কিভাবে আপনার ফ্লাটার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করবেন

01 October 2023

1 min read

আপনি যেহেতু ফ্লাটার শেখার সিদ্ধান্ত নিয়েছেন আমি বিশ্বাস করি এটি একটি ভাল সিদ্ধান্ত। আপনার যাত্রা বাধা পূর্ণ হতে পারে কিন্তু হাল ছাড়া যাবেনা। 

আপনি যে প্রথম বাধার সম্মুখীন হচ্ছেন তা হল কিভাবে আপনার অ্যাপ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করবেন, আসুন শুরু করা যাক।

docs.flutter.dev খুলুন এবং আপনার অপারেটিং সিস্টেম নির্বাচন করুন। আমি এখানে ফ্লাটার ইনস্টল করার জন্য সাধারণ স্টেপগুলো শিখিয়ে দিব। ডকুমেন্টেশন খুব স্পষ্ট এবং আমি আপনার সাধারণ সমস্যার সমাধান করার চেষ্টা করব। 

#1 Android Studio ডাউনলোড এবং ইনস্টল করুন

কোড লেখার জন্য আপনার একটি IDE প্রয়োজন হবে, আপনি অন্য IDE ও বেছে নিতে পারেন কিন্তু গুগল Android Studio সুপারিশ করে এবং আমরা এটি ইনস্টল করব।

Android Studio ডাউনলোড করতে developer.android.com এ যান।

ইনস্টলারটি বেশ সহজ। শর্তাবলী পড়া, প্রয়োজনীয় অনুমতি দেওয়া, এসব শেষ করে ইন্সটল করে নিন। 

Android Studio কে এর স্মুথ কার্যকারিতার জন্য সর্বশেষ SDK এবং কিছু অন্যান্য ফাইল ডাউনলোড করার অনুমতি দিন।

#2 flutter SDK ডাউনলোড করুন

উইন্ডোজ এবং ম্যাক ব্যবহারকারীদের জন্য আপনি জিপ ফাইলটি ডাউনলোড করতে পারেন বা গিটহাব থেকে স্থিতিশীল ভার্সনটি ক্লোন করতে পারেন।

লিনাক্স ব্যবহারকারীরা স্ন্যাপ ব্যবহার করতে পারেন।

Choose your operating system

#3 Add the path

পরবর্তী ধাপ হল গ্লোবাল ভেরিয়েবলে একটি flutter/bin path যোগ করা, যাতে আপনি ফ্লাটার cmd globally ব্যবহার করতে পারেন।

Windows:

স্টার্ট মেনু খুলুন এবং ফলাফল থেকে env টাইপ করুন এবং আপনার অ্যাকাউন্টের জন্য Edit environment variables for your account সিলেক্ট করুন।

Mac:

ফাইলটিকে কাঙ্খিত স্থানে এক্সট্রাক্ট করুন।

উদাহরণ:

$ cd ~/geekAid $ unzip ~/Downloads/flutter_macos_3.3.6-stable.zip

আপনার path এ ফ্লাটার যোগ করুন, ইনস্টল লোকেশনে টার্মিনাল খুলুন এবং এই cmd পেস্ট করুন।

$ export PATH="$PATH:pwd/flutter/bin"

Linux:

https://docs.flutter.dev/get-started/install/macos#update-your-path

আপনি যদি ফ্লাটার ইনস্টল করতে স্ন্যাপ ব্যবহার করে থাকেন তাগলে তো হলই। আপনি ফ্লাটার পাথ চেক করতে নিচে দেওয়া cmd ব্যবহার করতে পারেন।

আপনি অস্থায়ীভাবে টার্মিনালে ফ্লাটার পাথ যোগ করতে পারেন, কিন্তু আমি শুধু এগিয়ে যাই এবং পরে এটি স্থায়ীভাবে যোগ করি।

#4 Run flutter doctor

ফ্লাটার ইন্সটলেশন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা এবং কোন সমস্যা আছে কিনা, তা পরীক্ষা করার জন্য টার্মিনাল খুলুন এবং cmd লিখুন “flutter doctor” এবং এন্টার চাপুন।

$ flutter doctor

গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিলে এগিয়ে যান। 

কিন্তু এটা আপনাদের অনেকের ক্ষেত্রেই হবে না। এখানে আমি সবচেয়ে সাধারণ বিষয় নিয়ে আলোচনা করছি।

  • Flutter SDK not found in the specified location

আপনি এটি Android Studio থেকে ইনস্টল করতে পারেন।

Menu > Tools > SDK Manager > Android SDK > SDK Tools (tab)

Install missing SDK

এখান থেকে missing dependency খুঁজুন এবং এটি ইনস্টল করুন।

  • Flutter run error: You have not accepted the license agreements

লাইসেন্স গ্রহণ করতে টার্মিনাল খুলুন এবং cmd চালান। 

$ flutter doctor --android-licensed

এখন, ত্রুটিটি সমাধান করার পরে আরও সমস্যাগুলি পরীক্ষা করতে আবার "ফ্লাটার ডাক্তার" চালান।

আপনি যদি এখনও সমস্যার সম্মুখীন হন তবে আমি আপনাকে StackOverflow তে সেই সমস্যাটি খুঁজে বের করার চেষ্টা করার এবং এটি সমাধান করার পরামর্শ দিচ্ছি। 

#5 অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রয়োজনীয় প্লাগইন ইনস্টল করুন।

এই প্লাগইনগুলি আপনাকে run & debug support, syntax highlighting, code completion, widget editing assistance এবং আরও অনেক কিছু দেয়।

প্লাগইনগুলি ইনস্টল করতে 'Ctrl+Alt+S' বা Menu> File > Settings দ্বারা সেটিংসে যান।

সেটিংসে প্লাগইন সেকশনগুলো খুলুন।

Search and install plugins

আপনাকে দুটি প্লাগইন ইনস্টল করতে হবে এবং মার্কেটপ্লেসে সেগুলি অনুসন্ধান করতে হবে।

  • flutter
  • dart

   একবার ইন্সটল করলে IDE রিস্টার্ট করুন। 

ব্যস! শুরু করে দিন আপনার ফ্লাটার ডেভেলপমেন্টের যাত্রা।

Share this article

RELATED ARTICLES

ওয়েব vs অ্যাপ (ফ্লাটারের যেখানে একচ্ছত্র আধিপত্য)

08 May 2024

ক্র্যাক করুন কোডিং ইন্টারভিউ

একজন কোডার হিসেবে আল্টিমেট গোল থাকা উচিৎ ড্রিম জব এচিভ করা। তবে ড্রিম জব এচিভ করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কোডিং ইন্টারভিউ ক্র্যাক করা। জ আজ কথা হবে কোডিং ইন্টারভিউ ক্র্যাক করা নিয়ে,কথা হবে কীভাবে ইজিলি ক্র্যাক করতে পারবেন তা নিয়ে। তাই বিগিনার,মিডিওকার বা এক্সপেরিমেন্ট যে লেভেল এর কোডার হন না কেন কোডিং ইন্টারভিউ ক্র্যাক করার সলিউশন জানতে চাইলে পড়ে নিন আজকের এই ব্লগটি। কোডারদের ড্রিম জব এচিভ করার ক্ষেত্রে প্রধান বাধা হতে পারে ইন্টারভিউ ক্র্যাকিং। তবে একবার ভাবুন তো যদি আপনি এই প্রসেসে সারর্ভাইব

21 April 2024

1 min read

চ্যাটজিপিটি ইউজেস ফর লারাভেল ডেভেলপারস

বর্তমান সময়ে এক্সপার্ট হতে হলে সবাইকেই AI ইউজ করা জানতে হয়। আর সেটা যদি হয় লারাভেল ডেভেলপার্সদের জন্য, তাহলে বলা যায়, chatgpt আপনার কাজকে করতে পারে আরো ইজি এন্ড টাইম-ফ্রেন্ডলি। কিন্তু তা কিভাবে?এই নিয়ে ডিটেইলস জেনে নিতে পড়ে নিন আজকের ব্লগটি। ChatGPT চ্যাটজিপিটি হল OpenAI-এর ক্রিয়েট করা একটি Large Language Model, যা বিভিন্ন কাজের জন্য ইউজ করা যেতে পারে। আর এই বিভিন্ন কাজের মধ্যে রয়েছে কোড ক্রিয়েট এবং ডিবাগ করা।  Laravel লারাভেল হলো PHP-ভিত্তিক একটি জনপ্রিয় ওপেন-সোর্স ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেম

12 March 2024

1 min read

Envato মার্কেটপ্লেসে শাইন করতে কী শিখবেন?

Envato Marketplace কে এক কথায় ক্রিয়েটিভ ডিজিটাল asset এর শপিংমল বলা যেতে পারে। বিশ্বব্যাপী ক্রিয়েটিভ প্রফেশনালরা, যেমন - ওয়েব ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, ফটোগ্রাফার ইত্যাদি মানুষদের কাছে এই অনলাইন মার্কেটপ্লেসটি খুবই জনপ্রিয়। তাঁরা যেমন তাদের কন্টেন্ট বিক্রি করার জন্য এই মার্কেটপ্লেসে আসেন, ঠিক তেমনি অসংখ্য ক্রেতাও সেগুলি কিনতে আসেন। তাই এই মার্কেটপ্লেসটি ক্রিয়েটিভ পেশার মানুষদের জন্য আয়ের বেশ সম্ভাবনাময় একটি ক্ষেত্র।  আপনি হয়তো ইতোমধ্যেই Envato Marketplace এ জয়েন করে ফেলেছেন কিংবা করতে যাচ্ছ

12 February 2024

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে