SQL-এর সাহায্যে কি কি করা সম্ভব

01 October 2023

বিশ্বব্যাপি অসংখ্য ডেটা বা তথ্য প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে। এসকল ডেটাসমূহকে
সংগঠিত, বিশ্লেষণ এবং বোধগম্য করে তুলতে ডেটা সাইন্টিস্টদের একটি প্রিয়
মাধ্যম হলো এসকিউএল (SQL)।
এসকিউএল একটি খুবই শক্তিশালী ভাষা। এসকিউএল ব্যবহারের মাধ্যমে ব্যবসায়
প্রতিষ্ঠানের জন্য ডেটা সাইন্টিস্টরা বিশাল ডেটাসেটগুলোর মধ্যে সম্পর্ক তৈরি
করতে পারে। এর সাহায্যে আপনি খুবই দ্রুত এবং সহজে তথ্যগুলোকে অ্যাক্সেস,
পুনরুদ্ধার, বাছাই, এবং আপডেট করতে পারেন৷
একজন সুদক্ষ ডেটা সাইন্টিস্ট এসকিউএল (SQL) যেসকল কাজে ব্যবহার করে থাকে।

১। ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করা

Share this article

অনলাইন লাইভ স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।

ডাউনলোড করুন ওস্তাদ অ্যাপ

কমিউনিটি -এর সাথে কানেক্টেড থাকতে