কেন আপনার পাওয়ার বি আই শেখা উচিত?

31 March 2022

পাওয়ার বি আই! নামটা কি একদমই নতুন মনে হচ্ছে? এক্সেল থাকতে আবার পাওয়ার বি আই কেনো? কী করে এই জিনিসটা দিয়ে? সব প্রশ্নের উত্তর পাবেন এই এক ব্লগে।

পাওয়ার বি আই কী?

একদম এক লাইনে যদি বলি, পাওয়ার বি আই হচ্ছে একটা বিজনেস এনালিটিক্স টুল। যেটা দিয়ে আপনি:

১. ডাটা ভিজ্যুয়ালাইজ করতে পারবেন

২. আপনার অর্গানাইজেশনের ইনসাইট বের করতে পারবেন

৩. আপনার এপ বা ওয়েবে পাওয়ার বি আই কে এমবেড করতে পারবেন

৪. খুবই চমৎকার এবং ইনসাইটফুল রিপোর্ট জেনারেট করতে পারবেন

৫. এবং আরো অনেক কিছু করতে পারবেন।

কিন্তু এগুলো তো অনেক জেনেরিক টার্ম, এক্সেল দিয়েও তো সম্ভবত এগুলো করা যায়। তাও কেনো পাওয়ার বি আই? এর আগে আমাদেরকে এক্সেলের সাথে পাওয়ার বি আই এর পার্থক্যটা বুঝতে হবে।

Samiul-Huq

এক্সেলের সাথে পাওয়ার বি আই এর পার্থক্যটা কোথায়?

১. এক্সেলে আপনি ডাটা স্টোরের পর তা অর্গানাইজ করতে পারেন, ট্রান্সফরম করতে পারেন, অনেক ম্যাথমেটিকাল অপারেশন করতে পারেন। কিন্তু সবসময় কি ডিসিশন নিতে পারেন?

এখানেই আসে পাওয়ার বি আই। আপনি তখনই ডাটা থেকে ডিসিশন নিতে পারবেন যখন আপনি ডাটাগুলোকে চোখের সামনে দেখতে পারবেন অর্থাৎ ভিজ্যুয়ালাইজ করতে পারবেন। পাওয়ার বি আই এই কাজটাই করে মিনিটের মধ্যে।

২. এক্সেলে কি আপনি এক মিলিয়ন row/column নিয়ে কাজ করতে পারেন? যদি বা পেরেও থাকেন, খুব আরামের সাথে কি করতে পারেন? উহু, খুব আনকম্ফোর্টেবল লাগে। পাওয়ার বি আই দিয়ে কিন্তু ইচ্ছামতো সংখ্যার row/column নিয়ে কাজ করতে পারেন।

৩. এক্সেলে আপনি ইচ্ছামতো ডাটা সোর্স ব্যবহার করতে পারেন না। কিন্তু পাওয়ার বি আই তে যেকোন ডাটা সোর্সকে আপনি ইনপুট দিতে পারেন।

৪. একবার ভাবুন তো, আপনি আপনার স্মার্টফোনে এক্সেল ব্যবহার করছেন। row/column ধরে টানাটানি করছেন, কী যে একটা বিপদ! অথচ পাওয়ার বি আই আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনে ইন্সটল করে ট্রাফিক জ্যামে আটকে থাকা অবস্থাতেও ডিসিশন নিতে পারেন। এতটাই ইউজার ফ্রেন্ডলি।

৫. এক্সেলের চাইতেও কিন্তু ফাস্টার ডাটা প্রোসেস করা যায় পাওয়ার বি আই তে।

৬. এক্সেলের চেয়ে হাজারগুণে ভালো ড্যাশবোর্ড তৈরি করা যায় পাওয়ার বি আই তে। কারণটাও খুব সহজ। একটা ড্যাশবোর্ড তখনি খুব হ্যান্ডি হয়, যখন সেখানে ডাটা রিপ্রেজেন্টেশন/ভিজ্যুয়ালাইজেশনটা অনেক সুন্দর হয়। পাওয়ার বি আই তো এই ডাটা ভিজ্যুয়ালাইশনেই ওস্তাদ! আরো ইন্টারেক্টিভ, কাস্টোমাইজেবল।

৭. যখন একাধিক টেবিল, রিপোর্ট বা ডাটা ফাইলকে আপনি তুলনা করতে যাবেন, পাওয়ার বি তখনো কিন্তু এক্সেলের চাইতে অনেক পাওয়ারফুল কম্পারিজন দিবে।

যদি নিচের প্রশ্নগুলোর উত্তর আপনার হ্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার কালকে থেকেই পাওয়ার বি আই তে সুইচ করা উচিতঃ

১. আপনার প্রতিষ্ঠানে প্রচুর ডাটা অলরেডি স্টোর করা আছে, আপনার কি দরকার এখন এনালাইসিস?

২. আপনি কি আপনার টিমের সাথে কোলাবোরেটিভলি কাজ করতে চান?

৩. আপনি অনেক বড়/বিশাল সাইজের ডাটা নিয়ে কাজ করেন?

৪. আপনার কি প্রায়ই প্রেজেন্টেশন/রিপোর্ট তৈরির সময় একটু সুন্দর বা ইন্টারেকটিভ ড্যাশবোর্ড বানানোর দরকার পড়ে? বা এক কথায়, আপনি কি আপনার বস/কলিগদের আপনার প্রেজেন্টেশন দিয়ে চমকে দিতে চান?

৫. ডাটা থেকে আপনার অনেক ডিসিশন নেয়া লাগে?

এখন আশা করি, আপনি বুঝতেই পারছেন আগামীকালকেই আপনার পাওয়ার বি আই তে কাজ করা উচিত কি না।

তার মানে কি এক্সেল ব্যাকডেটেড? মোটেও না। এই লেখার মূল উদ্দেশ্য মোটেও এক্সেলে নিরুতসাহিত করা নয়। পাওয়ার বি আই সেরা নাকি এক্সেল?-সেটাও না। কোন টুলটা সেরা, পুরোটাই নির্ভর করছে আপনি কোন কাজে কোন টুলকে ব্যবহার করছেন। যে টুলই ব্যবহার করুন না কেন, এই ২০২২ সালে যাতে আপনার উদ্দেশ্য হওয়া উচিত একটাই- ডাটাকে দিয়ে কথা বলানো।

পাওয়ার বি আই ব্যবহার করে যদি আপনার ডাটাকে দিয়ে কথা বলাতে চান, তাহলে শিখে ফেলুন পাওয়ার বি আই। আর জয়েন করুন আমাদের লাইভ ব্যাচেঃ https://ostad.app/course/power-bi-for-professionals

Share this article

RELATED ARTICLES

ডাটা সায়েন্টিস্ট হওয়ার ৮ টি স্টেপ

আপনার কি মনে হচ্ছে না, ডেটা সাইনটিস্ট হওয়ার এখনি সময়? একবার চারপাশে খেয়াল করুন তো! তাহলে দেখতে পাবেন ডেটা সায়েন্স এখন সব জায়গায়। একের পর এক, ওয়ার্ল্ডওয়াইড কোম্পানিগুলো সবচেয়ে ডাইভার্স প্রবলেমগুলোর সলিউশনের জন্য ডেটা সায়েন্সের দিকে ঝুঁকছে।  এই পরিস্থিতি ডেটা সাইনটিস্টদের জব সেক্টর ও স্যালারি স্ট্রাকচার কিন্তু খুবই অ্যাডভান্টেজ পজিশনে আছে। তাই আর দেরি কেন?? ৮ টি স্টেপ ফলো করে, আপনিও হতে পারেন একজন ডাটা সায়েন্টিস্ট। 1. Learn data wrangling, data visualization, and reporting  আপনি যখন ডেটা সায

15 May 2024

যেভাবে সিভি/ রেজিউমে বানালে তা আপনাকে চাকরির নিশ্চয়তা দেবে

ডিজাইন সিভি তৈরি করে কঠিন হলে ও অসম্ভব নয় কিন্তু! -----লার্ন ডিজাইন// “প্রথমেই বলে নেয়া ভালো চাকরি পাওয়ার জন্য কোনো জটিল কিংবা দুর্বোধ্য সিভি বা রেজিউমে বানানোর প্রয়োজন নেই। একটি সিম্পল এবং রেলেভেন্ট সিভি হায়ারিং ম্যানেজারদের ইম্প্রেস করার জন্য যথেষ্ট। ডিজাইনার হিসেবে আপনি হয়তো মনযোগ আকর্ষনের জন্য কমপ্লেক্স এবং ইউনিক ডিজাইনের সিভসি/রেজিউমে বানানোর কথা ভাবছেন।কিন্তু সিভিটি যথাসম্ভব সিম্পল ও রেলেভেন্ট করা ভালো। কারণ যিনি প্রথমে আপনার সিভিটি দেখবেন তিনি হয়তো ডিজাইনার নাও হতে পারেন। একট

02 October 2023

মার্কেটিংয়ে ডেটা সায়েন্স ব্যবহার করার ৫টি উপায়

মার্কেটিংয়ে ডেটা সায়েন্সের ভূমিকা আপনি কি কখনো অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু কেনা কাটা করেছেন? করতে গিয়ে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে, আপনাকে সবসময় একই ধরনের কিছু পণ্য ও সামগ্রী কিনার বিজ্ঞাপন দেখানো হয়। এখানেই রয়েছে মার্কেটিং জগতে ডেটা সায়েন্সের প্রয়োগ।  বর্তমান দুনিয়ার বেশিরভাগ ডেটা গত দুই বছরে তৈরি করা হয়েছে। তার সাথে সাথে আগের চেয়ে কোম্পানিগুলো আরো দ্রুত এই ডেটাসমূহ সংগ্রহ এবং অ্যানালাইস করতে পারছে। একজন ব্যক্তি যতবার একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পৃষ্ঠা বা POS সিস

01 October 2023

1 min read

পাইথনে দক্ষতা বৃদ্ধির জন্য ৫টি চ্যালেঞ্জ

পাইথনের বহুমুখী ব্যবহারযোগ্যতার কারণে বর্তমান বিশ্বে পাইথন সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। পাইথন ভাষাটি ডেটা সায়েন্টিস্ট, ওয়েব ডেভেলপার এবং সফ্টওয়্যার ডেভেলপার সহ সকল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা ব্যবহার করে থাকে। তাই আপনি যদি পেশাগতভাবে ডেটা সাইন্সকে বেছে নিতে চান, তাহলে আপনার জন্য পাইথন ভাষাটিতে দক্ষতা অর্জন খুবই জরুরি।  পাইথন চ্যালেঞ্জগুলো নেয়ার কারণ কী?  কোডিং চ্যালেঞ্জগুলো আপনাকে আপনার পাইথনের সকল খুঁটিনাটি নলেজ গুলোকে প্র্যাকটিসে রাখতে হেল্প করে। এখানে আমরা কিছু চ্যালেঞ্জের কথা বলে

01 October 2023

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে