পাইথনে দক্ষতা বৃদ্ধির জন্য ৫টি চ্যালেঞ্জ

01 October 2023

পাইথনের বহুমুখী ব্যবহারযোগ্যতার কারণে বর্তমান বিশ্বে পাইথন সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। পাইথন ভাষাটি ডেটা সায়েন্টিস্ট, ওয়েব ডেভেলপার এবং সফ্টওয়্যার ডেভেলপার সহ সকল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা ব্যবহার করে থাকে। তাই আপনি যদি পেশাগতভাবে ডেটা সাইন্সকে বেছে নিতে চান, তাহলে আপনার জন্য পাইথন ভাষাটিতে দক্ষতা অর্জন খুবই জরুরি। 

পাইথন চ্যালেঞ্জগুলো নেয়ার কারণ কী? 

কোডিং চ্যালেঞ্জগুলো আপনাকে আপনার পাইথনের সকল খুঁটিনাটি নলেজ গুলোকে প্র্যাকটিসে রাখতে হেল্প করে। এখানে আমরা কিছু চ্যালেঞ্জের কথা বলেছি যা আপনার পাইথনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো অনুশীলন করতে সহায়তা করবে - 

১। প্লটলি (Plotly) এবং ড্যাশ (Dash) ব্যবহার করে ড্যাশবোর্ড তৈরি 

ডেটা ভিজ্যুয়ালাইজেশন এবং ড্যাশবোর্ডগুলিকে প্রায়ই ডেটা সায়েন্সে "গেটওয়ে ড্রাগ" বলা হয়। পাইথনের প্লটলি এবং ড্যাশ প্যাকেজগুলি, পাইথনে ড্যাশবোর্ড ডেভেলপ করার জন্য খুবই চমৎকার দুটি মাধ্যম। যা আপনি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। 

এই চ্যালেঞ্জটির সাহায্যে আপনি শিখতে পারবেন কীভাবে প্লটলি এবং ড্যাশ ব্যবহার করে একটি ড্যাশবোর্ড গঠন করতে হয় বা স্টাইল করতে হয়। এছাড়াও ড্যাশবোর্ডগুলোর পোর্টফোলিও তৈরি এবং সেটি অন্যান্য সকলের সাথে শেয়ার করার পদ্ধতিগুলোও আপনাকে আপনার পাইথন দক্ষতায় এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। 

২। বিটকয়েন মূল্য অ্যানালাইস 

ক্রিপ্টোর মতে, বিটকয়েন ২০২২ সালের সবচেয়ে মূল্যবান ক্রিপ্টোকারেন্সি এবং ৭ নভেম্বর, ২০২২ পর্যন্ত এর মূল্য ছিল ৩৯৮ বিলিয়ন ডলার। কিন্তু বাজারে এর মূল্য প্রতিটি ক্রিপ্টোকারেন্সির মতই প্রতিনিয়ত উঠানামা করতে থাকে। আপনি ভবিষ্যতে বিটকয়েনের মূল্য কীরকম হবে, তা পাইথন ব্যবহারের সাহায্যে বের করতে পারবেন। এছাড়াও, বর্তমানে বাজারে অন্যান্য ক্রিপ্টোকারেন্সির তুলনায় বিটকয়েনের অবস্থা কেমন, সে সম্পর্কেও অ্যানালাইস করতে পারবেন। যা আপনাকে পাইথনের প্রেডিক্টিভ অ্যানালাইসিস সম্পর্কে ধারনা দিয়ে থাকবে। 

৩। ডিজনি (Disney) মুভির জনপ্রিয়তা অনুমান 

প্রায় একশতাব্দী ধরে, বিশ্বের বিনোদন জগতে ডিজনি একটি খুবই জনপ্রিয় নাম হিসেবে পরিচিত। আপনি পাইথন এবং মেশিন লার্নিং-এর মাধ্যমে ডিজনির প্রত্যেকটি মুভি বিষয়ক ড্যাটাবেস থেকে বিভিন্ন ধরনের তথ্য বের করে আনতে পারবেন। যেমন- ডিজনির সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে কোন উপাদানগুলো সাধারনত দেখা যায়, তা আমরা জানতে পারি। এছাড়াও, কোন উপাদানগুলো না থাকলে, তাদের মুভির রেটিং সাধারণের তুলনায় কম হয়, তা বের করতে পারি। এসকল ডেটাগুলোকে প্রেডিক্টিভ অ্যানালাইসিসের সাহায্যে আমরা বের করতে পারি যে, ডিজনির সামনের কোন মুভিটি কীরকম জনপ্রিয়তা পেতে পারে। 

৪। স্টক মার্কেট এবং মার্কেট নিউজ সেন্টিমেন্ট অ্যানালাইস

মার্কেট নিউজ সেন্টিমেন্ট বলতে বুঝানো হয়েছে যে, মার্কেটে সবাই কোনো একটি স্টক নিয়ে কি ধরনের মতামত পোষণ করছে। কারণ, মার্কেটে সকলে একটি স্টককের প্রতি কেমন মতামত পোষণ করছে, তার উপরই সেই স্টকটির মূল্য নির্ভর করে। তাই, বিভিন্ন নিউজে বা সংবাদপত্রে যখন কোনো স্টক নিয়ে ভালো মন্তব্য করা হয়, তখন সে স্টকের মূল্য বৃদ্ধি পেতে দেখা যায়। আবার যখন কোনো স্টক নিয়ে খারাপ মন্তব্য করা হয়, তখন সে স্টকের মূল্য হ্রাস পায়। 

পাইথনের সাহায্যে আমরা অ্যানালাইস করতে পারি যে, সংবাদপত্র বা অন্যান্য জায়গায়, লেখকরা একটি স্টক নিয়ে কি ধরনের মন্তব্য করছে। যা থেকে আমরা অনুমান করতে পারি যে, শীঘ্রই কোন স্টকটির মূল্য বাড়বে বা কমবে। 

৫। গেম অফ থ্রোন্স চরিত্রগুলির নেটওয়ার্ক বিশ্লেষণ

গেম অফ থ্রোন্স হল একটি আমেরিকান ফ্যান্টাসি ড্রামা টেলিভিশন সিরিজ যা জর্জ আরার মার্টিনের, “এ সং অফ আইস অ্যান্ড ফায়ার’’ বইটির উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। প্রতিটি টিভি সিরিজের মতই এই সিরিজটিরও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো এই সিরিজটির চরিত্র এবং সিরিজটির ঘটনা পরিবেশন। গেম অফ থ্রোন্স টিভি সিরিজটি অনেকগুলো জটিল চরিত্র নিয়ে গঠিত। কিন্তু, এতগুলো চরিত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র কোনটি হতে পারে, এর উত্তর-ই আমরা পেতে পারি ডেটা সাইন্সের মাধ্যমে। পাইথনের ডেটা মাইনিং কৌশল নেটওয়ার্ক বিশ্লেষণের মাধ্যমে গেম অফ থ্রোনসের বিভিন্ন চরিত্রের মধ্যে সম্পর্ক স্থাপন এবং তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী চরিত্র কে, তা যাচাই করতে সাহায্য করে থাকবে। 

Share this article

RELATED ARTICLES

ডাটা সায়েন্টিস্ট হওয়ার ৮ টি স্টেপ

আপনার কি মনে হচ্ছে না, ডেটা সাইনটিস্ট হওয়ার এখনি সময়? একবার চারপাশে খেয়াল করুন তো! তাহলে দেখতে পাবেন ডেটা সায়েন্স এখন সব জায়গায়। একের পর এক, ওয়ার্ল্ডওয়াইড কোম্পানিগুলো সবচেয়ে ডাইভার্স প্রবলেমগুলোর সলিউশনের জন্য ডেটা সায়েন্সের দিকে ঝুঁকছে।  এই পরিস্থিতি ডেটা সাইনটিস্টদের জব সেক্টর ও স্যালারি স্ট্রাকচার কিন্তু খুবই অ্যাডভান্টেজ পজিশনে আছে। তাই আর দেরি কেন?? ৮ টি স্টেপ ফলো করে, আপনিও হতে পারেন একজন ডাটা সায়েন্টিস্ট। 1. Learn data wrangling, data visualization, and reporting  আপনি যখন ডেটা সায

15 May 2024

যেভাবে সিভি/ রেজিউমে বানালে তা আপনাকে চাকরির নিশ্চয়তা দেবে

ডিজাইন সিভি তৈরি করে কঠিন হলে ও অসম্ভব নয় কিন্তু! -----লার্ন ডিজাইন// “প্রথমেই বলে নেয়া ভালো চাকরি পাওয়ার জন্য কোনো জটিল কিংবা দুর্বোধ্য সিভি বা রেজিউমে বানানোর প্রয়োজন নেই। একটি সিম্পল এবং রেলেভেন্ট সিভি হায়ারিং ম্যানেজারদের ইম্প্রেস করার জন্য যথেষ্ট। ডিজাইনার হিসেবে আপনি হয়তো মনযোগ আকর্ষনের জন্য কমপ্লেক্স এবং ইউনিক ডিজাইনের সিভসি/রেজিউমে বানানোর কথা ভাবছেন।কিন্তু সিভিটি যথাসম্ভব সিম্পল ও রেলেভেন্ট করা ভালো। কারণ যিনি প্রথমে আপনার সিভিটি দেখবেন তিনি হয়তো ডিজাইনার নাও হতে পারেন। একট

02 October 2023

মার্কেটিংয়ে ডেটা সায়েন্স ব্যবহার করার ৫টি উপায়

মার্কেটিংয়ে ডেটা সায়েন্সের ভূমিকা আপনি কি কখনো অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু কেনা কাটা করেছেন? করতে গিয়ে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে, আপনাকে সবসময় একই ধরনের কিছু পণ্য ও সামগ্রী কিনার বিজ্ঞাপন দেখানো হয়। এখানেই রয়েছে মার্কেটিং জগতে ডেটা সায়েন্সের প্রয়োগ।  বর্তমান দুনিয়ার বেশিরভাগ ডেটা গত দুই বছরে তৈরি করা হয়েছে। তার সাথে সাথে আগের চেয়ে কোম্পানিগুলো আরো দ্রুত এই ডেটাসমূহ সংগ্রহ এবং অ্যানালাইস করতে পারছে। একজন ব্যক্তি যতবার একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পৃষ্ঠা বা POS সিস

01 October 2023

1 min read

পাইথনে দক্ষতা বৃদ্ধির জন্য ৫টি চ্যালেঞ্জ

পাইথনের বহুমুখী ব্যবহারযোগ্যতার কারণে বর্তমান বিশ্বে পাইথন সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। পাইথন ভাষাটি ডেটা সায়েন্টিস্ট, ওয়েব ডেভেলপার এবং সফ্টওয়্যার ডেভেলপার সহ সকল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা ব্যবহার করে থাকে। তাই আপনি যদি পেশাগতভাবে ডেটা সাইন্সকে বেছে নিতে চান, তাহলে আপনার জন্য পাইথন ভাষাটিতে দক্ষতা অর্জন খুবই জরুরি।  পাইথন চ্যালেঞ্জগুলো নেয়ার কারণ কী?  কোডিং চ্যালেঞ্জগুলো আপনাকে আপনার পাইথনের সকল খুঁটিনাটি নলেজ গুলোকে প্র্যাকটিসে রাখতে হেল্প করে। এখানে আমরা কিছু চ্যালেঞ্জের কথা বলে

01 October 2023

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে