কেন শিখবেন সিমুলিঙ্ক?

22 June 2021

1 min read

সিমুলিঙ্ক আবার কী?

ইঞ্জিনিয়ারিং জগতে ম্যাটল্যাব টুলের সাথে কমবেশি সবাই পরিচিত। সিমুলিঙ্ক ম্যাটলাবেরই একটি সিমুলেশন টুল। সোজা ভাষায় সিমুলিঙ্ক একটি গ্রাফিকাল প্রোগ্রামিং সেটাপ।

দুনিয়াটাই দাঁড়িয়ে আছে প্রোগ্রামিং এর উপর, আর “প্রোগ্রামিং” শুনলেই আমাদের সামনে ভেসে উঠে কোড এডিটর আর সি/সি++ ল্যাঙ্গুয়েজ। কিন্তু, প্রোগ্রামিং মানেই হাতে লেখা কোড নয়। ইলেকট্রিক গাড়ি, বা স্পেস শাটল, সব খানেই জটিল সিস্টেম প্রোগ্রামিং করে ডিজাইন করা হয়, আর সেখানে ছোটখাট ভুল ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়।

এখানেই গ্রাফিকাল প্রোগ্রামিং টুল এগিয়ে থাকে। সিমুলিঙ্কে অনেক জটিল সিস্টেম ডিজাইন করে টেস্ট করে নেয়ার সুযোগ আছে। সাথে আছে কোড জেনারেশন টুল, যা ইউজারকে তার পছন্দের হার্ডওয়্যারে সিস্টেম রান করা সহজ করে দিবে।

গ্রাফিকাল প্রোগ্রামিং এর কিছু কথা

সহজ একটা প্রোগ্রামের কথা চিন্তা করা যাক। আমরা সি ল্যাঙ্গুয়েজে দুটি জিনিস ইনপুট নিয়ে গুণ করতে এই কোডটি লিখে ফেলতে পারিঃ

Figure 1: C Code for Multiplying two inputs

এই কোডটাকে গ্রাফিকালি সিমুলিঙ্কে আমরা এভাবে পেতে পারিঃ

Figure 2: Simulink Block for Multiplying two inputs

সি কোড কেউ বুঝুক আর না বুঝুক, সিমুলিঙ্কের গ্রাফিকটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে না কিন্তু।

কাজ যত বড় হবে, হাতে লেখা কোডের পরিধি ততই বাড়তে থাকবে। ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কাজ কোন সমস্যা সমাধান করা, যেমন, কেউ হয়তো একটি গিয়ার-সিস্টেম বানাতে চাচ্ছে গাড়ির জন্য, অথবা একটি পিআইডি কন্ট্রলার টেস্ট করতে চাচ্ছে। তার জন্য বসে বসে বিশাল কোড লেখার চেয়ে দ্রুত সিস্টেম টেস্ট করা জরুরি।

এখানে ত্রাতা হিসেবে এসেছে সিমুলিঙ্ক। সিমুলিঙ্কের বিরাট লাইব্রেরিতে অটোমেশন, পাওয়ার সিস্টেম, কন্ট্রল সিস্টেম, ডিপ লার্নিং ইত্যাদি মডিউল শুধু ড্রেগ-এন্ড-ড্রপের অপেক্ষায়। যেমন, একটি পিআই কন্ট্রলার নির্ভর ব্রেক সিস্টেম কিভাবে সহজেই ডিজাইন করে ফেলা যাচ্ছে দেখা যাকঃ

Figure 3: A PI-Based Cruise Controller

সিমুলিংকের শক্তিঃ

আপনি যদি একজন একাডেমিক গবেষক হয়ে থাকেন, এবং মাল্টিডোমেইন ডাইনামিক সিস্টেম ডিজাইন করা আপনার লক্ষ্য হয়, তাহলে আপনার সিস্টেমটি বাস্তবে কিরূপ আচরণ করতে পারে তা সিমুলিঙ্কে সহজেই টেস্ট করে দেখতে পারেন।

সিমুলিঙ্কের সবচেয়ে বহুল ব্যবহার হয় অটমোটিভ, এরোস্পেস, অ্যাভিওনিক্স (ড্রোন এবং অন্য ইউএভি) আর প্রতিরক্ষা ব্যবস্থায় যেখানে সিস্টেম গুলোর মডেল বানিয়ে আগে টেস্ট করে দেখা হয়, তারপর কোড জেনেরেট করে যে প্রসেসরে সিস্টেমটি কাজ করবে তাতে আপলোড করে দেয়া হয়। কাজ কতটা সহজ করে দিচ্ছে সিমুলিঙ্ক একবার চিন্তা করে দেখুন।

ওস্তাদের ৩ সপ্তাহের সিমুলিঙ্ক চ্যালেঞ্জে থাকছে ৫ টি প্রোজেক্টের সাথে সিমুলিঙ্কে কাজ শেখার সুযোগ। হাতে হাতে শেখাই দক্ষ হয়ে উঠার একমাত্র উপায়। গ্রাফিকাল প্রোগ্রামিং আর সিমুলিঙ্কের জগতে আপনাকে স্বাগতম জানাচ্ছি!

কোর্সটিতে জয়েন করুন আজইঃ https://ostad.app/batch/simulink-challenge

ব্লগটি লিখেছেন আমিমুল ইহসান, COO & R&D Lead at Insight Labs-Metsys

Share this article

RELATED ARTICLES

টেকনোলজি না জানা কেউ কি DevOps শিখতে পারবে?  ||  Can A Non_IT Person Learn DevOps? (DevOps Guideline for Non-IT Person)

বর্তমান টেক দুনিয়ায় DevOps (Development and Operations) একটি জনপ্রিয় প্রফেশান হিসেবে গড়ে উঠেছে। DevOps মূলত একটি প্রসেস যা সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটি অপারেশনস টিমের মধ্যে কম্বাইন করে, যার ফলে ফাস্ট, রিলায়েবল এবং ইফেক্টিভ সফটওয়্যার ডেলিভারি এনশিউর হয়। DevOps-এ ডেভেলপ মানে কেবল টেকনিক্যাল স্কিল নয়, বরং টিম কোলাবোরেশন, কালচারাল চেঞ্জ এবং ডেভেলপ প্রসেসের ইউজের স্কিলও এতে ইনক্লুডেট। আজ আলোচনা করা হবে, Non-IT বা টেকনোলজিক ফিল্ডে না থাকা কেউ কি DevOps শিখতে পারবে? এবং এই প্রফেশানে সাকসেসফুলল

20 October 2024

1 min read

DevOps শেখা কি সহজ? ||  Is DevOps Easy to Learn? (DevOps Learning Guideline)

বর্তমান টেক দুনিয়ায় DevOps একটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ আইডিয়া। সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি অপারেশনের মধ্যে একটি ব্রিজ হিসেবে DevOps-এর ইনোভেশন হয়েছে। এটি সফটওয়্যার ডেভেলমেন্ট ও ডেলিভারির স্পীড বাড়ানোর জন্য অটোমেটিক টুলস ও প্র্যাকটিসের মাধ্যমে কাজ করে। এই DevOps শেখা কি সহজ? এই প্রশ্নের উত্তর অনেকাংশে নির্ভর করে একজন লার্নারের ব্যাকগ্রাউন্ড, এক্সপেরিয়েন্স এবং শেখার ইন্টারেস্টের উপর।  আসুন এই বিষয়ে বিস্তারিত আলোচনার আগে আজকের টপিকগুলো জেনে নেই, DevOps কী? DevOps শেখার চ্যালেঞ্জ  শেখা

20 October 2024

1 min read

DevOps এর কোন ল্যাঙ্গুয়েজটি বেস্ট?  ||  Which Language is Best for DevOps? || (Best Language For DepOps)

DevOps বর্তমানে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটি অপারেশনসের কম্বাইন প্রসেস হিসেবে কাজ করছে। এর মূল উদ্দেশ্য হলো সফটওয়্যার ডেলিভারি প্রসেসকে ফাস্ট এবং কারেক্টলি কমপ্লিট করা, যেখানে ডেভেলপার এবং অপারেশন টিম কোলাবোরেটলি কাজ করে। DevOps প্রসেসে DevOps এর জন্য পারফেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিলেক্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সিস্টেম অটোমেশন, কনফিগারেশন ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এবং আরও বিভিন্ন কাজে হেল্পফুল হয়। DevOps-এর কাজের প্রসেসে ইউজ করার মতো বিভিন্ন প্রোগ্রামিং ল্

08 October 2024

1 min read

পাইথন কি বিগিনারদের জন্য শেখা সহজ? || Is Python Easy to Learn for Beginners || ( Python Guideline for Beginners)

প্রোগ্রামিংয়ের দুনিয়া বিগিনারদের জন্য অনেকটা কঠিন। প্রোগ্রামিংয়ে আগ্রহ থেকে ক্যারিয়ার হিসেবে অনেকেই প্রোগ্রামার হতে চায়। কিন্তু প্রোগ্রামার হওয়ার জার্নিটা এতো সহজ নয়। দিনের পর দিন কোডিং নিয়ে থাকতে থাকতে অনেকেই হাপিয়ে যায়। ঠিক তখন-ই বিগিনারদের এই কোডিংয়ের ঝামেলা থেকে চলে আসে পাইথন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুনিয়ায় সবচেয়ে সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় পাইথনকে। কিন্তু এই কথা কি আসলেই সত্যি?  * কেন পাইথন শেখা সহজ? ● পাইথনের ইংরেজি সিনট্যাক্স ● পাইথন লজিকে ফোকাস করে ● পাইথন ফ্রি-তে ইউজ করা

08 October 2024

1 min read

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে