Blog
/
Category
/
Details
GRE Materials এর আদ্যপান্ত
আপনি যে কুড়াল দিয়ে একটা মস্ত বড় গাছ কাটবেন বলে ঠিক করেছেন সেইটা যদি খুব ধারালো না হয় তাহলে আপনি যতই পরিশ্রম করেন- গাছটি কাটতে পারবেন না। তাই প্রথমেই আপনাকে কুড়ালটি ভালো মত ধার দিতে হবে যাতে আপনি অনায়াসে গাছটি কাটতে পারেন।
ঠিক তেমনি জি আর ই তে ভালো করতে গেলে যে তিনটা জিনিস অবশ্যই লাগবে (ওই ধারালো কুঠারের মত) তা হলোঃ (১) প্রপার গাইডলাইন (২) নিয়মিত পড়াশোনা এবং (৩) সঠিক ম্যাটেরিয়ালস।
আমরা যারা GRE বা IELTS পড়ি তাদের বেসিক একটা প্রবলেম হলো আমরা হন্য হয়ে শুধু ম্যাটেরিয়ালস এর পেছনে ছুটি। যেখানে যা পাই দেদারসে ডাউনলোড করে ল্যাপটপ ভরাই ফেলি। ২৫-১০০ জিবি শুধু জিয়ারই ফাইল। আন্ড্রয়েড ফোন ভর্তি শুধু অ্যাপস আর অ্যাপস। কিন্তু পরিতাপের বিষয়, এগুলা কখনোই খুলে দেখা হয় না। যেভাবে ডাউনলোড করা হয়েছিলো ওইভাবেই পড়ে থাকে।
ভালো ছাত্ররা কখনোই হাজার হাজার ম্যাটেরিয়ালস এর পেছনে ছুটে না। তারা প্রথমে সঠিক ম্যাটেরিয়ালস বাছাই করে। তারপর সেটাকেই বার বার পড়ে ডিকোড করার চেষ্টা করে।
জিয়ারই এর ক্ষেত্রে ইটিএস এর যে বইগুলো আছে ওইগুলো বাইবেল এর মতো বা মূল পাঠ্যপুস্তক এর মত। বাকি যা আছে সব গাইড বই। আপনারা যারা জিয়ারই তে ভালো স্কোর করতে চান তারা দয়া করে এইসব থার্ড পার্টি ম্যাটেরিয়ালস (ম্যানহ্যাটন, ম্যাগোশ, নোভা, কাপলান, ব্যারন্স ইত্যাদি) এর পেছনে বেশি বেশি ছোটা বন্ধ করুন। না হলে যাই করুন, ঘুরে ফিরে ওই ২৮০-৩০০, এর বেশি এক ও না।
ভারবাল এর জন্য যে ম্যাটেরিয়ালস ফলো করবোঃ
আমাদের দেশের যারা জিয়ারই দেন তাদের ৯৯% এর প্রবলেম ভারবালে। এর প্রধান কারণ আমাদের শিক্ষা কারিকুলাম। আমাদের অধিকাংশেরই কোনো রিডিং হ্যাবিট নাই। জীবনে একটাও ইংরেজি নোভেল পড়ি নাই। তো, আপনি যদি হঠাত করে জিয়ারই ভারবাল এর রিডিং কম্প্রেহেনশনের সামনে পড়েন তাহলে জাস্ট কুয়োর ব্যাঙ মহাসাগরে পড়ার মত একটা অবস্থা হবে। দেখবেন আপনাকে অনেকেই বলছে NY times বা Aldaily থেকে আর্টিকেল পড়তে বলছে। আসলে যারা বলছে তারা তাদের অগ্রজদের থেকে যা শুনেছে তাই ই বলছে, উনারা নিজে থেকে এইটা নিয়ে কক্ষনোই কোনো গবেষণা করেনি। আচ্ছা, ভাবুন তো আপনি যোগ-বিয়োগ-গুন-ভাগ করতে জানেন না, আপনি কি সরল অংক করতে পারবেন? তেমনি আপনি জীবনে Daily Star ও পড়েননি তাহলে আপনি কিভাবে NY times বা Aldaily থেকে আর্টিকেল পড়ে বুঝবেন। আপনি প্রথমেই এইগুলা ধরলে জাস্ট হতাশ হয়ে যাবেন। কারণ, ওরা Native Speaker, ওদের Sentence Structure, Use of Metaphor and Simile, use of punctuation and lastly Use of proverb and academic word একেবারেই আলাদা। আচ্ছা ভাবুন তো, একজন ইংরেজ সবেমাত্র বাংলা শিখেছে উনাকে যদি বঙ্কিম চন্দ্রের লেখা পড়তে দেয়া হয় উনি কিছু বুঝবেন? সো, আপনাকে এইসব কমন সেন্স থাকতে হবে।
তাহলে মুক্তির উপায় কি? উপায় হচ্ছে বই পড়া। আমি একটা আর্টিকেল লিখেছি, “17 Must Read Book for the Beginners” নামে। ওইখানে সাজেসটেড বইগুলো দিয়ে শুরু করুন। একটা বই পড়া ১০০-১৫০ টা আর্টিকেল পড়ার সমান। আর বই পড়লে আপনার মধ্যে একটা সেন্স বিল্ড আপ হবে। একটা বই পড়ে অবশ্যই সেটার রিভিউ লিখেবেন আর যে Unknown Word থাকবে সেগুলার Contextual meaning লিখবেন। এইভাবে অন্তত ১-২ মাস কাজ করে যান। নিজের পরিবর্তন নিজেই দেখতে পারবেন।
Word-এর জন্য ইটিএস এর Verbal Reasoning এর বইটা সলভ করার সময় যে শব্দগুলো আপনার অজানা লাগবে সেইটার ২টা Synonym আর ১টা Antonym দিয়ে শিখুন।অজানা Word গুলো অবশ্যই গুগুল মিনিং থেকে শিখবেন। আর যারা একদম কষ্ট করতে চান না তারা Word Smart 1+2 বা Magoosh 1000 পড়তে পারেন। তবে ইটিএস এর বাইরে সবচেয়ে সবচেয়ে ভালো বই Norman Lewis এর Word Power Made Easy। আমার কাছে বইটা ভোকাবুলারির জন্য বেস্ট বই মনে হয়। আপনি বুঝতেই পারবেন না গল্পে গল্পে কিভাবে নতুন নতুন ভোকাব শিখে যাবেন।
Text Completion or TC এবং Reading Comprehension or RC এর জন্য ETS official GRE Verbal Reasoning, Official Guide to GRE and Big Book এই তিনটা বই আবারো বলছি শুধুমাত্র এই তিনটা বই ফলো করতে হবে। যারা খুব ভালো স্কোর করতে চান (৩২০+) তারা GMAT Official Guide থেকে Critical Reasoning এবং LAST এর টেস্ট গুলো থেকে Reading Comprehension or RC গুলো সল্ভ করতে পারেন। এর বাইরে কিচ্ছু না।
Sentence Equivalence or SEএর জন্য ETS official GRE Verbal Reasoning, Official Guide to GRE এই দুইটা বই এর Sentence Equivalence or SE গুলো বুঝে বুঝে প্র্যাকটিস করবে।
Reading Comprehension এর ভিত্তি মজবুত করতে হলে readtheory.org তে একটা একাউন্ট খুলে সেখানে নিজেকে ১২ লেভেল পর্যন্ত নিয়ে যান।
আমার আরেকটা আর্টিকেল আছেঃ আর্টিকেল কেন পড়বো, কিভাবে পড়বো, কোথায় থেকে পড়বো। এইটা পড়ে আসুন।
কোয়ান্ট এর জন্য যে ম্যাটেরিয়ালস ফলো করবোঃ
কোয়ান্ট সেকশন নিয়ে আসলে ভয় পাবার কিছু নাই। কারণ আমাদের সবার ই এসএসসি তে জেনারেল ম্যাথ কম্পুলসারি ছিল। জিয়ারই ম্যাথ এই লেভেল এর ই। চ্যালেঞ্জটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনাকে বেসিকটা পাকাপোক্ত করে সময় ধরে প্র্যাকটিস করতে হবে। শর্টকার্ট কৌশল গুলো রপ্ত করতে হবে।
প্রথমেই এই লিঙ্কটা তে যান। একটু দেখে নিন কোয়ান্ট এ কি কি থাকে। এই লিঙ্কটার সাব-লিঙ্ক গুলাও চেক করে দেখুন।
http://www.ets.org/gre/revised_general/prepare/quantitative_reasoning/
জিয়ারই কোয়ান্ট সব কনসেপ্ট এর বেসিকের জন্য Khan Academy এর এই লিঙ্কটাতে যান। এইখানে সব টপিক এর ভিডিও লেকচার আর প্র্যাকটিস দেয়া আছে।
http://www.ets.org/gre/revised_general/prepare/khan_academy/
এছাড়াও কোয়ান্টের বেসিকের জন্য Manhanttan 1-6 or Manhattan math strategy guide বইটা ফলো করা যেতে পারে।
বেসিক স্ট্রং হয়ে গেলে ETS official guide to GRE and Quantitative Reasoning এই বই দুইটা ফলো করতে পারেন। এছাড়াও Big book থেকে Data Interpretation problem গুলো করা যেতে পারে। যারা আরও ভালো করতে চান তারা GMAT Official guide and GMAT official quant guide এর ম্যাথ গুলো করতে পারেন। যারা ১৬০+ চান তারা GMAT 700-800 level এর ৭০০ মত ম্যাথ আছে ওইগুলো করতে পারেন। GRE or GMAT prep club এ সার্চ দিলেই আপনি এইটার পিডিএফ পেয়ে যাবেন।
যারা আরও আরও চান তারা 5lb and Magoosh এর ম্যাথ গুলাও সল্ভ করতে পারেন।
অ্যানালাইটিক্যাল রাইটিং এর জন্য যে ম্যাটেরিয়ালস ফলো করবোঃ
প্রথমেই এই লিঙ্কটাতে যান। সব কিছু পড়ুন সময় নিয়ে। AWA কি কেন কিভাবে লিখে সব জেনে যাবেন এই লিঙ্কটাতে গেলেঃ
http://www.ets.org/gre/revised_general/prepare/analytical_writing/
মজার ব্যাপার হচ্ছে AWA এর জন্য ইটিএস এর নিজেদের একটা লিস্ট বা পুল আছে। সাধারণত এর বাইরে AWA আসেনা। তাই আগে Issue and Argument এর পুল গুলো দেখে আসুনঃ
Issue topic pool:
http://www.ets.org/gre/revised_general/prepare/analytical_writing/issue/pool
Argument topic pool:
http://www.ets.org/gre/revised_general/prepare/analytical_writing/argument/pool
Google এ গিয়ে GRE AWA pool solution by Vibrant publishers.pdf লিখে সার্চ দিন। এদের দুইটা বই আছে Part 1 and Part 2, দুইটাই GRE AWA pool গুলার সমাধান করে দিছে। যদিও এই বইটা শুধু আইডিয়া বিল্ড আপ এর জন্য। লিখতে হবে আপনার নিজের থেকেই।
এছাড়াও testbig.com website টা ইউজ করতে পারেন GRE AWA pool এর জন্য। খুবই কাজের একটা ওয়েবসাইট।
#Analytical Writing এ ভালো করতে গেলে আরও দুইটা কাজ করতে হবে।
১) গ্রামারে ভালো কমান্ড থাকতে হবে। এর জন্য Willium Strunk Jr. এর Elements of style বইটা ফলো করা যেতে পারে। ছোট্ট একটা বই কিন্তু খনির মত।
২) Analytical Writing ভালো করতে গেলে মিনিমাম ৪০০ শব্দ লেখার দরকার আছে। এর জন্য Typing Speed ভালো হওয়া খুব দরকার, Speed মিনিমাম 40WPM (word per minute) থাকা বাঞ্ছনীয়। তাই keybr.com এ গিয়ে প্রতিদিন ২০-৩০ মিনিট টাইপিং প্র্যাকটিস করুন।
কে এম আকরাম হোসেন (স্টালিন), GRE Instructor at Stalin's GRE, EMK Centre & Ostad
RELATED ARTICLES
যেভাবে সিভি/ রেজিউমে বানালে তা আপনাকে চাকরির নিশ্চয়তা দেবে
ডিজাইন সিভি তৈরি করে কঠিন হলে ও অসম্ভব নয় কিন্তু! -----লার্ন ডিজাইন// “প্রথমেই বলে নেয়া ভালো চাকরি পাওয়ার জন্য কোনো জটিল কিংবা দুর্বোধ্য সিভি বা রেজিউমে বানানোর প্রয়োজন নেই। একটি সিম্পল এবং রেলেভেন্ট সিভি হায়ারিং ম্যানেজারদের ইম্প্রেস করার জন্য যথেষ্ট। ডিজাইনার হিসেবে আপনি হয়তো মনযোগ আকর্ষনের জন্য কমপ্লেক্স এবং ইউনিক ডিজাইনের সিভসি/রেজিউমে বানানোর কথা ভাবছেন।কিন্তু সিভিটি যথাসম্ভব সিম্পল ও রেলেভেন্ট করা ভালো। কারণ যিনি প্রথমে আপনার সিভিটি দেখবেন তিনি হয়তো ডিজাইনার নাও হতে পারেন। একট
ফর্মাল ইমেইল লেখার খুঁটিনাটি
ইমেইল আমাদের একটি অতি পরিচিত মাধ্যম হলেও, ফরমাল ইমেইল লেখার ক্ষেত্রে আমরা ভাষাগত ব্যবহার আদব-কায়দা নিয়ে শঙ্কায় পড়ে যাই। আসুন দেখে নেই এক নজরে ফরমাল ইমেইল রাইটিং এর ব্যাকরণ! ১) অভিবাদন জানানোর উপায়: * Dear sir/madam -ব্রিটিশ ইংলিশ এর বহুল ব্যবহৃত এবং স্বীকৃত নিয়ম । পরিচিত ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্টভাবে স্যার/ ম্যাডাম উল্লেখ করা যেতে পারে। *Mr./ Ms.- আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে Mr./ Ms. এর পরে উপাধি ব্যবহার করতে হবে। কখনোই সেই ব্যক্তির ডাকনাম ব্যবহার করবেন ন
IELTS Listening Test
Academic এবং General উভয় ক্ষেত্রেই IELTS Listening Test এর প্রশ্নের নমুনা ও মানবন্টন একই। IELTS Listening এ সমস্ত কথা আপনি কেবল একবারই শুনতে পারবেন এবং এর মধ্যেই আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে। Join IELTS Listening On-live Batch * সময়: ৩০ মিনিট (উত্তরগুলো পুনরায় আলাদা একটি উত্তরপত্রে লেখার জন্য অতিরিক্ত আরো ১০ মিনিট) * সেকশন: ৪টি * প্রশ্ন সংখ্যা: ৪০টি (প্রতি সেকশনে ১০টি) * নম্বর: প্রতিটি সঠিক উত্তর এর জন্য ১ নম্বর (৪০ এ প্রাপ্ত নম্বরকে ব্যান্ড স্কোরে রূপান্তর করা হবে) সেকশনের ধরন:
IELTS Speaking Test
IELTS Speaking Test হল IELTS পরীক্ষার চারটি সেকশনের মধ্যে সর্বশেষ অংশ, যা আপনার বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলার দক্ষতা যাচাই করে। পরীক্ষাটিতে ৩টি অংশ এবং পরীক্ষকের সাথে প্রায় ১৪ মিনিটের মুখোমুখি কথোপকথন চালিয়ে যেতে হয়। Academic ও General উভয় ক্ষেত্রেই IELTS Speaking Test প্রায় একই ধরণের। পরীক্ষকের সাথে আপনার সম্পূর্ন কথোপকথনটি রেকর্ড করা হবে, যা পরবর্তীতে দ্বিতীয় একজন পরীক্ষক দ্বারা পুনরায় যাচাই করা হবে। এক নজরে IELTS Speaking Test: * সময়ঃ ১১-১৪ মিনিট * অংশঃ ৩টি * যা দেয়া হবেঃ কিউ কার্