করে। তার মানে প্রতিটা Test এ ৮ টা, আর সর্বমোট ২১৬ টা questions from Short Passages.

তাহলে আপনারা যদি ETS Official Guide এর সাথে GRE BIG BOOK এর এই 108 টা Passages এবং ৩৭৮+২১৬= ৫৯৪ টা REAL GRE Question Solve করেন তাহলে আর কিচ্ছু লাগবে না। আপনার স্কোর মিনিমাম ৭ বেড়ে যাবে ইনশাআল্লাহ।

(গ) Text Completion: Official GRE Verbal Practice Book আর Official Guide the GRE এই দুইটা বই মিলিয়ে TC এর সংখ্যা খুবই কম। তাই যারা Real GRE Question থেকে TC Practice করতে চান তাদের জন্য ideal resource হলো GRE Big Book. প্রতিটা Test এ ১০ টা করে TC Questions থাকে। অর্থাৎ ২৭ টা Test এ Total ২৭০ টা Text Completion থাকে। Big Book TC Question এ One Blank and Two Blank TC থাকে কিন্তু Three Blank TC নাই। আর Two Blank TC এর Answer Choice গুলো একসাথে দুইটাই থাকে, এখনকার মত আলাদা থাকে না। এইদুইটা বাদে সবই একই রকমঃ Context, Reasoning, Vocabulary.

তাই Verbal এ ETS Materials এর বাইরে আর কিছুই দরকার নাই। ETS একাই একশ, বাকি সব Just Bogus.

(ঘ) Data Interpretation: ETS official Quant Practice Guide এ DI থেকে সর্বসাকুল্যে হয়ত ৩০-৩৫ টা Question আছে কিন্তু GRE Exam এ Data Interpretation থেকে মোট ৬ টা Question থাকে , বুঝতেই পারছেন DI একটা বড় Factor or role play করে Quant section এ ভালো marks carry করতে। Big Book এর DI এর মত হুবহু problem Actual GRE test এ আসে ( আমার নিজের বেলায় এসেছে)। Big Book er প্রত্যেকটা Test এ ২ টা আলাদা গ্রাফে ৫ টা ৫ টা করে মোট ১০ টা Question থাকে। তার মানে ২৭ টা Test এ মোট ২৭০ টা questions থাকে Data Interpretation থেকে, which is a huge number and all of them are REAL GRE Questions!!!

এছাড়াও Big Book থেকে Hard Quantitative Questions গুলা করা যেতে পারে কারন Most of them are damn relevant yet!

কিন্তু একখান বিশাল সমস্যা আছে!

সেইডা হইলো GRE BIG BOOK এর কোনো Solution নাই। খালি প্রত্যেকটা Test এর শেষে উত্তর দেয়া আছে কিন্তু কোনো Explanation নাই।

তাহলে উপায় কি?

জানতে জয়েন করে ফেলুন Ostad-এ

লিখেছেনঃ

কে এম আকরাম হোসেন (স্টালিন)

মেন্টর, stalin’s GRE, GRE Instructor, EMK Center & Ostad

Share this article

RELATED ARTICLES

যেভাবে সিভি/ রেজিউমে বানালে তা আপনাকে চাকরির নিশ্চয়তা দেবে

ডিজাইন সিভি তৈরি করে কঠিন হলে ও অসম্ভব নয় কিন্তু! -----লার্ন ডিজাইন// “প্রথমেই বলে নেয়া ভালো চাকরি পাওয়ার জন্য কোনো জটিল কিংবা দুর্বোধ্য সিভি বা রেজিউমে বানানোর প্রয়োজন নেই। একটি সিম্পল এবং রেলেভেন্ট সিভি হায়ারিং ম্যানেজারদের ইম্প্রেস করার জন্য যথেষ্ট। ডিজাইনার হিসেবে আপনি হয়তো মনযোগ আকর্ষনের জন্য কমপ্লেক্স এবং ইউনিক ডিজাইনের সিভসি/রেজিউমে বানানোর কথা ভাবছেন।কিন্তু সিভিটি যথাসম্ভব সিম্পল ও রেলেভেন্ট করা ভালো। কারণ যিনি প্রথমে আপনার সিভিটি দেখবেন তিনি হয়তো ডিজাইনার নাও হতে পারেন। একট

02 October 2023

ফর্মাল ইমেইল লেখার খুঁটিনাটি

ইমেইল আমাদের একটি অতি পরিচিত মাধ্যম হলেও, ফরমাল ইমেইল লেখার ক্ষেত্রে আমরা ভাষাগত ব্যবহার আদব-কায়দা নিয়ে শঙ্কায় পড়ে যাই। আসুন দেখে নেই এক নজরে ফরমাল ইমেইল রাইটিং এর ব্যাকরণ! ১) অভিবাদন জানানোর উপায়: * Dear sir/madam -ব্রিটিশ ইংলিশ এর বহুল ব্যবহৃত এবং স্বীকৃত নিয়ম । পরিচিত ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্টভাবে স্যার/ ম্যাডাম উল্লেখ করা যেতে পারে। *Mr./ Ms.-  আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে Mr./ Ms. এর  পরে উপাধি ব্যবহার করতে হবে। কখনোই সেই ব্যক্তির ডাকনাম ব্যবহার করবেন ন

03 January 2022

1 min read

IELTS Listening Test

Academic এবং General উভয় ক্ষেত্রেই IELTS Listening Test এর প্রশ্নের নমুনা ও মানবন্টন একই। IELTS Listening এ সমস্ত কথা আপনি কেবল একবারই শুনতে পারবেন এবং এর মধ্যেই আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে। Join IELTS Listening On-live Batch * সময়: ৩০ মিনিট (উত্তরগুলো পুনরায় আলাদা একটি উত্তরপত্রে লেখার জন্য অতিরিক্ত আরো ১০ মিনিট) * সেকশন: ৪টি * প্রশ্ন সংখ্যা: ৪০টি (প্রতি সেকশনে ১০টি) * নম্বর: প্রতিটি সঠিক উত্তর এর জন্য ১ নম্বর (৪০ এ প্রাপ্ত নম্বরকে ব্যান্ড স্কোরে রূপান্তর করা হবে) সেকশনের ধরন:

08 September 2021

1 min read

IELTS Speaking Test

IELTS Speaking Test হল IELTS পরীক্ষার চারটি সেকশনের মধ্যে সর্বশেষ অংশ, যা আপনার বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলার দক্ষতা যাচাই করে। পরীক্ষাটিতে ৩টি অংশ এবং পরীক্ষকের সাথে প্রায় ১৪ মিনিটের মুখোমুখি কথোপকথন চালিয়ে যেতে হয়। Academic ও General উভয় ক্ষেত্রেই IELTS Speaking Test  প্রায় একই ধরণের। পরীক্ষকের সাথে আপনার সম্পূর্ন কথোপকথনটি রেকর্ড করা হবে, যা পরবর্তীতে দ্বিতীয় একজন পরীক্ষক দ্বারা পুনরায় যাচাই করা হবে। এক নজরে IELTS Speaking Test: * সময়ঃ ১১-১৪ মিনিট * অংশঃ ৩টি * যা দেয়া হবেঃ কিউ কার্

02 August 2021

1 min read

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে