Envato মার্কেটপ্লেসে শাইন করতে কী শিখবেন?

12 February 2024

Envato Marketplace কে এক কথায় ক্রিয়েটিভ ডিজিটাল asset এর শপিংমল বলা যেতে পারে। বিশ্বব্যাপী ক্রিয়েটিভ প্রফেশনালরা, যেমন - ওয়েব ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, ফটোগ্রাফার ইত্যাদি মানুষদের কাছে এই অনলাইন মার্কেটপ্লেসটি খুবই জনপ্রিয়। তাঁরা যেমন তাদের কন্টেন্ট বিক্রি করার জন্য এই মার্কেটপ্লেসে আসেন, ঠিক তেমনি অসংখ্য ক্রেতাও সেগুলি কিনতে আসেন। তাই এই মার্কেটপ্লেসটি ক্রিয়েটিভ পেশার মানুষদের জন্য আয়ের বেশ সম্ভাবনাময় একটি ক্ষেত্র। 

আপনি হয়তো ইতোমধ্যেই Envato Marketplace এ জয়েন করে ফেলেছেন কিংবা করতে যাচ্ছেন। কিন্তু আপনি এখনো জানেন না কীভাবে সেখানে প্রোগ্রেস করতে পারেন, নিজের সেল বাড়াতে পারেন। তবে চিন্তার কিছুই নেই, কেননা এই আর্টিকেলেই আমরা Envato Marketplace নিয়ে বিস্তারিত কথা বলব এবং বেশ কিছু টিপস শেয়ার করব যা দিয়ে আপনি খুব সহজেই শাইন করতে পারেন। 

Envato Marketplace সম্পর্কে জানা 

প্রথমেই চলুন Envato Marketplace সম্পর্কে একটু ভালভাবে জেনে নিই। Envato Marketplace হচ্ছে একটি বড় ইকোসিস্টেম যেখানে অনেকগুলো প্লাটফর্ম আছে। এই সকল প্লাটফর্মের সবই ভিন্ন ভিন্ন ক্রিয়েটিভ কাজের জন্য আলাদা করা। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও প্রোডাকশন, মিউজিক কম্পোজিশন বা আরো যা যা ক্রিয়েটিভ কাজ রয়েছে, Envato Marketplace এ সেসব কাজের জন্য কোনো না কোনো প্লাটফর্ম রয়েছে। সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্মগুলো হলো 

-ThemeForest

-GraphicRiver

-CodeCanyon

 -AudioJungle এবং 

-VideoHive

Envato Marketplace এ সফল হওয়ার উপায় 

১। কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা: 

Envato Marketplace-এ সফলতার মূল চাবিকাঠি হচ্ছে ভালো মানের কন্টেন্ট। আপনি ওয়েব ডিজাইন করুন, লোগো ডিজাইন করুন, মিউজিক ট্র্যাক তৈরি করুন বা যা-ই করুন না কেন, সবসময় নিশ্চিত করুন আপনি টপ কোয়ালিটির কাজই তৈরি করছেন। এটা হয়তো রাতারাতি করতে পারবেন না কিন্তু একটু সময় ও ধৈর্য্য নিয়ে, বিভিন্ন টেকনিক নিয়ে এক্সপেরিমেন্ট করে একসময় করে ফেলতে পারবেন। 

২। মার্কেট ট্রেন্ড সম্পর্কে ধারণা রাখা: 

টেকনোলজির এই সময়টাতে সবকিছুই দ্রুত চলে। ডিজিটাল কমার্সে তাই ট্রেন্ড পরিবর্তন হয় ঘন ঘন। এসবের মধ্যে আপনি যদি নিজেকে এগিয়ে রাখতে চান, তো সবসময় ইন্ড্রাস্ট্রি ট্রেন্ড সম্পর্কে ধারণা রাখুন। বর্তমানের জনপ্রিয় টপিকগুলি কী কী, কাস্টমাররা এখন কী ধরনের প্রোডাক্ট প্রেফার করছে, কম্পিটিটররা কী করছে এসব বিষয়ে নজরদারি রাখতে হবে। এইসকল ফ্যাক্টর এনালাইসিস করেই আপনি এই মার্কেটের ডিমান্ড বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী নিজের ডিজিটাল প্রোডাক্টগুলি ডিজাইন করতে পারবেন। 

৩। মার্কেটিং এবং প্রমোশন: 

ধরা যাক সবকিছু বুঝে শুনে দারুণ একটি প্রোডাক্ট আপনি তৈরি করলেন। এবার কী করবেন? এবারে সবাইকে আপনার এই ক্রিয়েটিভ কাজটির কথা জানাতে হবে এবং কাস্টমারদের আকর্ষণ করে আপনার ডিজিটাল শপ পর্যন্ত নিয়ে আসতে হবে। সেজন্য মার্কেটপ্লেসে স্ট্যান্ডআউট করার অন্যতম উপায় হলো যথাযথ মার্কেটিং এবং প্রমোশন করা। এর জন্য চমৎকার লেখা, আকর্ষণীয় গ্রাফিক্স ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টেকনিক ইউজ করে আপনার টার্গেট অডিয়েন্সের এটেনশন ক্যাচ করতে পারেন এবং আপনার প্রোডাক্টে ট্র্যাফিক নিয়ে আসতে পারেন। 

৪। কাস্টমার এনগেইজমেন্ট এবং সাপোর্ট : 

আপনার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার কাস্টমার। তাই কাস্টমারদের হ্যাপি রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তাদের জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর দিন। তারা আপনার প্রোডাক্ট সম্পর্কিত কোনো সমস্যায় পড়লে বা কনসার্ন ফেইস করলে তা সমাধানে সাহায্য করুন। চেষ্টা করুন একটি ভাল কাস্টমার সার্ভিস প্রদান করতে। কাস্টমারদের সাথে ভাল সম্পর্ক গড়ে তোলা যেমন আপনাকে তাদের কাছে বিশ্বস্ত করে তুলবে, তেমনি তাদের মাধ্যমে অন্যদের কাছেও আপনার সম্পর্কে পজিটিভ বার্তা ছড়িয়ে যাবে। 

যেসকল ভুল করা যাবে না 

Envato Marketplace-এ নতুন এসে অনেকেই ছোটবড় কিছু ভুল করে থাকেন, যার কারণে তারা পিছিয়ে পড়েন। এই মার্কেটপ্লেসে নিজের দৃঢ় অবস্থান তৈরি করে নিতে সঠিক পদক্ষেপ যেমন নেয়া উচিত, তেমনি ভুলগুলিও এড়িয়ে যেতে হবে। এরকম দুটি ভুল নিয়েই নিচে বলা হলো: 

১। কপিরাইট-ল না মানা: 

আপনি যেকোনো প্লাটফর্মেই ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করুন না কেন, আপনাকে সবসময় কপিরাইট আইন ও Intellectual property rights মেনে চলতে হবে। Envato Marketplace এর বেলায়ও একই ব্যাপার। সবসময় নিজের নিজের প্রজেক্টে মিউজিক, আর্টওয়ার্ক বা অন্যান্য যা asset ব্যবহার করবেন, নিশ্চিত করবেন তা যেন অরিজিনাল হয়। অনুমতি ব্যতীত কপিরাইটেড কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করবেন না। এটা যে শুধু অনুচিত কাজ তাই নয়, ভবিষ্যতে এটি আপনাকে আইনি জটিলতায়ও ফেলে দিতে পারে। 

২। Underpricing এবং Overpricing করা: 

ডিজিটাল প্রোডাক্টের দাম ঠিক করার স্ট্রাটেজি বেশ ট্রিকি। কিন্তু আপনার পণ্যের বিক্রি বাড়ানোর জন্য এটি গুরুত্বপূর্ণও বটে। তাই Overprice অর্থাৎ অতিরিক্ত দাম রাখার ইচ্ছা আসলেও তা দমন করে রাখুন। কারণ আপনার কন্টেন্টের জনপ্রিয়তা কমানোর জন্য এই একটি ভুলই যথেষ্ট। 

একইভাবে নিজের কাজকে কম মূল্যের ভাবা এবং প্রোডাক্টের দাম বেশি কমিয়ে ফেলাও ভুল সিদ্ধান্ত হবে। তাহলে উপায় কী? 

এক্ষেত্রে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। আপনাকে জানতে হবে কম্পিটিটররা কীরকম দাম নিচ্ছে এবং সেই তুলনায় আপনার প্রোডাক্টের ভ্যালু কেমন হতে পারে। তারপর সে অনুযায়ী ব্যালেন্স করে একটি যথাযথ দাম ঠিক করে নিতে হবে। 

শেষ কথা 

এইটুকুই ছিল Envato Marketplace নিয়ে আমাদের এই ছোট্ট গাইডটি। এই সবগুলি ধাপ সুন্দরমতো শেষ করে ফেলার পর আশা করছি Envato Marketplace এ আপনিও নিজের জন্য ভালো একটি অবস্থান তৈরি করে নিতে পারবেন। তবে সবসময় মনে রাখবেন, সফলতা কখনো রাতারাতি চলে আসেনা। এতে সময় লাগে, ডেডিকেশন লাগে। আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে এবং নতুন নলেজের সাথে মানিয়ে নিতে হবে। নিজের ক্রিয়েটিভিটির সীমানা সবসময় পুশ করতে হবে। Envato Marketplace এর ক্রিয়েটিভ প্রফেশনাল হয়ে উঠুন, এই প্রত্যাশা। 

Share this article

RELATED ARTICLES

টেকনোলজি না জানা কেউ কি DevOps শিখতে পারবে?  ||  Can A Non_IT Person Learn DevOps? (DevOps Guideline for Non-IT Person)

বর্তমান টেক দুনিয়ায় DevOps (Development and Operations) একটি জনপ্রিয় প্রফেশান হিসেবে গড়ে উঠেছে। DevOps মূলত একটি প্রসেস যা সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটি অপারেশনস টিমের মধ্যে কম্বাইন করে, যার ফলে ফাস্ট, রিলায়েবল এবং ইফেক্টিভ সফটওয়্যার ডেলিভারি এনশিউর হয়। DevOps-এ ডেভেলপ মানে কেবল টেকনিক্যাল স্কিল নয়, বরং টিম কোলাবোরেশন, কালচারাল চেঞ্জ এবং ডেভেলপ প্রসেসের ইউজের স্কিলও এতে ইনক্লুডেট। আজ আলোচনা করা হবে, Non-IT বা টেকনোলজিক ফিল্ডে না থাকা কেউ কি DevOps শিখতে পারবে? এবং এই প্রফেশানে সাকসেসফুলল

20 October 2024

1 min read

DevOps শেখা কি সহজ? ||  Is DevOps Easy to Learn? (DevOps Learning Guideline)

বর্তমান টেক দুনিয়ায় DevOps একটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ আইডিয়া। সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি অপারেশনের মধ্যে একটি ব্রিজ হিসেবে DevOps-এর ইনোভেশন হয়েছে। এটি সফটওয়্যার ডেভেলমেন্ট ও ডেলিভারির স্পীড বাড়ানোর জন্য অটোমেটিক টুলস ও প্র্যাকটিসের মাধ্যমে কাজ করে। এই DevOps শেখা কি সহজ? এই প্রশ্নের উত্তর অনেকাংশে নির্ভর করে একজন লার্নারের ব্যাকগ্রাউন্ড, এক্সপেরিয়েন্স এবং শেখার ইন্টারেস্টের উপর।  আসুন এই বিষয়ে বিস্তারিত আলোচনার আগে আজকের টপিকগুলো জেনে নেই, DevOps কী? DevOps শেখার চ্যালেঞ্জ  শেখা

20 October 2024

1 min read

DevOps এর কোন ল্যাঙ্গুয়েজটি বেস্ট?  ||  Which Language is Best for DevOps? || (Best Language For DepOps)

DevOps বর্তমানে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটি অপারেশনসের কম্বাইন প্রসেস হিসেবে কাজ করছে। এর মূল উদ্দেশ্য হলো সফটওয়্যার ডেলিভারি প্রসেসকে ফাস্ট এবং কারেক্টলি কমপ্লিট করা, যেখানে ডেভেলপার এবং অপারেশন টিম কোলাবোরেটলি কাজ করে। DevOps প্রসেসে DevOps এর জন্য পারফেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিলেক্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সিস্টেম অটোমেশন, কনফিগারেশন ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এবং আরও বিভিন্ন কাজে হেল্পফুল হয়। DevOps-এর কাজের প্রসেসে ইউজ করার মতো বিভিন্ন প্রোগ্রামিং ল্

08 October 2024

1 min read

পাইথন কি বিগিনারদের জন্য শেখা সহজ? || Is Python Easy to Learn for Beginners || ( Python Guideline for Beginners)

প্রোগ্রামিংয়ের দুনিয়া বিগিনারদের জন্য অনেকটা কঠিন। প্রোগ্রামিংয়ে আগ্রহ থেকে ক্যারিয়ার হিসেবে অনেকেই প্রোগ্রামার হতে চায়। কিন্তু প্রোগ্রামার হওয়ার জার্নিটা এতো সহজ নয়। দিনের পর দিন কোডিং নিয়ে থাকতে থাকতে অনেকেই হাপিয়ে যায়। ঠিক তখন-ই বিগিনারদের এই কোডিংয়ের ঝামেলা থেকে চলে আসে পাইথন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুনিয়ায় সবচেয়ে সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় পাইথনকে। কিন্তু এই কথা কি আসলেই সত্যি?  * কেন পাইথন শেখা সহজ? ● পাইথনের ইংরেজি সিনট্যাক্স ● পাইথন লজিকে ফোকাস করে ● পাইথন ফ্রি-তে ইউজ করা

08 October 2024

1 min read

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে