Blog
/
Category
/
Details
প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউ ক্র্যাক করার ৫ টি টিপস
চারদিকে প্রোডাক্ট ম্যানেজারের ভীরে প্রোডাক্ট ম্যানেজার আসলে কাকে বলে? সহজ ভাষায় বলতে গেলে, একটা প্রোডাক্টের জীবনকালের শুরু থেকে শেষ, অর্থাৎ প্রোডাকশন থেকে কনজিউমার পর্যন্ত আগাগোড়া যার নখদর্পণে থাকে তাকেই বলা হয় প্রোডাক্ট ম্যানেজার।
কাজের পরিধি শুনে ভয় পেয়ে গেলেন না তো? কাজ যতটুক-ই হোক, এটা জেনে নিন যে, বর্তমানে প্রতিটি কোম্পানি-তেই প্রোডাক্ট ম্যানেজার নিয়োগ দেয়া হয়। তাই ইন্টারভিউ ফেইস করে, আপনিও হতে পারেন প্রোডাক্ট ম্যানেজার।
চলুন জেনে নেই, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউ ক্র্যাক করার ৫ টি টিপস।
প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউ ক্র্যাক করার ৫ টি টিপস -
- Preparation, Preparation & Preparation
একটি সাকসেসফুল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেয়া অপরিহার্য। আপনাকে অবশ্যই কোম্পানি এবং পোস্ট নিয়ে রিসার্চ করতে হবে। তাদের মিশন, গোল, প্রোডাক্ট, কম্পিটিশন এবং পোস্টের রেসপন্সিবিলিটি ও প্রয়োজনীয় স্কিল সম্পর্কে জানা। এছাড়াও, আপনার জেনারেল প্রোডাক্ট ম্যানেজমেন্ট আইডিয়া, যেমন প্রোডাক্ট রোডম্যাপ, প্রোডাক্ট লঞ্চ, প্রোডাক্ট মেট্রিকস, A/B টেস্টিং ইত্যাদি সম্পর্কে নলেজ থাকা উচিত।
পাশাপাশি, "আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টে কেন জব করতে চান?", "আপনি কীভাবে একটি নতুন প্রোডাক্ট আইডিয়া বের করবেন?" ইত্যাদি জেনারেল ইন্টারভিউ কোশ্চেনের এন্সার প্র্যাকটিস করুন।
- Be confident
আপনার কনফিডেন্স শো করা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ বোর্ডে স্পষ্টভাবে এবং সংক্ষেপে কথা বলুন। আপনার স্কিল ও এক্সপেরিয়েন্স সম্পর্কে কনফিডেন্স দেখাতে হবে। মনে রাখবেন, আপনি কেবল একটি জবের জন্য এপ্লাই করছেন না, বরং কোম্পানিকে বোঝাচ্ছেন যে আপনি তাদের টিমের জন্য ভ্যালুয়েবল রিসোর্স হবেন।
- Communication Skills
ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল একজন সফল প্রোডাক্ট ম্যানেজারের জন্য অপরিহার্য। আপনার আইডিয়াগুলো স্পষ্টভাবে ও সংক্ষেপে ব্যাখ্যা করতে সক্ষম হোন। মনে রাখবেন, আপনি কেবল আপনার স্কিল ও নলেজই প্রেজেন্ট করছেন না, বরং আপনার সাথে কাজ করার মতো একজন ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করছেন।
- Relevant experience
আপনার আগের এক্সপেরিয়েন্সগুলোর সাথে এই পোস্টের রিলেভেন্ট দেখান। আপনার স্কিল এবং নলেজ কীভাবে কোম্পানিকে হেল্প করতে পারে তা ব্যাখ্যা করুন। স্পেসিফিক এক্সাম্পল ইউজ করে আপনার কথাগুলোকে সাপোর্ট করুন।
5. Addressing
ইন্টারভিউয়ের পর ধন্যবাদ জ্ঞাপন করার জন্য একটি ইমেইল পাঠান। আপনার ইন্টারেস্ট নিয়ে আবারো এনশিউর করুন এবং কোন প্রশ্ন থাকলে তা জিজ্ঞাসা করুন।
এই টিপসগুলো ফলো করলে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে।
RELATED ARTICLES
একজন ফ্রেশার কি প্রোডাক্ট ম্যানেজার হতে পারে? || Can A Fresher Become A Product Manager? ( The Complete Guide for Beginners)
আমাদের চারপাশের প্রতিটি সেক্টরের পরিচালনার মূলে থাকে ম্যানেজমেন্ট। কিভাবে কোম্পানি বা সংগঠনটি পরিচালনা করা হচ্ছে, তার উপরই নির্ভর করে এটি কতটুকু সাকসেসফুল হবে। বিজনেস, টেক ইন্ড্রাস্ট্রি কিংবা ইউজার এক্সপেরিয়েন্স বলেন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট সকল সেক্টরের একদম প্রথম সারির একটি টিম। প্রোডাক্ট ম্যানেজমেন্ট জবটি কিভাবে একজন ফ্রেশারের জন্য পারফেক্ট হতে পারে? ● ফ্রেশারদের ফ্রেশ পার্সপেক্টিভ ● ফ্রেশারদের এডাপ্টিবিলিটি এবং শেখার আগ্রহ ● স্ট্রং এ্যানালিটিক্যাল স্কিল একজন ফ্রেশার প্রোডাক্ট ম্যানেজারে
প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউ ক্র্যাক করার ৫ টি টিপস
চারদিকে প্রোডাক্ট ম্যানেজারের ভীরে প্রোডাক্ট ম্যানেজার আসলে কাকে বলে? সহজ ভাষায় বলতে গেলে, একটা প্রোডাক্টের জীবনকালের শুরু থেকে শেষ, অর্থাৎ প্রোডাকশন থেকে কনজিউমার পর্যন্ত আগাগোড়া যার নখদর্পণে থাকে তাকেই বলা হয় প্রোডাক্ট ম্যানেজার। কাজের পরিধি শুনে ভয় পেয়ে গেলেন না তো? কাজ যতটুক-ই হোক, এটা জেনে নিন যে, বর্তমানে প্রতিটি কোম্পানি-তেই প্রোডাক্ট ম্যানেজার নিয়োগ দেয়া হয়। তাই ইন্টারভিউ ফেইস করে, আপনিও হতে পারেন প্রোডাক্ট ম্যানেজার। চলুন জেনে নেই, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউ ক্র্যাক করার ৫ টি
জুনিয়র প্রোডাক্ট ডিজাইনারদের কাছে কোম্পানিরা কী এক্সপেক্ট করেন?
একজন জুনিয়র প্রোডাক্ট ডিজাইনার হল এন্ট্রি-লেভেলের ডিজাইন প্রফেশনালস, যাকে সাধারণত প্রোডাক্ট ডিজাইন টিমে হায়ার করা হয়। তারা স্টার্ট-আপ, বড় কর্পোরেশন, নন-প্রফিট এবং গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোতে কাজ করে। মূলত জুনিয়র প্রোডাক্ট ডিজাইনার যে কোনও অর্গানাইজেশনেই কাজ করতে পারে, যা হিউম্যান ইউজার প্রোডাক্ট, বা সার্ভিস প্রোভাইড করে। আপনি যদি কোনো এক্সপেরিয়েন্স ছাড়াই প্রোডাক্ট ডিজাইনে আপনার ক্যারিয়ার শুরু করতে আগ্রহী হন, তাহলে একজন জুনিয়র প্রোডাক্ট ডিজাইনারের রোল সম্ভবত ইন্ড্রাস্ট্রিতে আপনার ফার
প্রোডাক্ট ম্যানেজমেন্ট বনাম প্রোজেক্ট ম্যানেজমেন্ট
প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং প্রোজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য আছে কী? প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং প্রোজেক্ট ম্যানেজমেন্টের দুইটি একদম ভিন্ন কনসেপ্ট যা আমদের অনেকেরই রয়েছে অজানা। প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং প্রোজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে কী কী পার্থক্য রয়েছে তা সম্পর্কে জানতে পারবেন আজকের এই ফিচারে। প্রোডাক্ট এবং প্রোজেক্টের মধ্যে ভিন্নতা কী? প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং প্রোজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে ভিন্নতা জেনে নেওয়ার আগে প্রোডাক্ট এবং প্রোজেক্টের মধ্যে ভিন্নতা জানতে হবে। প্রোডাক্ট হচ্ছ
Relevant Live Courses for PRODUCT MANAGEMENT AND DESIGN