বিগেনারদের জন্য অন্যতম ১০টি ফ্রি ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদম কোর্স

01 October 2023

2 min read


অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচার হল কম্পিউটার সায়েন্সের সবচেয়ে মৌলিক এবং প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে দুটি, যা সফটওয়্যার ডেভেলপমেন্টে সর্বত্র ব্যবহৃত হয়।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একজন ভাল প্রোগ্রামার হওয়ার জন্য এই দুটি বিষয়ের ভাল জ্ঞান গুরুত্বপূর্ণ, কারণ একজন ব্যক্তি যার অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচার সম্পর্কে ভাল ধারণা রয়েছে তিনি চিন্তাশীল চয়েজ করতে পারেন এবং এমন প্রোগ্রাম লিখতে পারেন যা যেকোনো পরিবর্তন সামলাতে পারে এবং ভালো পারফর্ম করতে পারে।

গুগল, মাইক্রোসফ্ট, অ্যামাজন, ফেসবুক এবং অ্যাপেলের মতো শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলোতে, কোডিং ইন্টারভিউতে দারুণ করার করার জন্যও এগুলো অপরিহার্য, যা একজন প্রার্থীর এক্সিস্টিং ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম ব্যবহার করার ক্ষমতার উপর জোর দেয় এবং এমন সব সমস্যা নিয়ে আসে যা তারা আগে কখনও দেখেনি।

এসব ইন্টারভিউতে সফল হওয়ার একমাত্র উপায় হল সমস্ত বেসিক অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার এবং রিকার্শন, বিট ম্যানিপুলেশন ইত্যাদির মতো প্রোগ্রামিং কৌশলগুলোর উপর শক্তিশালী জ্ঞান অর্জন করা।

আরেকটি জিনিস যা আমি প্রোগ্রামারদের মধ্যে অনেক লক্ষ করেছি তা হল ডাটা স্ট্রাকচারের অগভীর বা আংশিক জ্ঞান। অনেক প্রোগ্রামার মনে করেন যে শুধু অ্যারে বা লিঙ্ক লিস্ট জানাই হবে, এবং এটা সত্য কারণ সবাই এটা জানে।

প্রার্থীর ভিড় থেকে নিজেকে আলাদা করতে, আপনাকে বাইনারি ট্রি (binary tree), বাইনারি সার্চ ট্রি (binary search tree), ব্যালেন্সড ট্রি (balanced tree), হিপ (heaps), গ্রাফ (graphs), হ্যাশ টেবেল  (hash tables), ডাবলি লিঙ্কড লিস্ট (doubly linked list), সার্কুলার লিস্ট (circular list), স্ট্যাক (stack), কিউ (queue), দুই নোটের বেশি ট্রি (tree) ইত্যাদি ডাটা স্ট্রাকচারও জানতে হবে। 

আপনি যদি আপনার ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম দক্ষতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন এবং কিছু চমৎকার বিনামূল্যের রিসোর্স খুঁজছেন, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।

আগে আমি অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচারের উপর কিছু বই, টিউটোরিয়াল এবং ইন্টারভিউ প্রশ্ন শেয়ার করেছি, এবং আজ আমি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের সেরা কিছু কোর্স শেয়ার করব, যেগুলোও বিনামূল্যে।

এগুলো সবই অনলাইন কোর্স, তাই এগুলোর মাধ্যমে আপনি আপনার অফিস বা বাড়িতে আরামে বসে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শিখতে পারেন৷ চাইলে আপনি আপনার নিজস্ব গতিতে এগোতে পারেন, এবং আপনার কাছে কঠিন লাগে এমন বিষয়গুলোতে বেশি সময় দিতে পারেন।

এই কোর্সগুলো অ্যারে, লিংকড লিস্ট এবং বাইনারি ট্রির পাশাপাশি স্ট্যাক, কিউ, ট্রি (trie), ব্যালেন্সড ট্রি, গ্রাফ ইত্যাদির মতো অ্যাডভান্সড ডাটা স্ট্রাকচারও তুলে ধরবে।

প্রোগ্রামারদের জন্য সেরা ১০টি ফ্রি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম টিউটোরিয়াল

ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শেখার জন্য এখানে কিছু ফ্রি কোর্সের একটি তালিকা রয়েছে। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেসব কোর্সগুলো অন্তর্ভুক্ত করেছি যেগুলো C, C++, Java, JavaScript, Python, ইত্যাদি প্রোগ্রামিং ভাষায় শেখায়; কারণ যদিও ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম জেনেরিক, আপনি আরও ভালভাবে বাস্তবায়ন বুঝতে পারবেন যদি সেগুলো আপনার জানা প্রোগ্রামিং ভাষায় শেখানো হয়।

১. Algorithms Part 1 — Coursera

এটি Coursera-এর অ্যালগরিদমের আরও একটি দারুণ কোর্স। এই কোর্সটি আপনাকে ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম এবং কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করার ক্ষেত্রে একটি গাইডেড ট্যুরে নিয়ে যাবে। এখানকার কনসেপ্টগুলো ভাষা-স্বাধীন, এবং Big O সমাধানগুলো করা হয়েছে জাভাতে।

এটি কোর্সটি দুই ভাগে বিভক্ত, যার প্রথম অংশে মৌলিক ডাটা স্ট্রাকচার, বাছাই করা এবং সার্চিং অ্যালগরিদম রয়েছে এবং দ্বিতীয় অংশটি গ্রাফ এবং স্ট্রিং-প্রসেসিং অ্যালগরিদমে ফোকাস করে৷

প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে এই কোর্সটি বিনামূল্যে দেওয়া হয়, এবং কেভিন ওয়েন এবং রবার্ট সেজউইক উভয় প্রশিক্ষকই বিশেষজ্ঞ লেখক এবং লেকচারার। রবার্ট সেজউইক অ্যালগরিদমের বইও লিখেছেন, যা জাভাতে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শেখার জন্য সেরা বইগুলোর মধ্যে একটি।

সোশাল প্রমাণের কথা বললে, কোর্সটি ১০০০ রিভিউয়ারের কাছ থেকে গড়ে ৪.৯ রিভিউ পেয়েছে যা আশ্চর্যজনক। একবার আপনি এনরোলড হয়ে গেলে আপনার সব কোর্স ম্যাটেরিয়ালের অ্যাক্সেস থাকবে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে, তবে অন্যান্য কোর্সেরা কোর্সের মতো এখানে সমাপ্তির কোনো সার্টিফিকেট দেওয়া হবে না।

এবং, আপনি যদি কোর্সেরা কোর্সগুলোকে কাজের মনে করেন কারণ সেগুলো গুগল, আইবিএম, অ্যামাজন এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মতো স্বনামধন্য সংস্থারা তৈরি করেছে, আমি আপনাকে কোর্সেরা প্লাসে যোগদান করার পরামর্শ দিচ্ছি, যা কোর্সেরা থেকে একটি সাবস্ক্রিপশন প্ল্যান৷

এই সিঙ্গেল সাবস্ক্রিপশন আপনাকে তাদের সবচেয়ে জনপ্রিয় কোর্স, স্পেশালাইজেশন, প্রফেশনাল সার্টিফিকেট এবং গাইডেড প্রজেক্টে আনলিমিটেড অ্যাক্সেস দেবে। এটির খরচ বছরে প্রায় ৩৯৯ ডলার, কিন্তু আনলিমিটেড সার্টিফিকেট পেতে এটা অবশ্যই কার্যকরী৷

২.Data Structure [Free Udemy Course]

জাভা ব্যবহার করে বেসিক ডাটা স্ট্রাকচারের ডিজাইন, ইমপ্লেমেন্টেশন এবং অ্যানালাইসিস শেখার জন্য এটি একটি বিগেনার কোর্স।

সুপরিচিত কিছু ডাটা স্ট্রাকচার যেমন ডায়নামিক অ্যারে, লিংকড লিস্ট, স্ট্যাক, কিউ এবং বাইনারি ট্রি এই কোর্সটি কভার করে।

এই কোর্সের একটি দ্বিতীয় অংশও রয়েছে, তবে এটি বিনামূল্যে নয় বলে আমি এটিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করিনি, তবে আপনি যদি এই কোর্সটি পছন্দ করেন তাহলে আপনি Data Structure — Part II ও ঘুরে আসতে পারেন।



৩. Easy to Advanced Data Structures

ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শেখার জন্য বিনামূল্যে পেতে পারেন এমন সেরা কোর্সগুলোর মধ্যে এটি একটি। কোর্সটিতে ৮ ঘন্টার বেশি কন্টেন্ট রয়েছে এবং নাম দেখেই বোঝা যায় এটি ইজি ও অ্যাডভান্সড ডাটা স্ট্রাকচার উভয়ই নিয়ে এসেছে।

এখানে আপনি শিখবেন অ্যারে, লিংকড লিস্ট, ডায়নামিক অ্যারে, স্ট্যাক, কিউ, ডাবলি লিংকড লিস্ট, প্রায়োরিটি কিউ, হ্যাশ টেবেল, বাইনারি সার্চ ট্রি, ফেনউইক (Fenwick) ট্রি/বাইনারী ইনডেক্সড ট্রি, এভিএল (AVL) ট্রি এবং ইনডেক্সড প্রায়োরিটি কিউ সম্পর্কে।

এছাড়াও শিখবেন ইউনিয়ন-ফাইন্ড/ডিসজয়েন্ট (union-find/disjoint) সেট, Kruskal's Algorithm, এবং প্যাথ কম্প্রেশন সম্পর্কে।

সংক্ষেপে, ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম সম্পর্কে শেখার জন্য একটি সম্পূর্ণ গাইড। এই চমৎকার কোর্সটি বিনামূল্যে রাখার জন্য ইন্সট্রাক্টর উইলিয়াম ফিসেটকে অনেক ধন্যবাদ।


৪. Graph Theory Algorithms

অনেক প্রোগ্রামার, সেইসাথে অনলাইন কোর্স, গ্রাফ অ্যালগরিদম শেখানো থেকে দূরে সরে থাকে কারণ এটি শেখা এবং বাস্তবায়ন করা জটিল এবং কঠিন, কিন্তু আসলে এই জায়গাতেই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

গ্রাফ ব্যবহার করে অনেক বাস্তব-জগতের সমস্যা সমাধান করা যেতে পারে, যেমন দুটি শহরের মাঝে এবং এয়ারলাইনের মধ্যে সবচেয়ে ছোটো পথ খোঁজা। সৌভাগ্যক্রমে, আপনার কাছে একটি বিনামূল্যের কোর্স রয়েছে, যা কম্পিউটার সায়েন্স এবং গণিতের গ্রাফ থিওরি অ্যালগরিদমের সম্পূর্ণ ধারণা প্রদান করে।

এই কোর্সে, আপনি সাধারণ গ্রাফ ট্রাভার্সাল অ্যালগরিদম সম্পর্কে শিখবেন, যেমন ডেপথ-ফার্স্ট ট্রাভার্সাল (depth-first traversal) এবং লেভেল অর্ডার ট্রাভার্সাল (level order traversal), ডিজকস্ট্রা’স অ্যালগরিদম (Dijkstra’s algorithm), টপোলজিকাল সর্ট অ্যালগরিদম (Topological sort algorithm), অ্যাসাইক্লিক গ্রাফের সবচেয়ে ছোট/দীর্ঘতম পথ (Shortest/longest path on an acyclic graph), বেলম্যান ফোর্ডের অ্যালগরিদম (Bellman Ford’s algorithm), ফ্লয়েড-ওয়ারশাল অল পেয়ারস শর্টেস্ট প্যাথ অ্যালগরিদম (Floyd-Warshall all pairs shortest path algorithm), ব্রিজ/আর্টিকুলেশন পয়েন্ট খোঁজা (Finding bridges/articulation points), এবং স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট ফাইন্ডিং (Finding strongly connected components (Tarjan’s))।

আপনি কম্পিউটারে গ্রাফ কীভাবে ইমপ্লেমেন্ট এবং স্টোর করবেন তাও এখানে শিখবেন। সংক্ষেপে, গ্রাফ ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম সম্পর্কে জানার জন্য একটি নিখুঁত কোর্স এটি।

৫. Dynamic Programming — I

ডায়নামিক প্রোগ্রামিং ইন্টারভিউতে জটিল কোডিং সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ কৌশল।

আপনি যদি চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে থাকেন তবে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম জানার পাশাপাশি, আপনাকে রিকার্শন, ইটারেশন এবং ডায়নামিক প্রোগ্রামিংয়ের মতো প্রোগ্রামিং কৌশল সম্পর্কেও শিখতে হবে।

এই কোর্সটি অনেক প্রোগ্রামিং সমস্যা নিয়ে আলোচনা করে যা ডায়নামিক প্রোগ্রামিং কৌশল ব্যবহার করে সমাধান করা যেতে পারে, যেমন লংগেস্ট ইনক্রিয়িং সাবসিকেন্স (Longest Increasing Subsequence), সাম অফ দ্য রেঞ্জ (Sum of the Range), শেয়ার মার্কেট অ্যানালিসিস (Share market analysis) এবং আরও অনেক কিছু।

এখানকার প্রশ্ন সমাধান করার পরে এবং তাদের অ্যানালাইসিসগুলো বোঝার পরে, নতুন যে কোনো ধরণের ডায়নামিক প্রোগ্রামিং সমস্যার সমাধান করতে গেলে তার জন্য একটি শক্তিশালী অন্তর্দৃষ্টি তৈরি করতে পারবেন।

৬. Data Structures Concepts & Singly Linked List Implementation

সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে, লিংকড লিস্ট, স্ট্যাক, কিউ এবং ডেকিউর মতো বেসিক ডাটা স্ট্রাকচার শেখার জন্য এটি একটি সংক্ষিপ্ত কোর্স।

এখানে আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিভিন্ন লিংকড লিস্ট অপারেশন ইমপ্লেমেন্ট করতে শিখবেন, যেমন- নোড খোঁজা, নোড অ্যাপেন্ড বা যুক্ত করা, নোড ডিলিট করা, একটি পজিশনে একটি নোড অ্যাড করা, লিংকড লিস্ট ট্রাভার্স  এবং নোড প্রিপেয়ার করা।

এছাড়াও আপনি শিখবেন কিছু সাধারণ লিংকড লিস্ট বেসড কোডিং সমস্যার সমাধান করতে, যেমন লিংকড লিস্টের শেষে নোড ইনসার্ট করা, লিংকড লিস্টের শুরুতে নোড ইনসার্ট করা, শুরু থেকে একটি নোড ডিলিট করা এবং শেষ থেকে একটি নোড ডিলিট করা।

৭. Introduction to Algorithms and Data structures in C++

সি++ এ ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শেখার জন্য একটি দুর্দান্ত কোর্স এটি। ইন্সট্রাক্টর আন্দ্রেই মার্গেলোইউ অ্যালগরিদমিক সমস্যা সমাধানে অভিজ্ঞ এবং গুগল এবং ফেসবুক দ্বারা আয়োজিত বেশ কয়েকটি কোডিং কন্টেস্টে অংশগ্রহণ করেছেন এবং জিতেছেন৷

এই কোর্সে, আপনি কেবলমাত্র একটি অ্যারে এবং লিংকড লিস্ট, স্ট্যাক এবং কিউয়ের মতো বেসিক ডাটা স্ট্রাকচার সম্পর্কেই শিখবেন না বরং অ্যালগরিদমিক সমস্যা সমাধান করার জন্য ব্যবহারিক টেকনিক সম্পর্কেও শিখবেন।

ইন্সট্রাক্টর আপনাকে দেখাবে কিভাবে অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি এবং বিগ(O) নাম্বার ডিবাগ এবং অ্যানালাইজ করতে হয়। তিনি তার চিন্তাভাবনাকে আরও ভালভাবে প্রকাশ করতে এবং আপনাকে চাক্ষুষভাবে শেখাতে অনেকগুলো ডায়াগ্রাম ব্যবহার করেছেন, একটি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম কোর্সের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ৷

সংক্ষেপে, একজন এক্সপার্টের কাছ থেকে শেখার জন্য এটি একটি চমৎকার বিনামূল্যের কোর্স যিনি নিজেই ১০০০+ অ্যালগরিদমিক সমস্যার সমাধান করেছেন। আর আমি বিষয়টি জানি কারণ আমি এই কোর্স থেকে বেশ কয়েকটি চমৎকার কৌশল শিখেছি, এই কোর্সটি বিনামূল্যে রাখার জন্য আন্দ্রেইকে অনেক ধন্যবাদ।

৮. Data Structures in Java for Noobs (Lite Edition)

আগের কোর্সের সাথে খুব মিল রয়েছে এই কোর্সের, তবে এটি আপনাকে শেখাবে জাভা ভাষায়, এবং এটি সম্পূর্ণরূপে লিংকড লিস্টের উপর ফোকাস করে, যেমন সিঙ্গলি এবং ডাবলি-লিংকড লিস্ট।

লিংকড লিস্ট অপারেশন এবং কীভাবে জাভা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে এটি ইমপ্লেমেন্ট করবেন, যেমন- একটি নোড অ্যাড করা, নোড ডিলিট করা– শুরু এবং শেষ উভয় দিক থেকে, সবই আপনি শিখবেন। মূলত এটি একটি সংক্ষিপ্ত কোর্স যাতে লিংকড লিস্ট ডাটা স্ট্রাকচারের উপর ফোকাস করা হয়েছে।


৯. Getting Interview Ready — Data Structures

ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন? বেশি সময় নেই? তাহলে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শেখার জন্য এটি একটি দুর্দান্ত কোর্স। কোর্সটি খুব দীর্ঘ বা খুব সংক্ষিপ্ত নয় এবং এতে মাত্র ৩ ঘন্টার মূল্যবান কন্টেন্ট রয়েছে।

তিন ঘন্টার মধ্যে, আপনি শুধুমাত্র অ্যারে, লিংকড লিস্ট, বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, স্ট্যাক, কিউ, এভিএল এবং স্প্লে (splay) ট্রির বেসিকই শিখবেন না, বরং অনেক কোডিং সমস্যার সমাধানও করতে পারবেন, এবং শিখবেন কোডিং ইন্টারভিউতে ভালো করার কিছু কৌশলও। 

এই লেখার সময় কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে থাকলেও যে কোনো সময়ে এটি পেইড কোর্স হয়ে যেতে পারে, তাই আমি বলবো এটি পেইড কোর্স হয়ে যাওয়ার আগে দ্রুত এনরোল করুন।

১০. Algorithms and Data Structures — Part 1

দুই অংশের সিরিজ এই কোর্স অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচার শেখার জন্য ব্যাপক। কোর্সটি দৈনন্দিন অ্যাপ্লিকেশনে ব্যবহৃত মূল ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের উপর ফোকাস করে।

আপনি ট্রাভার্সাল, রিট্রিভাল এবং আপডেট অ্যালগরিদমসহ প্রতিটি ডাটা স্ট্রাকচার বেছে নেওয়ার সাথে জড়িত ট্রেড-অফশিখবেন।

এই সিরিজের প্রথম অংশে লিংকড লিস্ট, স্ট্যাক, সারি, বাইনারি ট্রি এবং হ্যাশ টেবেলের মতো বেসিক ডাটা স্ট্রাকচারগুলো আলোচিত এবং দ্বিতীয় অংশে অ্যাডভান্সড ডাটা স্ট্রাকচার এবং ডাটা সর্টিং, স্ট্রিং সার্চিং, সেট, এভিএল ট্রি এবং কনকারেন্সি সমস্যার মতো অ্যালগরিদমের উপর ফোকাস করা হয়েছে।

বলে রাখা দরকার যে Pluralsight-এর শেষ দুটি অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচার কোর্স একেবারে বিনামূল্যে নয়, কারণ সেগুলো অ্যাক্সেস করার জন্য আপনার Pluralsight মেম্বারশিপ লাগবে। আপনি যদি মেম্বার না হয়ে থাকেন তাহলে Pluralsight মাসিক মেম্বারশিপের জন্য প্রতি মাসে প্রায় ২৯ ডলার এবং বার্ষিক মেম্বারশিপের জন্য প্রায় ২৯৯ ডলার দাবি করবে, যা আপনাকে ৫০০০ এরও বেশি লেটেস্ট টেকনোলজি কোর্সের অ্যাক্সেস প্রদান করে।

আমার একটি Pluralsight মেম্বারশিপ আছে এবং নতুন জিনিস শিখতে আমি এখানে যেতে পছন্দ করি, কিন্তু আপনি যদি এই কোর্সগুলো অ্যাক্সেস করতে চান তবে Pluralsight ফ্রি ট্রায়ালও ব্যবহার করতে পারেন, যা সমস্ত Pluralsight কন্টেন্টে ১০ দিনের অ্যাক্সেস প্রদান করবে।

এবং আপনি যদি কিছু ভালো কোর্স নেয়ার জন্য খরচ করতে দ্বিধা না করেন তবে আপনি পেইড অ্যালগরিদম কোর্সগুলোও দেখতে পারেন:

১. Data Structures and Algorithms: Deep Dive Using Java

২. Grokking the Coding Interview: Patterns for Coding Questions

৩. Data Structures & Algorithms — Interview !!

এই ছিল কিছু সেরা ফ্রি অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচার কোর্স সম্পর্কে আলোচনা। ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম সম্পর্কে ভালো জ্ঞান আপনাকে একজন ভালো প্রোগ্রামার হিসেবে গড়ে তুলতে অনেক দূর এগিয়ে যাবে।

এই কোর্সগুলো আপনাকে আরও ভাল কোড লিখতে সাহায্য করবে এবং কোডিং ইন্টারভিউতে আপনাকে ভাল করতে সাহায্য করবে, যেখানে আপনি সর্বদা অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচারের উপর কিছু প্রশ্ন পাবেনই।

আপনি যদি মনে করেন আপনাকে অ্যালগরিদম সম্পর্কে ধারণা ভালো করতে হবে, শুরু করার জন্য এই কোর্সগুলো একদম দারুণ, এবং আপনাকে খরচের বিষয়ে চিন্তা করতে হবে না কারণ এগুলো বিনামূল্যে।

যদিও এই কোর্সগুলোর বেশিরভাগই বিনামূল্যে এবং আপনি একবার এনরোলড হলে আপনার কোর্সের কন্টেন্টগুলোতে আজীবন অ্যাক্সেস থাকবে, তবে শুধু Udemy-র বিনামূল্যের কোর্সগুলোর ব্যাপারে সতর্ক থাকুন।

তাদের বেশিরভাগই প্রমোশনাল উদ্দেশ্যে বিনামূল্যে করা হয়, এবং অনেকসময়ে যখন তারা সোশাল প্রুফ সংগ্রহের জন্য রেটিং এবং রিভিউয়ের পরিপ্রেক্ষিতে তাদের লক্ষ অর্জন করে, তাদের ইন্সট্রাক্টর কোর্সগুলো পেইড করে দেয়।

আপনি এনরোল বাটনে ক্লিক করার আগে, কোর্সের মূল্য জেনে নেয়া সর্বদা ভাল।

এতক্ষণ ধরে আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ. আপনার যদি এই বিনামূল্যের অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচার কোর্স ভালো লাগে তাহলে অনুগ্রহ করে সেগুলো আপনার বন্ধু এবং সহকর্মীদের সাথে শেয়ার করে ফেলুন।

Share this article

RELATED ARTICLES

টেকনোলজি না জানা কেউ কি DevOps শিখতে পারবে?  ||  Can A Non_IT Person Learn DevOps? (DevOps Guideline for Non-IT Person)

বর্তমান টেক দুনিয়ায় DevOps (Development and Operations) একটি জনপ্রিয় প্রফেশান হিসেবে গড়ে উঠেছে। DevOps মূলত একটি প্রসেস যা সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটি অপারেশনস টিমের মধ্যে কম্বাইন করে, যার ফলে ফাস্ট, রিলায়েবল এবং ইফেক্টিভ সফটওয়্যার ডেলিভারি এনশিউর হয়। DevOps-এ ডেভেলপ মানে কেবল টেকনিক্যাল স্কিল নয়, বরং টিম কোলাবোরেশন, কালচারাল চেঞ্জ এবং ডেভেলপ প্রসেসের ইউজের স্কিলও এতে ইনক্লুডেট। আজ আলোচনা করা হবে, Non-IT বা টেকনোলজিক ফিল্ডে না থাকা কেউ কি DevOps শিখতে পারবে? এবং এই প্রফেশানে সাকসেসফুলল

20 October 2024

1 min read

DevOps শেখা কি সহজ? ||  Is DevOps Easy to Learn? (DevOps Learning Guideline)

বর্তমান টেক দুনিয়ায় DevOps একটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ আইডিয়া। সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি অপারেশনের মধ্যে একটি ব্রিজ হিসেবে DevOps-এর ইনোভেশন হয়েছে। এটি সফটওয়্যার ডেভেলমেন্ট ও ডেলিভারির স্পীড বাড়ানোর জন্য অটোমেটিক টুলস ও প্র্যাকটিসের মাধ্যমে কাজ করে। এই DevOps শেখা কি সহজ? এই প্রশ্নের উত্তর অনেকাংশে নির্ভর করে একজন লার্নারের ব্যাকগ্রাউন্ড, এক্সপেরিয়েন্স এবং শেখার ইন্টারেস্টের উপর।  আসুন এই বিষয়ে বিস্তারিত আলোচনার আগে আজকের টপিকগুলো জেনে নেই, DevOps কী? DevOps শেখার চ্যালেঞ্জ  শেখা

20 October 2024

1 min read

DevOps এর কোন ল্যাঙ্গুয়েজটি বেস্ট?  ||  Which Language is Best for DevOps? || (Best Language For DepOps)

DevOps বর্তমানে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটি অপারেশনসের কম্বাইন প্রসেস হিসেবে কাজ করছে। এর মূল উদ্দেশ্য হলো সফটওয়্যার ডেলিভারি প্রসেসকে ফাস্ট এবং কারেক্টলি কমপ্লিট করা, যেখানে ডেভেলপার এবং অপারেশন টিম কোলাবোরেটলি কাজ করে। DevOps প্রসেসে DevOps এর জন্য পারফেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিলেক্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সিস্টেম অটোমেশন, কনফিগারেশন ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এবং আরও বিভিন্ন কাজে হেল্পফুল হয়। DevOps-এর কাজের প্রসেসে ইউজ করার মতো বিভিন্ন প্রোগ্রামিং ল্

08 October 2024

1 min read

পাইথন কি বিগিনারদের জন্য শেখা সহজ? || Is Python Easy to Learn for Beginners || ( Python Guideline for Beginners)

প্রোগ্রামিংয়ের দুনিয়া বিগিনারদের জন্য অনেকটা কঠিন। প্রোগ্রামিংয়ে আগ্রহ থেকে ক্যারিয়ার হিসেবে অনেকেই প্রোগ্রামার হতে চায়। কিন্তু প্রোগ্রামার হওয়ার জার্নিটা এতো সহজ নয়। দিনের পর দিন কোডিং নিয়ে থাকতে থাকতে অনেকেই হাপিয়ে যায়। ঠিক তখন-ই বিগিনারদের এই কোডিংয়ের ঝামেলা থেকে চলে আসে পাইথন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুনিয়ায় সবচেয়ে সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় পাইথনকে। কিন্তু এই কথা কি আসলেই সত্যি?  * কেন পাইথন শেখা সহজ? ● পাইথনের ইংরেজি সিনট্যাক্স ● পাইথন লজিকে ফোকাস করে ● পাইথন ফ্রি-তে ইউজ করা

08 October 2024

1 min read

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে