জুনিয়র UI/UX ডিজাইনারের পোর্টফোলিও কেমন হওয়া উচিত?

13 May 2024

Share this article

RELATED ARTICLES

জুনিয়র UI/UX ডিজাইনারের পোর্টফোলিও কেমন হওয়া উচিত?

13 May 2024

গ্রাফিক ডিজাইনার বনাম UI UX ডিজাইনার

গ্রাফিক ডিজাইনার নাকি UI UX ডিজাইনার? কোনদিকে আপনার আগ্রহ? নাকি দুটো নিয়ে দ্বিধায় আছেন?  গ্রাফিক ডিজাইন এবং UI UX ডিজাইন দুটোই কিন্তু ডিজাইনের জগতে জনপ্রিয় দুটো ফিল্ড। তাই আপনি যেদিকেই যান না কেন, আপনার ডেভেলমেন্টের প্রচুর সুযোগ রয়েছে। তবে যেকোনো একটি বেছে নেয়ার আগে দুটি ফিল্ড নিয়েই বিস্তারিত জেনে নেয়া হলো বুদ্ধিমানের কাজ। কেননা গ্রাফিক ও UI UX ডিজাইনিংয়ের  মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো বুঝতে পারলে আপনি যেদিকে যাচ্ছেন সেটি আপনার জন্য বেস্ট কিনা সেটি জানতে পারবেন। গ্

13 May 2024

যেভাবে সিভি/ রেজিউমে বানালে তা আপনাকে চাকরির নিশ্চয়তা দেবে

ডিজাইন সিভি তৈরি করে কঠিন হলে ও অসম্ভব নয় কিন্তু! -----লার্ন ডিজাইন// “প্রথমেই বলে নেয়া ভালো চাকরি পাওয়ার জন্য কোনো জটিল কিংবা দুর্বোধ্য সিভি বা রেজিউমে বানানোর প্রয়োজন নেই। একটি সিম্পল এবং রেলেভেন্ট সিভি হায়ারিং ম্যানেজারদের ইম্প্রেস করার জন্য যথেষ্ট। ডিজাইনার হিসেবে আপনি হয়তো মনযোগ আকর্ষনের জন্য কমপ্লেক্স এবং ইউনিক ডিজাইনের সিভসি/রেজিউমে বানানোর কথা ভাবছেন।কিন্তু সিভিটি যথাসম্ভব সিম্পল ও রেলেভেন্ট করা ভালো। কারণ যিনি প্রথমে আপনার সিভিটি দেখবেন তিনি হয়তো ডিজাইনার নাও হতে পারেন। একট

02 October 2023

হেডার ডিজাইন : এক্সাম্পলস এন্ড বেস্ট প্র্যাকটিসেস

আসুন জেনে নেয়া যাক, সবচেয়ে কমন হেডার টাইপস এবং ডিজাইনের বেসিকের পাশাপাশি কিভাবে হেডার ডিজাইন করলে সেটি ইনফরমেটিভ কন্সিস্টেন্ট হবে এবং ইউজারদের ওয়েবসাইট নেভিগেশনে সাহায্য করবে -----লার্ন ডিজাইন// “আগে হেডার কেবল একটি নেভিগেশোনাল স্লিপ ছিলো যা পেইজের লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন এবং কল-টু-একশন বাটন ধারণ করতো।কিন্তু এখন “above the fold” সবকিছুই হেডারের অংশ। একজন ভিজিটর যখন আপনার ওয়েবসাইট ভিজিট করতে আসে তখন সর্বপ্রথম তাঁর চোখ যায় পেইজের হেডারে। তাই পেইজ হেডার এতো ইনফরমেটিভ আর অ্যাকুরেট হওয়া উচিৎ যে

02 October 2023

2 min read

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে